Advertisement
১৫ জানুয়ারি ২০২৫
Hrithik Roshan

ভোর চারটের সময় হাসপাতালে ছোটেন হৃতিক, ‘কহো না প্যার হে’ শুটিংয়ে গুলিবিদ্ধ হন অমিশা!

‘কহো না… প্যার হে’ ছবির শুটিংয়ে গুলিবিদ্ধ হয়েছিলেন অমিশা। পিঠে এমন চোট পান হৃতিক যে শুটিং বন্ধ ছিল প্রায় ছয় মাস।

Ameesha Patel was injured with bullet, Hrithik Roshan was rushed to hospital at 4 am during Kaho Na Pyar Hai Shooting

‘কহো না... প্যার হ্যায়’ ছবিতে হৃতিক রোশন এবং অমিশা পটেল। ছবি: সংগৃহীত।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৪ জানুয়ারি ২০২৫ ১৯:১৭
Share: Save:

২০০০ সালে ‘কহো না... প্যার হ্যায়’ ছবিতে হৃতিকের বিপরীতে অভিষেক হয়েছিল অভিনেত্রী অমিশা পটেলের। সম্প্রতি এই ছবির ২৫ বছর পূর্ণ হল। সেই উপলক্ষ্যে হলে ফের মুক্তি পেল এই ছবি। তারকা-সন্তান নন, সাধারণ পরিবার থেকে বিনোদন দুনিয়ায় আত্মপ্রকাশ করেছিলেন অমিশা। ‘কহো না... প্যার হ্যায়’ ছবিতে নিজের ছেলে হৃতিকের বিপরীতে সেই অমিশাকেই পছন্দ করেছিলেন রাকেশ রোশন। এই ছবির মুক্তির পর রাতারাতি তারকা হয়ে ওঠেন হৃতিক ও অমিশা। তবে ছবির শুটিং করতে গিয়ে গুলিবিদ্ধ হয়েছিলেন অমিশা। পিঠে চোট পেয়েছিলেন হৃতিক। ফলে শুটিং বন্ধ ছিল ছয় মাস।

ছবির ক্লাইম্যাক্স দৃশ্যে বেশ অ্যাকশন ছিল। সেই অংশের শুটিং করতে গিয়ে পিঠে চোট লাগে হৃতিকের। এত জোরে চোট লাগে যে শব্দ শুনতে পান সেটের অন্যরা। তখন প্রায় ভোর ৪টে। অভিনেতাকে নিয়ে ছুটতে হয় সোজা হাসপাতালে। হৃতিকের সুস্থ হতে প্রায় ছয় মাস লেগেছিল। ততদিন বন্ধ ছিল শুটিং।

তার পর শুটিং শুরু হলে গুলিবিদ্ধ হন আমিশা। পিঠে গুলি লাগে অমিশার। অভিনেত্রীর কথায়, ‘‘গুলি লেগেছিল আমরা পিঠে। কিন্তু উপস্থিত বুদ্ধির জেরে মুখ সরিয়ে নিই, না হলে সোজা চোখে এসে লাগত গুলি।’’ তবে অমিশার গুলিটি লেগেছিল কী ভাবে, তা স্পষ্ট করেননি অভিনেত্রী। আসলে এই ছবি তৈরির সময় একাধিক বাধা-বিঘ্ন আসে, ছবি মুক্তি পেতে দেরিও হয়। কিন্তু মুক্তির পর যে ভারতীয় সিনেমার সাফল্যের সংজ্ঞা বদলে দেয় এই ছবি।

অন্য বিষয়গুলি:

Hrithik Roshan Ameesha Patel Film Shooting
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy