Advertisement
১৫ জানুয়ারি ২০২৫
Nargis Fakhri on Bollywood

বলিউডের সঙ্গে দূরত্ব বেড়েছে দীর্ঘ দিন, নেপথ্যে কোন কারণ? জানালেন নার্গিস

গত কয়েক বছরে বলিউডের সঙ্গে দূরত্ব বেড়েছে নার্গিস ফকরির। বলিউড থেকে সরে দাঁড়ানোর নেপথ্য কারণ জানালেন অভিনেত্রী।

Actress Nargis Fakhri reveals why she has left Bollywood

অভিনেত্রী নার্গিস ফকরি। ছবি: সংগৃহীত।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৪ জানুয়ারি ২০২৫ ১৮:৪৮
Share: Save:

এক সময় ‘রকস্টার’ এবং ‘ম্যাড্রাস কাফে’র মতো ছবির মাধ্যমে পরিচিতি পান নারগিস ফকরি। কিন্তু সময়ের সঙ্গে বলিউড আর অভিনেত্রীর মধ্যে দূরত্ব বেড়েছে। নারগিস কেন বলিউড ত্যাগ করেছেন, তা নিয়ে অনুরাগীদের মধ্যে চর্চা অনবরত। সম্প্রতি বলিউড এবং তাঁর কেরিয়ারের প্রসঙ্গে মনের কথা প্রকাশ করেছেন অভিনেত্রী।

নারগিস জানিয়েছেন, বলিউডে কাজের ধরন দেখে একটা সময় তিনি ক্লান্ত বোধ করেন। পাশাপাশি পুরুষদের অহংকার নিয়েও কথা বলেছেন নারগিস। অভিনেত্রীর কথায়, ‘‘খুবই অনভিপ্রেত একটা ঘটনার সম্মুখীন হই, যার ফলে আমি আর বলিউডে ফিরতে পারিনি। কিন্তু সেই প্রসঙ্গে কথা বলতে চাই না।’’ এরই সঙ্গে অভিনেত্রী বলেন, ‘‘সকলের সঙ্গেই যে এ রকম ঘটে তা নয়। আমি একাধিক অসাধারণ মানুষের সঙ্গে কাজ করেছি। তাঁদের সঙ্গে কাটানো মুহূর্ত মনে থাকবে।’’

বলিউডে আইটেম গান নিয়েও সমস্যার কথা জানিয়েছেন নার্গিস। অভিনেত্রী বলেন, ‘‘আমি পাশ্চাত্য নাচের ভঙ্গি জানি। শুটিংয়ের আধ ঘণ্টা আগে নাচ শিখে তার পর গানের সঙ্গে লিপ দিতে বলা হলে তো মুশকিল! তার পর সেটে কত কিছু চলে, যেটা হয়তো বলিউডের সংস্কৃতির সঙ্গে মিললেও পৃথিবীর অন্য কোথাও দেখা যায় না।’’ নার্গিসের মতে, ইন্ডাস্ট্রির বাইরে থেকে কেউ এলে, তাঁকে এই ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। সবাই সেটা মেনে নিতে পারেন না।

অন্য বিষয়গুলি:

Nargis Fakhri Bollywood Actress career problems Bollywood News
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy