বলিউডের পর নিজভূমে ক্রমশ জনপ্রিয় গায়িকা অন্তরা মিত্র। তাঁর গাওয়া ‘কিশোরী’ গান এই প্রজন্মের মুখে-মুখে ফিরছে। দেব-ইধিকা পাল অভিনীত ‘খাদান’ ছবির এই গানের দর্শক-শ্রোতার সংখ্যা ছাড়িয়েছে লক্ষাধিক। পর্দায় দেব-ইধিকার রসায়ন গাঢ় রথিজিৎ ভট্টাচার্য-অন্তরা মিত্রের গায়কিতে। সেই রেশ নিয়েই পর্দায় আরও এক বার গানের দৃশ্যে ইধিকার ঠোঁটে শোনা যাবে অন্তরার গান। সোহম চক্রবর্তীর আগামী ছবি ‘বহুরূপ’-এর একটি রোম্যান্টিক গান সদ্য রেকর্ড করলেন শিল্পী।
পর্দায় নায়ক-নায়িকার জুটির মতোই অভিনেতা-কণ্ঠশিল্পীর জুটিও জনপ্রিয়। যেমন, ষাট-সত্তরের দশকে উত্তমকুমার মানেই হেমন্ত মুখোপাধ্যায়। সুচিত্রা সেন সব সময় ঠোঁট মেলাতেন সন্ধ্যা মুখোপাধ্যায়ের গানে। অনেক দিন পরে কি সেই যুগ ফিরছে? ছবির বাইরেও কি ছবির গান শুনছে এই প্রজন্ম? আনন্দবাজার ডট কমের প্রশ্ন ছিল গায়িকার কাছে। ‘কিশোরী’ হিট হওয়ার পর অন্তরাও আশাবাদী। তাঁর মতে, “আমিও ভাবতে পারিনি ‘কিশোরী’ এত ভাল ফল করবে। এখন গানের জনপ্রিয়তা দেখে মনে আশা জাগছে। বিয়েবাড়ি থেকে পুজো প্যান্ডেল— সর্বত্র শোনা যাচ্ছে এই গান।” ছবি ছাড়াও আলাদা ভাবে বেসরকারি রেডিয়ো চ্যানেলে শোনা যাচ্ছে ‘কিশোরী’, জানালেন উচ্ছ্বসিত অন্তরা।

‘বহুরূপ’ ছবির টিম। ছবি: সংগৃহীত।
সেই জায়গা থেকেই তাঁর আশা, আকাশ মালাকার পরিচালিত ‘বহুরূপ’-এর যে গান তিনি এবং কুণাল গাঞ্জাওয়ালা সদ্য রেকর্ড করেছেন সেই গানও সকলে শুনবেন। এই ছবিতে সোহম-ইধিকার রোম্যান্টিক জুটি। তাঁর কথায়, “গান ভাল না লাগলে আমি গাই না। গান শুনেই মনে হল, শ্রোতাদের ভাল লাগবে। তার পর যখন জানতে পারলাম কুণাল গাইবেন, আশা দ্বিগুণ বেড়ে গেল। কারণ, ইতিমধ্যেই কুণালের অনেক বাংলা গান হিট।”
আরও পড়ুন:
পর পর দুটো বাংলা ছবির গান হিট। এই প্রজন্মের কণ্ঠশিল্পীদের মনেও নিশ্চয়ই আশা জাগাবে?
অস্বীকার করেননি অন্তরা। জানিয়েছেন, শ্রোতা গান শুনবেন সেই আশাতেই শিল্পীরা গান শোনান। গান জনপ্রিয় হলে তাঁরাও আশ্বস্ত হন। বলিউডের পাশাপাশি এ বার বাংলা ইন্ডাস্ট্রিও তা হলে অন্তরাকে আরও বেশি করে পাবে? এ বার অনুযোগ শিল্পীর কণ্ঠে, “আমি যে বাংলা বলতে পারি, বাংলা গান গাইতে পারি— তাই-ই কেউ বিশ্বাস করেন না! জি বাংলার ‘সারেগামাপা’ রিয়্যালিটি শো-তে বিচারকের আসনে বসায় রাজ্যবাসী অন্তরাকে চিনতে পারল।” এই জায়গা থেকেই শিল্পীর অনুরোধ, তিনি ভীষণ ভাবে বাংলা গান গাইতে চান। অনুপম রায়ের সঙ্গে এখনও কাজ করতে পারেননি বলে আক্ষেপ তাঁর। মুখিয়ে রয়েছেন বারিশ, রণজয় ভট্টাচার্য, সপ্তক সানাই দাসের সঙ্গে কাজ করার জন্য।