Shamita Shetty could not make her career inspite of many opportunities dgtl
bollywood
বহু সুযোগ, একাধিক প্রেমের পরেও সম্পর্ক বা কেরিয়ার অধরাই থেকে গেল শমিতা শেট্টীর
শমিতাকে আদিত্য তাঁর পরবর্তী ছবিতে অভিনয়ের সুযোগ দেন। কিন্তু শর্ত রাখেন তাঁকে আরও মোটা হতে হবে। বডিকে টোনড আপও করতে হবে।
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৯ অগস্ট ২০২০ ০৯:৫৮
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১২২
ইন্ডাস্ট্রিতে নবাগতদের যে যে সমস্যার মুখে পড়তে হয়, তার কোনওটারই মুখোমুখি হতে হয়নি তাঁকে। ঘুরতে হয়নি পরিচালক বা প্রযোজকদের দরজায় দরজায়। দাঁড়াতে হয়নি আপসের সামনেও। কোনও সিনেমা থেকে বাদ দেওয়াও হয়নি তাঁর অভিনীত চরিত্র। বলিউডে টিকে থাকার সব যোগ্য়তা নিয়েই অভিনয়জীবনে এসেছিলেন শমিতা শেট্টী।
০২২২
২০০০-এ অভিনয় শুরু করেছিলেন নায়িকা শিল্পা শেট্টীর বোন শমিতা। কিন্তু মাত্র সাত বছরে তাঁর কেরিয়ার মুখ থুবড়ে পড়ে। বহিরাগত না হয়েও ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা মজবুত করতে পারেননি তিনি।
০৩২২
ব্যবসায়ী সুরেন্দ্র এবং তাঁর স্ত্রী সুনন্দার ছোট মেয়ে শমিতার জন্ম ১৯৭৯ সালের ২ ফেব্রুয়ারি। নায়িকা হওয়ার ইচ্ছে তাঁর কোনওদিনই ছিল না। সিডেনহ্যাম কলেজ থেকে বাণিজ্যে স্নাতক হওয়ার পরে তিনি ফ্যাশন ডিজাইনিংয়ের কোর্স করেন।
০৪২২
এর পর ফ্যাশন ডিজাইনার মনীশ মলহোত্রর কাছে তিনি কাজ করতে শুরু করেন। মনীশ তাঁকে উৎসাহ দিতেন অভিনয়ে কেরিয়ার তৈরির জন্য। মনীশের কথাতেই শমিতা আগ্রহী হন অভিনয় করতে।
০৫২২
কাজের সূত্রে মনীশের কাছে মাঝে মাঝেই আসতেন বন্ধু কর্ণ জোহর। শমিতাকে দেখে পছন্দ হয় কর্ণের। তিনি তাঁকে নিয়ে যান আদিত্য চোপড়ার কাছে। শমিতাকে আদিত্য তাঁর পরবর্তী ছবিতে অভিনয়ের সুযোগ দেন। কিন্তু শর্ত রাখেন তাঁকে আরও মোটা হতে হবে। বডিকে টোনড আপও করতে হবে।
০৬২২
তিন মাসে পাঁচ কেজি ওজন বাড়িয়ে ‘মোহাব্বতেঁ’ ছবিতে অভিনয় করেছিলেন শমিতা। অমিতাভ-শাহরুখ-ঐশ্বর্যার এই তারকাখচিত ছবিতে অনেক নবাগত কুশীলবও অভিনয় করেছিলেন।
০৭২২
শমিতা শেট্টীর পাশাপাশি এই ছবিতে উদয় চোপড়াকেও লঞ্চ করা হয়েছিল। পাশাপাশি ছিলেন কিম শর্মা, যুগল হংসরাজ, জিমি শেরগিলের মতো তরুণ অভিনেতারা। প্রবীণ ও নবীনের মেলবন্ধনে এই ছবি বক্সঅফিসে সুপারডুপার হিট হয়েছিল।
০৮২২
শোনা যায় শমিতাকে সে সময় আমির খান ‘লগান’ ছবিতে অভিনয়ের অফারও দিয়েছিলেন। কিন্তু শমিতা বেছে নেন যশরাজ ফিল্মসকেই। ‘লগান’ যে এত সফল হবে, তা কেউই আগে অনুমান করেননি। তবে ‘মহাব্বতেঁ’ থেকে নবীন অভিনেতাদের খুব একটা লাভ হয়নি কেরিয়ারের দিক দিয়ে।
০৯২২
এই ছবিতে অভিনয়ের সময়েই উদয় চোপড়া এবং শমিতা শেট্টীর সম্পর্ক নিয়ে গুঞ্জন শোনা যায়। তবে কেরিয়ারের প্রথমেই যশরাজের মতো বড় ব্যানার নাকি মাথা ঘুরিয়ে দিয়েছিল শমিতার। তিনি ছবিতে অভিনয়ের ব্যাপারে খুব খুঁতখুঁতে হয়ে পড়েছিলেন।
১০২২
প্রথম ছবির পরে শমিতার দ্বিতীয় ছবি মুক্তি পেতে সময় লেগেছিল চার বছর। কারণ তিনি নাকি যে কোনও ব্যানারে ছবি করতে আগ্রহী ছিলেন না। ‘সাথিয়াঁ’ ছবিতে বিশেষ ভূমিকায় ছিলেন তিনি। আইটেম ডান্সও করেছিলেন। কিছু দক্ষিণী ছবিতেও দেখা গিয়েছিল। কিন্তু তার বেশি কিছু নয়।
১১২২
২০০৫-এ বেশ কিছু ছবিতে অভিনয় করেছিলেন তিনি। ‘ফরেব’, ‘জেহর’, ‘বেওয়াফা’-র মতো ছবিতে সে বছর অভিনয় করেন শমিতা। কিন্তু কোনও ছবিতেই একক সুপারহিট নায়িকা হয়ে উঠতে পারেননি। তা ছাড়া অতিরিক্ত বাছাবাছির ফলে শমিতার কাছে সুযোগও কম আসছিল।
১২২২
একটা সময় তাঁর কাছে অভিনয়ের সুযোগ আসা বন্ধ হয়ে গেল। শেষ উল্লেখযোগ্য ভূমিকায় অভিনয় করেছিলেন ‘ক্যাশ’ ছবিতে, ২০০৭-এ। সে বছরই ‘হে বেবি’ এবং ‘হরি পুত্তর’ ছবিতে তাঁকে দেখা গিয়েছিল বিশেষ ভূমিকায়।
১৩২২
কেরিয়ারের মতোই টানাপড়েন চলছিল শমিতার ব্যক্তিগত জীবনেও। উদয় চোপড়ার সঙ্গে তাঁর সম্পর্ক ছিল অল্প সময়ের। এর পর তাঁর নাম শোনা গিয়েছিল আফতাব শিবদাসানির সঙ্গে।
১৪২২
আফতাবের সঙ্গে শমিতার সম্পর্ক নাকি এগিয়েছিল অনেক দূর। আফতাবের বোনের বিয়েতে শমিতাকে দেখা গিয়েছিল বাড়ির লোকের মতোই। শমিতার পরিবারের সদস্যরাও বিশেষ খাতির পেয়েছিলেন শিবদাসানি পরিবারের অনুষ্ঠানে।
১৫২২
কিন্তু তার পরেও কেন তাঁদের সম্পর্ক ভেঙে গেল, জানা যায়নি। এর পর মনোজ বাজপেয়ীর সঙ্গে শমিতার ঘনিষ্ঠতা উঠে আসে ফিল্মি গুঞ্জনে। কিন্তু সেও থেকে যায় গুঞ্জন হিসেবেই।
১৬২২
সম্পর্ক বা কেরিয়ার, কোনওদিকেই থিতু হতে পারেননি শমিতা। পরে এক সাক্ষাৎকারে বলেছিলেন, তিনি সিরিয়াস সম্পর্কে ছিলেন। তাই মন দিতে পারেননি কেরিয়ারে। ফলে পিছিয়ে পড়েছিলেন।
১৭২২
এখানেই তাঁর ভুল হয়েছিল, স্বীকার করেন শিল্পার বোন শমিতা। কারণ তাঁর মনে হয়েছিল, অভিনেতাদের কখনও প্রচারমাধ্যম বা প্রচারের আলো থেকে দূরে সরে যেতে নেই। তাতে আখেরে ক্ষতি হয় কেরিয়ারের।
১৮২২
বড় পর্দায় সুযোগ না পেয়ে শমিতা এলেন টেলিভিশনে। অংশ নিলেন ‘বিগ বস’-এর মতো শো-এ। কিন্তু দেড় মাসের বেশি থাকতে পারলেন না। কারণ সে সময় তাঁর দিদি শিল্পা বিয়ে করছিলেন রাজ কুন্দ্রাকে। দিদির জীবনের এই বিশেষ মুহূর্তে তাঁর পাশে থাকতে চেয়েছিলেন শমিতা।
১৯২২
পরে অবশ্য তিনি বলেছিলেন, ‘বিগ বস’-এ থাকতে তাঁর ভাল লাগছিল না। সেখানকার পরিবেশ বা খাওয়াদাওয়া কোনও কিছুর সঙ্গেই মানিয়ে নিতে পারছিলেন না।
২০২২
শিল্পার বিয়ের পরে শমিতা লন্ডনে চলে যান। ইন্টিরিয়র ডিজাইনিংয়ের কোর্স করে ফিরে আসেন দেশে। এর পর তাঁকে পাওয়া যায় ইন্টিরিয়র ডিজাইনার হিসেবে। তিনি জানান, আর অভিনয় করতে চান না। অভিনয় থেকে দূরে সরে গেলেও তাঁকে নিয়ে খবর ভেসে আসত ইন্ডাস্ট্রিতে।
২১২২
শোনা গিয়েছিল, হরমন বাওয়েজার সঙ্গে তাঁর সম্পর্ক তৈরি হয়েছে। কিন্তু সেই সম্পর্কও কোনও পরিণতি পায়নি। তা ছাড়া এ সময়ে পোশাক বিভ্রাট-সহ একাধিক বিতর্কে জড়িয়ে পড়েন তিনি।
২২২২
অভিনয়কে বিদায় জানালেও বেশি দিন ক্যামেরাকে ছেড়ে দূরে থাকতে পারেননি শমিতা। ২০১৫-এ তাঁকে ‘ঝলখ দিখলা যা’ এবং একটি ভিডিয়ো শো-এ তাঁকে দেখা গিয়েছিল। সম্প্রতি একটি ওয়েব সিরিজেও অভিনয় করেছেন তিনি। কিন্তু ফিরতে পারেননি মূলস্রোতে