Advertisement
২৫ জানুয়ারি ২০২৫
Javed Akhtar

‘বিয়েটিয়ে সব বেকার বিষয়’! নিজেদের ‘বিবাহিত’ বলে মনেই করেন না জাভেদ-শাবানা?

সমাজের চোখে বিবাহিত তকমা থাকলেও, নিজেদের মনেপ্রাণে বিবাহিত মানতে নারাজ শাবানা ও জাভেদ।

Shabana Azmi and Javed Akhtar do not consider them as married couple

শাবানার সঙ্গে কেমন সম্পর্ক জাভেদের? ছবি: সংগৃহীত।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৪ নভেম্বর ২০২৪ ১৬:২৫
Share: Save:

১৯৮৪ সাল থেকে বিবাহিত। একসঙ্গে কাটিয়ে ফেলেছেন অনেকগুলি বসন্ত। কিন্তু এখনও বিবাহ নামক প্রতিষ্ঠানকে নাকি বিশ্বাসই করেন না শাবানা আজ়মি ও জাভেদ আখতার! বিয়ে বিষয়টাকেই নাকি গুরুত্ব দেন না বর্ষীয়ান তারকা দম্পতি। তাঁদের বক্তব্য, বহু বছর ধরে বিয়ে নামের এই প্রথা চলে আসছে। বছরের পর বছর পাহাড় থেকে গড়িয়ে পড়া পাথরের মতো হল বিয়ে।

তাই সংবাদমাধ্যমের কাছে জাভেদ বলেছেন, “বিয়ে টিয়ে তো বেকার কাজ।” সমাজের চোখে বিবাহিত তকমা থাকলেও নিজেদের মনেপ্রাণে বিবাহিত মানতে নারাজ শাবানা ও জাভেদ। বরং তাঁদের মধ্যে বন্ধুত্বের সম্পর্কই দৃঢ়। স্বামী-স্ত্রীর মধ্যে যেমন সম্পর্ক হয়, ঠিক তেমন নয়। নিজেদের ভাল বন্ধু বলে মনে করেন বর্ষীয়ান দম্পতি।

‘স্বামী’ ও ‘স্ত্রী’— সম্পর্কের এই দুই নাম বিভিন্ন ভাবে ব্যাখ্যা করা যায়। সময়ের সঙ্গে সঙ্গে এই অর্থে বদল এসেছে। তাই স্বামী-স্ত্রী সম্পর্কের চেয়ে নিজেদের বন্ধু বলতেই পছন্দ করেন তাঁরা। এ ক্ষেত্রে লিঙ্ নির্বিশেষে পরস্পরের প্রতি ভালবাসা, শ্রদ্ধা ও ভরসা বজায় রাখা যায়। জাভেদ মনে করেন, সম্পর্কে দু’জনেরই সুখ, শান্তি ও সন্তুষ্টি বজায় থাকা জরুরি। যে ভালবাসায় শ্রদ্ধা নেই, তার কোনও অর্থ নেই।

অনেক ক্ষেত্রেই উচ্চাকাঙ্ক্ষী ও স্বাধীনচেতা মহিলার সঙ্গে পুরুষেরা মানিয়ে নিতে পারেন না। কিন্তু পুরুষের বোঝা উচিত, কোনও মহিলাকে বিয়ে করলেই তিনি তাঁর অধস্তন বা ভৃত্যে পরিণত হয় না। দু’টি মানুষই যাতে সম্পর্কে স্বাধীন ভাবে শ্বাস-প্রশ্বাস নিতে পারেন, তেমন আবহ তৈরি হওয়া উচিত। বন্ধুত্ব বজায় রয়েছে বলেই একসঙ্গে এতগুলি বছর কাটাতে পেরেছেন বলে মনে করেন জাভেদ ও শাবানা।

অন্য বিষয়গুলি:

Javed Akhtar Shabana Azmi
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy