Advertisement
০৫ নভেম্বর ২০২৪

গলা জোড়ানো রঙিন আদর

অফিস অ্যাসাইনমেন্ট। বা শীত সন্ধের পার্টি। স্কার্ফ লা জবাব। লিখছেন পরমা দাশগুপ্তডিসেম্বর গড়িয়েও এ বছর শহরে শীত নামল কই? তবু স্কার্ফ আছে। কলেজ-অফিসে, দোকানে-ফুটপাথে তার অবাধ আনাগোনা। সে সাজের অঙ্গ হয়েই হোক, কিংবা সিজন চেঞ্জের বর্ম। জমিয়ে শীত পড়ার আগেভাগে না হয় ঘুরেই এলেন তার সাজ-রাজত্বে।

শেষ আপডেট: ০৩ ডিসেম্বর ২০১৫ ০০:০০
Share: Save:

বাতাসে হিমেল পরশ।

গলা জুড়ে তার মোলায়েম স্পর্শ। আলতো উষ্ণতা। আর খানিকটা রং।

আলগা শীতের রোদ মাখা শহরে এই নরম ওমটুকু বড্ড কাছের। বড্ড নিজের।

স্কার্ফ

এ কলকাতার বছরভরের স্টাইল স্টেটমেন্ট। শীতের ছোঁয়াটুকু লাগতেই যার দায়িত্ব বাড়ে বেশ অনেকখানি। শীত-পার্টির জৌলুসে তো বটেই, মরসুমী জ্বর-কাশি-গলাব্যথার রাজপাটেও।

এ দিকে, ডিসেম্বর গড়িয়েও এ বছর শহরে শীত নামল কই? তবু স্কার্ফ আছে। কলেজ-অফিসে, দোকানে-ফুটপাথে তার অবাধ আনাগোনা। সে সাজের অঙ্গ হয়েই হোক, কিংবা সিজন চেঞ্জের বর্ম। জমিয়ে শীত পড়ার আগেভাগে না হয় ঘুরেই এলেন তার সাজ-রাজত্বে।

রং-রঙিন

অফিস হোক বা পার্টি, সলিড কালারের পোশাকে একটু বৈচিত্র আসুক আলগোছে গলা জড়িয়ে থাকা মাল্টিকালার্ড স্কার্ফে। পোশাকে তো বটেই, সে রং পৌঁছে যাবে মনেও। ধরা যাক, কালো রঙের বন্ধগলা টপ পরেছেন, কিংবা গাঢ় একরঙা লম্বা ঝুলের ড্রেস। তার সঙ্গী হল লাল-হলুদ-নীল-সবুজ-কমলা হরেক রঙে ছাপা সিল্কের স্কার্ফ। পার্টিতে তো খুব জমেগা রং, অফিসের রাশভারী ঘরজুড়েও ফুরফুরে এক রঙের জন্মদিন।

শীত বসেছে শিয়রে

ঠান্ডা লেগেছে? অফিসের এসি বা বাইরের হিমঝরা সন্ধ্যা— ভিলেন যে-ই হোক, উলের স্কার্ফ যুগ যুগ জিও। একটু ছড়ানো গলার টপের সঙ্গে লম্বা ঝুলের উলের স্কার্ফ জড়িয়ে ঘুরিয়ে নিন দু’রাউন্ডে। ব্যস, ঠান্ডাকে দশ গোল দিয়ে ঘিরে রাখবে উষ্ণ আরাম। স্টাইলও হল, গলাও বাঁচল। আপনাকে আর পায় কে?

কায়দা হ্যাজ

পোলোনেক বড্ড ভাল লাগে, এ দিকে একটাও তেমন টি-শার্ট বা টপ নেই? কুছ পরোয়া নেই। স্কার্ফ তো আছে! পোশাকের স্বাদ বদলে পোলোনেকের ধাঁচে জড়িয়ে নিন লম্বা একটা স্কার্ফ। ব্যস! পোলোনেক তো হলই, সঙ্গে হল বেশ অন্য রকম, যাকে বলে ‘হটকে’ একটা কায়দাও।

পশমে-আরামে

শীত-সন্ধ্যার পার্টিতে হয়ে উঠতে চান নজরকাড়া? আপনার চাই একটা ফারের স্কার্ফ। ব্যস! গাঢ় রঙা পোশাকের সঙ্গে আলসে, আদুরে ভঙ্গীতে জড়িয়ে নেওয়া সেই ফারের স্কার্ফেই কেন্দ্রবিন্দু হয়ে উঠতে সময় লাগবে না বিশেষ।

শীতঘুমের দেশে

ঠান্ডায় জবুথবু? নিজেকে লুকিয়ে ফেলতে চান পোশাকের উষ্ণতায়? বেশ তো! দরকার একটা বিশাল, ওভারসাইজড স্কার্ফ। গলা জুড়ে থাকলে যেন আপনাকেই অনায়াসে ঢেকে ফেলতে পারে।

আমি বাঙালি

পুরনো সিনেমা বা সাহিত্য, বাঙালির শীত মানেই মাফলার আর স্কার্ফ। বঙ্গজীবনের অবিচ্ছেদ্য অঙ্গ। তা সেই বাঙালি স্কার্ফটাই না হয় সঙ্গী হল। যখন খুশি, যেখানে খুশি, আলতো ঠান্ডা কিংবা জাঁকিয়ে শীত— কান-মাথা-গলা সব ঢেকে ফেলুন। ঠান্ডাই ভয়ে পালাবে!

কিন্তু, শীতটাই যে পড়েনি এখনও।

যাকগে, হিমেল সন্ধ্যা-রাতটুকু তবু আছে।

শীত আসুক বা না-ই আসুক!

এল যে স্কার্ফের বেলা।

অন্য বিষয়গুলি:

scarf winter fashion statement parama dasgupta
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE