Advertisement
২৩ ডিসেম্বর ২০২৪
bollywood

কলেজে স্বর্ণপদক, আগ্রহ সমাজসেবায়, সঞ্জনার জন্যই সুশান্তের পাশে বসে ‘স্কার্ট চেজার’ অপবাদ

‘দিল বেচারা’ ছবিতে সঞ্জনা অভিনয় করেছেন কিজি বসু-র চরিত্রে। তবে এই ছবিতে শুটিংয়ে বিতর্কে জড়িয়ে পড়েছিলেন সঞ্জনা। তিনি অভিযোগ করেন, সুশান্ত তাঁর যৌন হেনস্থা করেছেন।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৮ জুলাই ২০২০ ১২:৪৫
Share: Save:
০১ ১৬
পড়াশোনায় বরাবরই মেধাবী। স্বর্ণপদক পেয়েছিলেন কলেজে। পরিবারে এর আগে অভিনয়ের ধারা ছিল না। কিন্তু তার পরেও সঞ্জনা পেশা হিসেবে বেছে নিয়েছেন অভিনয়কেই। কেরিয়ারের বয়স বেশি না হলেও, ইতিমধ্যে বহু বিতর্কের মুখোমুখি সুশান্ত সিংহ রাজপুতের শেষ ছবির নায়িকা।

পড়াশোনায় বরাবরই মেধাবী। স্বর্ণপদক পেয়েছিলেন কলেজে। পরিবারে এর আগে অভিনয়ের ধারা ছিল না। কিন্তু তার পরেও সঞ্জনা পেশা হিসেবে বেছে নিয়েছেন অভিনয়কেই। কেরিয়ারের বয়স বেশি না হলেও, ইতিমধ্যে বহু বিতর্কের মুখোমুখি সুশান্ত সিংহ রাজপুতের শেষ ছবির নায়িকা।

০২ ১৬
সঞ্জনার জন্ম ১৯৯৬-এর ২ সেপ্টেম্বর। তাঁর বাবা সন্দীপ সঙ্ঘী পেশায় ব্যবসায়ী। মা, শগুন ব্যস্ত ঘরসংসার নিয়ে। দিল্লির মডার্ন স্কুল থেকে পাশ করার পরে সঞ্জনা লেডি শ্রীরাম কলেজ থেকে জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশনে স্নাতক হন। তাঁর দাদা সুমের চাকরি করেন ‘গুগল’-এ।

সঞ্জনার জন্ম ১৯৯৬-এর ২ সেপ্টেম্বর। তাঁর বাবা সন্দীপ সঙ্ঘী পেশায় ব্যবসায়ী। মা, শগুন ব্যস্ত ঘরসংসার নিয়ে। দিল্লির মডার্ন স্কুল থেকে পাশ করার পরে সঞ্জনা লেডি শ্রীরাম কলেজ থেকে জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশনে স্নাতক হন। তাঁর দাদা সুমের চাকরি করেন ‘গুগল’-এ।

০৩ ১৬
সঞ্জনার প্রথম অভিনয় ১৫ বছর বয়সে। ইমতিয়াজ আলির ‘রকস্টার’ ছবিতে তিনি নার্গিস ফাখরীর বোনের চরিত্রে অভিনয় করেছিলেন। সে ছবিতে সঞ্জনা অভিনীত চরিত্রের নাম ছিল ‘ম্যান্ডি’।

সঞ্জনার প্রথম অভিনয় ১৫ বছর বয়সে। ইমতিয়াজ আলির ‘রকস্টার’ ছবিতে তিনি নার্গিস ফাখরীর বোনের চরিত্রে অভিনয় করেছিলেন। সে ছবিতে সঞ্জনা অভিনীত চরিত্রের নাম ছিল ‘ম্যান্ডি’।

০৪ ১৬
তারপর ছ’বছরের বিরতি। সঞ্জনাকে ক্যামেরার সামনে আবার দেখা যায় ২০১৭-এ। তিনি অভিনয় করেন ‘হিন্দি মিডিয়াম’ এবং ‘ফুকরে রিটার্নস’ ছবিতে। ছবিতে অভিনয়ের পাশাপাশি সঞ্জনাকে দেখা গিয়েছে বেশ কিছু বিজ্ঞাপনেও।

তারপর ছ’বছরের বিরতি। সঞ্জনাকে ক্যামেরার সামনে আবার দেখা যায় ২০১৭-এ। তিনি অভিনয় করেন ‘হিন্দি মিডিয়াম’ এবং ‘ফুকরে রিটার্নস’ ছবিতে। ছবিতে অভিনয়ের পাশাপাশি সঞ্জনাকে দেখা গিয়েছে বেশ কিছু বিজ্ঞাপনেও।

০৫ ১৬
‘দিল বেচারা’ ছবিতে সঞ্জনা অভিনয় করেছেন কিজি বসু-র চরিত্রে। তবে এই ছবিতে শুটিংয়ে বিতর্কে জড়িয়ে পড়েছিলেন সঞ্জনা। তিনি নাকি অভিযোগ করেন, সুশান্ত তাঁর যৌন হেনস্থা করেছেন।

‘দিল বেচারা’ ছবিতে সঞ্জনা অভিনয় করেছেন কিজি বসু-র চরিত্রে। তবে এই ছবিতে শুটিংয়ে বিতর্কে জড়িয়ে পড়েছিলেন সঞ্জনা। তিনি নাকি অভিযোগ করেন, সুশান্ত তাঁর যৌন হেনস্থা করেছেন।

০৬ ১৬
সেটা ২০১৮। #মিটু ঝড়ে উত্তাল বলিউড। একে একে ফেঁসে যাচ্ছেন কৈলাশ খের, অনু মালিকেরা। ঠিক এই সময়েই বিভিন্ন সংবাদমাধ্যমে ছাপা হয় সুশান্তের ‘দিল বেচারা’ কো-স্টার সঞ্জনা নাকি সুশান্তের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ এনেছেন।

সেটা ২০১৮। #মিটু ঝড়ে উত্তাল বলিউড। একে একে ফেঁসে যাচ্ছেন কৈলাশ খের, অনু মালিকেরা। ঠিক এই সময়েই বিভিন্ন সংবাদমাধ্যমে ছাপা হয় সুশান্তের ‘দিল বেচারা’ কো-স্টার সঞ্জনা নাকি সুশান্তের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ এনেছেন।

০৭ ১৬
সে সময় মায়ের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র ভ্রমণে বেরিয়েছিলেন সঞ্জনা। অনেক চেষ্টা করেও তাঁর বয়ান পাওয়া যাচ্ছিল না। যোগাযোগ করা যাচ্ছিল না তাঁর সঙ্গে। এ দিকে ‘ধর্ষক’, ‘মলেস্টার’, ‘খারাপ লোক’ ইত্যাদি তকমা পেতে পেতে ক্লান্ত সুশান্ত নিজেকে নির্দোষ প্রমাণের জন্য সঞ্জনার সঙ্গে তাঁর যাবতীয় চ্যাট শেয়ার করেন জনসমক্ষে।

সে সময় মায়ের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র ভ্রমণে বেরিয়েছিলেন সঞ্জনা। অনেক চেষ্টা করেও তাঁর বয়ান পাওয়া যাচ্ছিল না। যোগাযোগ করা যাচ্ছিল না তাঁর সঙ্গে। এ দিকে ‘ধর্ষক’, ‘মলেস্টার’, ‘খারাপ লোক’ ইত্যাদি তকমা পেতে পেতে ক্লান্ত সুশান্ত নিজেকে নির্দোষ প্রমাণের জন্য সঞ্জনার সঙ্গে তাঁর যাবতীয় চ্যাট শেয়ার করেন জনসমক্ষে।

০৮ ১৬
বিদেশ থেকে ফিরে যদিও সুশান্তকে নির্দোষ বলেন সঞ্জনা। সুশান্তের বিরুদ্ধে আনা যাবতীয় অভিযোগকে ভিত্তিহীন বলেও উল্লেখ করেন তিনি। কিন্তু ততদিনে যা দেরি হওয়ার হয়ে গিয়েছে। রাজীব মসন্দ নাম না করেই সুশান্তকে আখ্যা দিয়েছেন ‘স্কার্ট চেজার’। জনসমক্ষে সুশান্তের ইমেজেরও অনেকটাই ক্ষতি হয়ে গিয়েছেন।

বিদেশ থেকে ফিরে যদিও সুশান্তকে নির্দোষ বলেন সঞ্জনা। সুশান্তের বিরুদ্ধে আনা যাবতীয় অভিযোগকে ভিত্তিহীন বলেও উল্লেখ করেন তিনি। কিন্তু ততদিনে যা দেরি হওয়ার হয়ে গিয়েছে। রাজীব মসন্দ নাম না করেই সুশান্তকে আখ্যা দিয়েছেন ‘স্কার্ট চেজার’। জনসমক্ষে সুশান্তের ইমেজেরও অনেকটাই ক্ষতি হয়ে গিয়েছেন।

০৯ ১৬
সম্প্রতি ‘দিল বেচারা’ মুক্তির পরে এই প্রসঙ্গে ফের সঞ্জনাকে আক্রমণ করেন কঙ্গনা রানাউত। কঙ্গনার প্রশ্ন ছিল, কঙ্গনার প্রশ্ন, “সুশান্তের সঙ্গে তাঁর এত হৃদ্যতা, নিখাদ বন্ধুত্বের কথা আগে কেন বলেননি সঞ্জনা?  যখন সঞ্জনাকে ‘ধর্ষণ’ করার মিথ্যে অভিযোগ উঠেছিল সুশান্তের বিরুদ্ধে তখন কেন একটা দীর্ঘ সময় চুপ ছিলেন তিনি?”

সম্প্রতি ‘দিল বেচারা’ মুক্তির পরে এই প্রসঙ্গে ফের সঞ্জনাকে আক্রমণ করেন কঙ্গনা রানাউত। কঙ্গনার প্রশ্ন ছিল, কঙ্গনার প্রশ্ন, “সুশান্তের সঙ্গে তাঁর এত হৃদ্যতা, নিখাদ বন্ধুত্বের কথা আগে কেন বলেননি সঞ্জনা? যখন সঞ্জনাকে ‘ধর্ষণ’ করার মিথ্যে অভিযোগ উঠেছিল সুশান্তের বিরুদ্ধে তখন কেন একটা দীর্ঘ সময় চুপ ছিলেন তিনি?”

১০ ১৬
পাল্টা উত্তর দেন সঞ্জনাও। বলেন, তিনি এ বিষয়ে সব ভুল বোঝাবুঝি স্পষ্ট আগেও ব্যাখ্যা দিয়েছেন। তিনি যে ব্যাখ্যা দিতে দেরি করেছেন, সে কথাও মানতে নারাজ সঞ্জনা। তাঁর দাবি, কোনটা ঠিক সময় আর কোনটা বিলম্ব, সেটা ঠিক করে দেওয়ার মাপকাঠি কারও হাতে নেই।

পাল্টা উত্তর দেন সঞ্জনাও। বলেন, তিনি এ বিষয়ে সব ভুল বোঝাবুঝি স্পষ্ট আগেও ব্যাখ্যা দিয়েছেন। তিনি যে ব্যাখ্যা দিতে দেরি করেছেন, সে কথাও মানতে নারাজ সঞ্জনা। তাঁর দাবি, কোনটা ঠিক সময় আর কোনটা বিলম্ব, সেটা ঠিক করে দেওয়ার মাপকাঠি কারও হাতে নেই।

১১ ১৬
অভিনয়ের পাশাপাশি সঞ্জনার পছন্দ ছবি দেখা এবং গান শোনা। ছুটি কাটানোর পছন্দের গন্তব্য লন্ডন। রজার ফেডেরারের ভক্ত এই তরুণী ডায়েট কন্ট্রোল ভুলে খেতে ভালবাসেন কন্টিনেন্টাল খাবার। সঙ্গে চলে নিয়মিত শরীরচর্চাও।

অভিনয়ের পাশাপাশি সঞ্জনার পছন্দ ছবি দেখা এবং গান শোনা। ছুটি কাটানোর পছন্দের গন্তব্য লন্ডন। রজার ফেডেরারের ভক্ত এই তরুণী ডায়েট কন্ট্রোল ভুলে খেতে ভালবাসেন কন্টিনেন্টাল খাবার। সঙ্গে চলে নিয়মিত শরীরচর্চাও।

১২ ১৬
নায়িকা হওয়ার আগে কিছু দিন অন্য কাজও করেছেন সঞ্জনা। শিক্ষানবিশ কপি রাইটার হিসেবে কাজ করেছেন প্রথমসারির বিজ্ঞাপন সংস্থায়। কাজ করেছেন মার্কেটিং স্ট্র্যাটেজি ইনটার্ন এবং প্লেসমেন্টে সেল-এর কোঅর্ডিনেটর হিসেবেও।

নায়িকা হওয়ার আগে কিছু দিন অন্য কাজও করেছেন সঞ্জনা। শিক্ষানবিশ কপি রাইটার হিসেবে কাজ করেছেন প্রথমসারির বিজ্ঞাপন সংস্থায়। কাজ করেছেন মার্কেটিং স্ট্র্যাটেজি ইনটার্ন এবং প্লেসমেন্টে সেল-এর কোঅর্ডিনেটর হিসেবেও।

১৩ ১৬
সমাজসেবার ক্ষেত্রেও সঞ্জনা নিয়মিত মুখ। স্বেচ্ছাসেবী সংস্থার হয়ে পিছিয়ে পড়া পরিবারের শিশুদের পড়ান তিনি।

সমাজসেবার ক্ষেত্রেও সঞ্জনা নিয়মিত মুখ। স্বেচ্ছাসেবী সংস্থার হয়ে পিছিয়ে পড়া পরিবারের শিশুদের পড়ান তিনি।

১৪ ১৬
এর আগে এক বার শোনা গিয়েছিল বলিউডকে বিদায় জানাতে চান সঞ্জনা। তবে ‘দিল বেচারা’-র নায়িকা জানাচ্ছেন, এখনই ইন্ডাস্ট্রিকে বাই বাই জানাতে চান না। বরং অনেক কাজ বাকি আছে।

এর আগে এক বার শোনা গিয়েছিল বলিউডকে বিদায় জানাতে চান সঞ্জনা। তবে ‘দিল বেচারা’-র নায়িকা জানাচ্ছেন, এখনই ইন্ডাস্ট্রিকে বাই বাই জানাতে চান না। বরং অনেক কাজ বাকি আছে।

১৫ ১৬
‘নেপোটিজম’ বিতর্কেও ভয় পেয়ে পিছিয়ে আসতে নারাজ সঞ্জনা। তাঁর কথায়, সময়ের সঙ্গে সঙ্গে অভিজ্ঞতা তাঁকে অনেক বেশি পরিণত করেছে। মানসিক ভাবে শক্ত থাকতে আমার পরিবারেরও সাহায্য পেয়েছেন।

‘নেপোটিজম’ বিতর্কেও ভয় পেয়ে পিছিয়ে আসতে নারাজ সঞ্জনা। তাঁর কথায়, সময়ের সঙ্গে সঙ্গে অভিজ্ঞতা তাঁকে অনেক বেশি পরিণত করেছে। মানসিক ভাবে শক্ত থাকতে আমার পরিবারেরও সাহায্য পেয়েছেন।

১৬ ১৬
মা-বাবার কাছে সঞ্জনা শিখেছেন সবমসয়  সৎ থাকতে। তাই আপাতত লোকের কথায় কান না দিয়ে নিজের প্যাশনকে সঙ্গী করেই অনেক দূর পাড়ি দিতে চান ‘দিল বেচারা’-র কিজি বসু।

মা-বাবার কাছে সঞ্জনা শিখেছেন সবমসয় সৎ থাকতে। তাই আপাতত লোকের কথায় কান না দিয়ে নিজের প্যাশনকে সঙ্গী করেই অনেক দূর পাড়ি দিতে চান ‘দিল বেচারা’-র কিজি বসু।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy