Advertisement
২৩ ডিসেম্বর ২০২৪
Sana Khan

সাহসী দৃশ্যে অভিনয়ে আপত্তি মায়ের, পারিবারিক চাপেই কি বলিউড ছেড়ে মুসলিম ধর্মগুরুকে বিয়ে সানা খানের

অভিনয় থেকে অবসর নেওয়ার কথা আগেই ঘোষণা করেছিলেন অভিনেত্রী সানা খান। এ বার বিয়েটাও সেরে ফেললেন তিনি।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২২ নভেম্বর ২০২০ ১৪:১৮
Share: Save:
০১ ২০
অভিনয় থেকে অবসর নেওয়ার কথা আগেই ঘোষণা করেছিলেন অভিনেত্রী সানা খান। এ বার বিয়েটাও সেরে ফেললেন তিনি।

অভিনয় থেকে অবসর নেওয়ার কথা আগেই ঘোষণা করেছিলেন অভিনেত্রী সানা খান। এ বার বিয়েটাও সেরে ফেললেন তিনি।

০২ ২০
২১ নভেম্বর সুরতে এক মুসলিম ধর্মগুরুকে বিয়ে করেন তিনি। খুব সাদামাটা ভাবে তাঁরা বিয়ে করেন।

২১ নভেম্বর সুরতে এক মুসলিম ধর্মগুরুকে বিয়ে করেন তিনি। খুব সাদামাটা ভাবে তাঁরা বিয়ে করেন।

০৩ ২০
বিয়ের একটি ভিডিয়ো শেয়ার হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তাতে দেখা যাচ্ছে, সাদা পোশাক পরে ওই মুলসিম ধর্মগুরু মুফতি আনাসের হাত ধরে সিঁড়ি দিয়ে নামছেন সানা।

বিয়ের একটি ভিডিয়ো শেয়ার হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তাতে দেখা যাচ্ছে, সাদা পোশাক পরে ওই মুলসিম ধর্মগুরু মুফতি আনাসের হাত ধরে সিঁড়ি দিয়ে নামছেন সানা।

০৪ ২০
তার পর কেক কেটে নিজেদের বিয়ে উদযাপন করছেন। কেকে লেখা ‘নিকাহ মুবারক’।

তার পর কেক কেটে নিজেদের বিয়ে উদযাপন করছেন। কেকে লেখা ‘নিকাহ মুবারক’।

০৫ ২০
আচমকা অভিনয় জগতকে বিদায় জানানোর তাঁর এই সিদ্ধান্তে অবাক হয়েছিলেন ইন্ডাস্ট্রির অনেকেই। তবে অভিনেত্রী জায়রা ওয়াসিমের ক্ষেত্রে যেমন বিতর্ক হয়েছিল এ তেমন কিছু হয়নি।

আচমকা অভিনয় জগতকে বিদায় জানানোর তাঁর এই সিদ্ধান্তে অবাক হয়েছিলেন ইন্ডাস্ট্রির অনেকেই। তবে অভিনেত্রী জায়রা ওয়াসিমের ক্ষেত্রে যেমন বিতর্ক হয়েছিল এ তেমন কিছু হয়নি।

০৬ ২০
বরং অভিনেতা অর্জুন বিজলানি থেকে শুরু করে দিব্যা আগরওয়াল— প্রত্যেকেই সানার এই সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে তাঁকে এগিয়ে যাওয়ার বার্তা দেন।

বরং অভিনেতা অর্জুন বিজলানি থেকে শুরু করে দিব্যা আগরওয়াল— প্রত্যেকেই সানার এই সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে তাঁকে এগিয়ে যাওয়ার বার্তা দেন।

০৭ ২০
সানার জন্ম মুম্বইয়ের এক মুসলিম পরিবারে। মডেলিং দিয়ে কেরিয়ার শুরু সানার। তার পর বিভিন্ন বিজ্ঞাপনেও পরিচিত মুখ হয়ে ওঠেন তিনি।

সানার জন্ম মুম্বইয়ের এক মুসলিম পরিবারে। মডেলিং দিয়ে কেরিয়ার শুরু সানার। তার পর বিভিন্ন বিজ্ঞাপনেও পরিচিত মুখ হয়ে ওঠেন তিনি।

০৮ ২০
২০০৫ সালে একটি কম বাজেটের হিন্দি ছবি দিয়ে বলিউডে কেরিয়ার শুরু করেন সানা।

২০০৫ সালে একটি কম বাজেটের হিন্দি ছবি দিয়ে বলিউডে কেরিয়ার শুরু করেন সানা।

০৯ ২০
এর পর তামিল, তেলুগু, কন্নড়, মালয়ালাম ভাষায় একাধিক ছবিতে দেখা যায় তাঁকে। বলিউডে অবশ্য সাফল্য তখনও অধরা ছিল।

এর পর তামিল, তেলুগু, কন্নড়, মালয়ালাম ভাষায় একাধিক ছবিতে দেখা যায় তাঁকে। বলিউডে অবশ্য সাফল্য তখনও অধরা ছিল।

১০ ২০
২০১২ সালে রিয়্যালিটি শো ‘বিগ বস-এ অংশগ্রহণ করার পর বিপুল জনপ্রিয়তা পান তিনি।

২০১২ সালে রিয়্যালিটি শো ‘বিগ বস-এ অংশগ্রহণ করার পর বিপুল জনপ্রিয়তা পান তিনি।

১১ ২০
এর পর সলমন খানের ‘জয় হো’ ছবিতে তাঁকে ছোট একটি চরিত্রে দেখা যায় ২০১৩ সালে। এক বছর পর ‘ওয়াজা তুম হো’ ছবিতে অভিনয় করেন তিনি। যদিও বক্স অফিসে সাফল্য পায়নি সেই ছবি।

এর পর সলমন খানের ‘জয় হো’ ছবিতে তাঁকে ছোট একটি চরিত্রে দেখা যায় ২০১৩ সালে। এক বছর পর ‘ওয়াজা তুম হো’ ছবিতে অভিনয় করেন তিনি। যদিও বক্স অফিসে সাফল্য পায়নি সেই ছবি।

১২ ২০
এ ছাড়াও তাঁকে দেখা যায় ‘স্পেশ্যাল অপস’ ওয়েব সিরিজে। একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেন সানা।

এ ছাড়াও তাঁকে দেখা যায় ‘স্পেশ্যাল অপস’ ওয়েব সিরিজে। একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেন সানা।

১৩ ২০
প্রথম থেকেই যাঁর লক্ষ্য ছিল বলিউড এবং গ্ল্যামার দুনিয়া সেই তিনিই সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে একটি পোস্টে ১৫ বছরের সুদীর্ঘ কেরিয়ারে ইতি টানেন।

প্রথম থেকেই যাঁর লক্ষ্য ছিল বলিউড এবং গ্ল্যামার দুনিয়া সেই তিনিই সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে একটি পোস্টে ১৫ বছরের সুদীর্ঘ কেরিয়ারে ইতি টানেন।

১৪ ২০
ওই পোস্টে অভিনয় থেকে অবসর নেওয়ার কথা জানান সানা। নিজের টুইটার এবং ফেসবুক পেজেও সেই পোস্ট শেয়ার করেন তিনি। জানান, গ্ল্যামার দুনিয়াকে বিদায় জানিয়ে তিনি অসহায়ের পাশে দাঁড়িয়ে ইসলামের পথে চলতে চান।

ওই পোস্টে অভিনয় থেকে অবসর নেওয়ার কথা জানান সানা। নিজের টুইটার এবং ফেসবুক পেজেও সেই পোস্ট শেয়ার করেন তিনি। জানান, গ্ল্যামার দুনিয়াকে বিদায় জানিয়ে তিনি অসহায়ের পাশে দাঁড়িয়ে ইসলামের পথে চলতে চান।

১৫ ২০
অভিনেত্রীর কথায়, ‘ইহলোকে ঈশ্বরের আদেশ মেনে চললে পরলোকে সুখ হয়। জীবনের যশ, খ্যাতি, ধন দৌলত উপার্জন তাই একমাত্র লক্ষ্য হওয়া উচিত নয়। লোভের জীবন ত্যাগ করে মনুষ্যত্বের পথে চলা উচিত। আমিও সেই পথে চলব বলে ঠিক করেছি। সৃষ্টিকর্তার নির্দেশ পালন করব। সবাই প্রার্থনা করুন, আল্লাহ যাতে আমাকে পথ দেখান এবং মানুষকে সেবা করার শক্তি জোগান’।

অভিনেত্রীর কথায়, ‘ইহলোকে ঈশ্বরের আদেশ মেনে চললে পরলোকে সুখ হয়। জীবনের যশ, খ্যাতি, ধন দৌলত উপার্জন তাই একমাত্র লক্ষ্য হওয়া উচিত নয়। লোভের জীবন ত্যাগ করে মনুষ্যত্বের পথে চলা উচিত। আমিও সেই পথে চলব বলে ঠিক করেছি। সৃষ্টিকর্তার নির্দেশ পালন করব। সবাই প্রার্থনা করুন, আল্লাহ যাতে আমাকে পথ দেখান এবং মানুষকে সেবা করার শক্তি জোগান’।

১৬ ২০
ইন্ডাস্ট্রি থেকে নিজেকে বিচ্ছিন্ন করার মুহূর্তকে ‘জীবনের সব চেয়ে খুশির মুহূর্ত’ বলে উল্লেখ করেন সানা।

ইন্ডাস্ট্রি থেকে নিজেকে বিচ্ছিন্ন করার মুহূর্তকে ‘জীবনের সব চেয়ে খুশির মুহূর্ত’ বলে উল্লেখ করেন সানা।

১৭ ২০
এই ঘোষণার পরই নিজের ইনস্টাগ্রাম থেকেও এমন সব ছবি মুছে দিয়েছেন যা তাঁর পুরনো জীবনকে তুলে ধরে।

এই ঘোষণার পরই নিজের ইনস্টাগ্রাম থেকেও এমন সব ছবি মুছে দিয়েছেন যা তাঁর পুরনো জীবনকে তুলে ধরে।

১৮ ২০
এর আগে ডান্স কোরিয়োগ্রাফার মেলভিনের সঙ্গে তাঁর সম্পর্ক ছিল। গত ফেব্রুয়ারি মাসেই তাঁদের সম্পর্ক ভাঙার কথা সামনে আসে। তার পর থেকেই প্রাক্তন প্রেমিকের সম্পর্কে একের পর এক বিস্ফোরক মন্তব্য করেন তিনি।

এর আগে ডান্স কোরিয়োগ্রাফার মেলভিনের সঙ্গে তাঁর সম্পর্ক ছিল। গত ফেব্রুয়ারি মাসেই তাঁদের সম্পর্ক ভাঙার কথা সামনে আসে। তার পর থেকেই প্রাক্তন প্রেমিকের সম্পর্কে একের পর এক বিস্ফোরক মন্তব্য করেন তিনি।

১৯ ২০
সানা বরাবরই হট এবং সেক্সি অভিনেত্রী হিসাবেই পরিচিত ছিলেন। তবে তাঁর খোলামেলা দৃশ্যে অভিনয় করাটা পরিবারের লোকেরা মোটেই পছন্দ করতেন না। এই কারণে এক সময় মা তাঁর সঙ্গে কথা বলাও বন্ধ করে দিয়েছিলেন বলে জানিয়েছিলেন সানা।

সানা বরাবরই হট এবং সেক্সি অভিনেত্রী হিসাবেই পরিচিত ছিলেন। তবে তাঁর খোলামেলা দৃশ্যে অভিনয় করাটা পরিবারের লোকেরা মোটেই পছন্দ করতেন না। এই কারণে এক সময় মা তাঁর সঙ্গে কথা বলাও বন্ধ করে দিয়েছিলেন বলে জানিয়েছিলেন সানা।

২০ ২০
তাই সানার বলিউড ছাড়ার এ হেন সিদ্ধান্তের পিছনে পরিবারের চাপ ছিল বলেও মনে করেন অনেকে।

তাই সানার বলিউড ছাড়ার এ হেন সিদ্ধান্তের পিছনে পরিবারের চাপ ছিল বলেও মনে করেন অনেকে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy