Advertisement
০২ নভেম্বর ২০২৪
Entertainment News

‘টাইগার ঘুমোচ্ছিলেন’, বাজপেয়ীর শোকবার্তা দিয়ে ট্রোলড সলমন

শোকবার্তা জানানো পর্যন্ত ঠিকই ছিল। কিন্তু পাঁচ দিন পর কেন? এই প্রশ্ন তুলেই টুইট পোস্ট হওয়ার পর থেকে ‘সুলতান’কে নিয়ে পড়েছেন নেটিজেনরা। তাঁকে নিয়ে রীতিমতো চলছে ব্যাঙ্গ বিদ্রুপ। অনন্য সব রসিক মস্তিস্কের বহিপ্রকাশ আছড়ে পড়ছে।

বাজপেয়ীর মৃত্যুর পাঁচ দিন পর টুইট করে ট্রোলড সলমন খান।

বাজপেয়ীর মৃত্যুর পাঁচ দিন পর টুইট করে ট্রোলড সলমন খান।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৩ অগস্ট ২০১৮ ২১:৫৩
Share: Save:

‘টাইগার’ কী ঘুমোচ্ছিলেন? নাকি ‘টিউবলাইট’?

প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর প্রয়াণের পাঁচ দিন পর শোকবার্তা জানিয়ে টুইট করে এভাবেই সোশ্যাল মিডিয়ায় হাসির খোরাক হয়ে উঠলেন সলমন খান। আর সেটা সামাল দিতে কেরলের বন্যা নিয়ে টুইট করে ফের ট্রোল হলেন ভাইজান। মশকরার জোড়া উপজীব্য পেয়ে নেটিজেনরা কার্যত হাত ধুয়ে ভাইজানের পিছনে পড়েছেন তাঁকে ব্যাঙ্গ-কটাক্ষ করতে।

গত ১৬ অগস্ট মৃত্যু হয় প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী। দেশ-বিদেশের বহু মানুষ থেকে বলিউড তারকা, শোকবার্তা জানান ওই দিনই। বাজপেয়ীকে শোকবার্তা জানিয়ে টুইট করেন সলমন খানও। কিন্তু সেই টুইট ভাইজানের টুইটার হ্যান্ডলে পোস্ট হয় ২১ অগস্ট। সল্লু মিঞা লেখেন, ‘‘একজন মহান নেতা, সৎ রাজনীতিক, বাগ্মী এবং ব্যতিক্রমী ব্যক্তিত্ব অটল বিহারীর প্রয়াণে শোকাহত।’’

শোকবার্তা জানানো পর্যন্ত ঠিকই ছিল। কিন্তু পাঁচ দিন পর কেন? এই প্রশ্ন তুলেই টুইট পোস্ট হওয়ার পর থেকে ‘সুলতান’কে নিয়ে পড়েছেন নেটিজেনরা। তাঁকে নিয়ে রীতিমতো চলছে ব্যাঙ্গ বিদ্রুপ। অনন্য সব রসিক মস্তিস্কের বহিপ্রকাশ আছড়ে পড়ছে।

আরও পড়ুন: ‘বন্যায় সর্বহারা মানুষ, আর আপনি মজা লুটছেন!’ ট্রোলড মন্ত্রী আলফোন্স

কিন্তু সেটা সামাল দিতে গিয়ে নেটিজেনদের হাতে আরও বড় ‘হাতিয়ার’ তুলে দেন সল্লু মিঞা। কেরলের বন্যা নিয়ে ফের একটি ফেসবুক পোস্ট করেন। তাতে কেরলের বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর বার্তা দেন সলমন।

বাজপেয়ীর মতো মহান নেতার মৃত্যুতে শোকবার্তা নিয়ে হাসি ঠাট্টায় যাও বা একটু রাখঢাক ছিল, কেরল নিয়ে টুইটের পর রীতিমতো ফ্রন্ট ফুটে খেলতে শুরু করে নেটিজেনরা। বাজপেয়ীর শোকবার্তা যেখানে পাঁচ দিন পর এসেছে, সেখানে কেরলের বন্যার টুইট এসেছে ১০ দিন পর। ফলে নেটিজেনরাও দ্বিগুন উৎসাহে ঝাঁপিয়ে পড়েন। ইদুক্কি বাঁধের গেট খুলে দেওয়ার মতো টুইট বন্যা আছড়ে পড়তে শুরু হয় টুইটার-ফেসবুকে।

আরও পড়ুন: জট কাটল স্টুডিও পাড়ায়, কাল থেকে শুটিং শুরুর ঘোষণা মুখ্যমন্ত্রীর

‘টাইগার শো রাহা থা’। ‘টিউবলাইট’, ‘যব জাগো, তব সবেরা’, ‘ইন্টারনেট এক্সপ্লোরারে আপলোড করা’—ইত্যাদি হাস্যরসে ভরপুর রিটুইট, কমেন্ট উঠে এসেছে টুইটার, ফেসবুকে।

ভাইজানের ফ্যানরা অবশ্য ডিফেন্স আগলানোর চেষ্টা করেছেন সাধ্যমতো। সিস্টেমে কিছু গন্ডগোল ছিল বা অন্য কোনও কারণ ছিল—এরকম পাল্টা রিটুইটও হয়েছে। কিন্তু তাতে বিতর্ক থামেনি।

রণবীর, দীপিকা, প্রিয়ঙ্কা, অনুষ্কা, ক্যাটরিনা - বলি তারকাদের হাঁড়ির খবর আমাদের বিনোদন বিভাগে।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE