Salman Khan scolded Varun Dhawan for staring at Katrina Kaif dgtl
salman khan
Salman-Katrina: ক্যাটরিনার জন্য বরুণের উপর চটেছিলেন সলমন! কী কাণ্ড ঘটিয়েছিলেন ডেভিড-পুত্র?
প্রেমিক ভিকি কৌশলের সঙ্গে খুব শীঘ্রই নতুন সংসার পাতবেন ক্যাটরিনা। ডিসেম্বরেই বিয়ের পিঁড়িতে বসবেন নায়িকা।
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৮ নভেম্বর ২০২১ ১৯:০১
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১০
তাঁর জীবনে প্রেম এসেছে, প্রেম ভেঙেছে, আবারও এসেছে। সেই ভাঙা-গড়ার মধ্যে দিয়েই এগিয়েছে জীবন। অবশেষে মনের মানুষ খুঁজে পেয়েছেন তিনি। ক্যাটরিনা কইফ।
০২১০
প্রেমিক ভিকি কৌশলের সঙ্গে খুব শিগগিরই নতুন সংসার পাতবেন ক্যাটরিনা। ডিসেম্বরেই বিয়ের পিঁড়িতে বসবেন নায়িকা। তবে ভিকির আগেও বসন্ত এসেছিল ক্যাটরিনার জীবনে।
০৩১০
সে বহু বছর আগের কথা। বলিউডে সবে পা রাখছেন ক্যাটরিনা। সেই সময়েই নায়িকার ঘনিষ্ঠতা হয় বলিউডের প্রথম সারির এক নায়কের সঙ্গে। তিনিই সলমন খান।
০৪১০
নবাগতা ক্যাটরিনাকে তখন পথ দেখাচ্ছেন সলমন। হাতে ধরে শিখিয়ে দিচ্ছেন বলিউডের ‘অ-আ-ক-খ’। ক্যাটরিনাকে সব সময়ে আগলে রাখার তাগিদ অনুভব করতেন ‘টাইগার’।
০৫১০
ক্যাটরিনার জন্য ঘনিষ্ঠদের সঙ্গেও বিবাদে জড়িয়েছিলেন সলমন। বরুণ ধবনও ছিলেন সেই তালিকায়।
০৬১০
ব্যান্ডস্ট্যান্ডে একদিন হাঁটতে বেরিয়েছিলেন সলমন-ক্যাটরিনা। তাঁদের সঙ্গেই ছিলেন বরুণ এবং অর্জুন কপূর। তখনও তাঁরা ‘তারকা’ নন। বলিউডে পা রাখার আগে প্রশিক্ষণ নিচ্ছিলেন সলমনের থেকে।