Advertisement
০৫ নভেম্বর ২০২৪
salman khan

Salman Khan: সলমনের ফার্ম হাউসে বলি তারকাদের দেহ কবর দেওয়া হয়, অভিযোগ এক প্রতিবেশীর

নিজের প্রতিবেশীর নামেই মানহানির মামলা করেছেন সলমন খান। আর যত দিন যাচ্ছে ততই যেন একে অপরের প্রতি কাদা ছোড়াছুড়ি চলছে।

প্রতিবেশির অভিযোগে অত্যন্ত অপমানিত বোধ করেছেন অভিনেতা।

প্রতিবেশির অভিযোগে অত্যন্ত অপমানিত বোধ করেছেন অভিনেতা।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ২৫ জানুয়ারি ২০২২ ২১:৫২
Share: Save:

প্রবাসী কেতন কক্কর তাঁর প্রতিবেশী সলমন খানের বিরুদ্ধে শিশু পাচার ও ফার্মভিলে বলি অভিনেতার মৃতদেহ কবর দেওয়ার প্রকাশ্যে অভিযোগ জানালেন। তিনি নেটমাধ্যমে এই কথা লেখেন।কেতন কক্কর আর সলমনের আইনি লড়াই চলছে বেশ কিছু দিন।

নিজের প্রতিবেশীর নামেই মানহানির মামলা করেছেন সলমন খান। আর যত দিন যাচ্ছে ততই যেন একে অপরের প্রতি কাদা ছোড়াছুড়ি চলছে। শুনানির শেষ পর্যায় সলমন তাঁর আইনজীবী মারফত আদালতে জানান, ধর্ম নিয়েও তাঁকে আক্রমণ করেছে তাঁর প্রতিবেশী। তাঁর মা হিন্দু বাবা মুসলিম। ছোট থেকেই সব ধর্মের প্রতি শ্রদ্ধা নিয়ে তিনি বড় হয়েছেন। কেতনের এই অভিযোগে অত্যন্ত অপমানিত বোধ করেছেন অভিনেতা।

কেতনের জমি আছে সলমনের পানভেল ফার্মহাউজের পাশেই। সলমনের অভিযোগ, একটি ইউটিউব চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে সলমনের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করেছেন তিনি। যেখানে তাঁকে ‘ডি গ্যাং’র মুখ বলা হয়েছে, কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সঙ্গে সলমনের ঘনিষ্ঠতার প্রসঙ্গ এনেছেন অভিযোগকারী। কেতনের সর্ব শেষ অভিযোগ, শিশু পাচার ও ফার্মভিলে বলি অভিনেতার মৃতদেহ কবরও দেওয়া হয়।

সলমন এই মামলায় আরও দুজনের বিরুদ্ধে অভিযোগ এনেছেন, যাঁরা ওই সাক্ষাৎকারের অংশ ছিলেন। সলমনের দায়ের করা অভিযোগে ফেসবুক, ইউটিউব, গুগুলের মতো প্ল্যাটফর্মগুলোর উল্লেখ করা হয়েছে। সলমন ওই সাক্ষাৎকার উল্লিখিত প্ল্যাটফর্ম থেকে মুছে দেওয়ার দাবি করেছেন।

অন্য বিষয়গুলি:

salman khan Actor Bollywood
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE