কানের মঞ্চে সালমা হায়েক। ছবি: এপি।
গুপ্তচরবৃত্তির ইতিহাসে মাতাহারি অত্যন্ত উল্লেখযোগ্য নাম। পেশায় তিনি ছিলেন নর্তকী। কিন্তু প্রথম বিশ্বযুদ্ধের সময় জার্মানির হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ ওঠে এই সুন্দরীর বিরুদ্ধে। ১৯১৭ সালে ফায়ারিং স্কোয়াডের সামনে রহস্যময়ীর মৃত্যুর পর তাঁকে নিয়ে সাহিত্যে বহু চর্চা হয়েছে। অবশেষে মাতাহারি আসছেন বড় পর্দায়। শোনা যাচ্ছে তাঁর চরিত্রে অভিনয় করবেন মেক্সিকান অভিনেত্রী সালমা হায়েক।
‘হুভার স্ট্রিট রিভাইভাল’ এর পরিচালক সোফি ফিয়েননেস এই নতুন ছবিটি পরিচালনা করবেন। সূত্রের খবর, চিত্রনাট্য নিয়ে সালমার সঙ্গে প্রাথমিক কথা বলেছেন পরিচালক। সালমা জানিয়েছেন, “সোফি আমাকে বলেছে মাতাহারিকে নিয়ে আমাদের অনেক ভুল ধারণা রয়েছে। তাঁর নাচের দক্ষতাকে সেনাকর্তা এবং উচ্চপদস্থ কূটনীতিবিদ্দের প্রলুব্ধ করতে ভুল ভাবে ব্যবহার করা হয়েছে। অনেক পুরুষই তাঁকে বিশেষ ভাবে পছন্দ করতেন। কিন্তু তিনি যে গুপ্তচর ছিলেন না সে বিষয়ে যথেষ্ট প্রমাণ রয়েছে।” সালমার শরীরী মায়া নাচের মুদ্রায় মাতাহারিকে সিনে পর্দায় কতটা জীবন্ত করে তোলে এখন সেটাই দেখার।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy