সইফ বলেন, “পাগল নাকি! ফৈজ আহমেদ ফৈজ বা গালিব কি কেউ এই বয়সে পড়ে?ওই কবিতা তো আমার দিদা আর আমার বাবা পড়তেন। আমার ওই বয়স এখনও হয়নি”। সইফের এই উত্তরে তাজ্জব সংবাদমাধ্যম। সইফ জানান বিদেশে পড়াশোনার সময় তিনি অবশ্য কিছু ইংরেজি কবিতা পড়েছিলেন, তবে তাঁর বাবা সব সময় বলতেন ফৈজ আহমেদ ফৈজের মতো কবি আর হয় না।
সইফ আলি খান
তাঁর কাব্য চর্চা নিয়ে মুখ খুললেন সইফ আলি খান। সম্প্রতি নবাব পুত্তুরের এক পুরনো সাক্ষাৎকার নেটমাধ্যমে ভাইরাল হয়েছে। সেই ভিডিয়োয় দেখা যাচ্ছে সইফ বলেছিলেন তিনি ফৈজ আহমেদ ফৈজ আর গালিবের ভক্ত। ভিডিয়োর সেই প্রসঙ্গ এনে তাঁকে আবার জিজ্ঞেস করা হয় তিনি এখনও কাব্য চর্চা করেন কি?
প্রশ্নের উত্তরে প্রথমে সদর্থক জবাব দিলেও পর মুহূর্তে সইফ বলেন, “পাগল নাকি! ফৈজ আহমেদ ফৈজ বা গালিব কি কেউ এই বয়সে পড়ে?ওই কবিতা তো আমার দিদা আর আমার বাবা পড়তেন। আমার ওই বয়স এখনও হয়নি”। সইফের এই উত্তরে তাজ্জব সংবাদমাধ্যম। সইফ জানান বিদেশে পড়াশোনার সময় তিনি অবশ্য কিছু ইংরেজি কবিতা পড়েছিলেন, তবে তাঁর বাবা সব সময় বলতেন ফৈজ আহমেদ ফৈজের মতো কবি আর হয় না।
পতৌদির নবাব তো আর যে সে লোক নন। তাঁর মনের কথাই তিনি সোজাসুজি সংবাদমাধ্যমকে বলেছেন।সে যে যাই ভাবুক।
কবিতা নয়। এ বছর সইফ এবং প্রভাস অভিনীত বিগবাজেটের ছবি ‘আদিপুরুই’-এর জন্য তাঁর অনুরাগীরা অপেক্ষা করে আছেন।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy