সম্প্রতি সইফ এবং করিনার জুহুর বাড়িতে দীপাবলির অনুষ্ঠান উপলক্ষে যেন আলোর আসর বসেছিল। টিনসেল নগরীর নক্ষত্ররা নেমে এসেছিলেন এই অনুষ্ঠানে। দীপাবলির পর ভাইফোঁটা উপলক্ষে আবার এক হলেন পরিবারের সদস্যরা।
মুম্বইয়ের বাড়িতে পুল পার্টির আয়োজন করেছিলেন সইফ আলি খান। সেখানে উপস্থিত ছিলেন সইফের দুই বোন— সোহা এবং সাবা। তিন পুত্র-কন্যার সঙ্গে দেখা গেল বর্ষীয়ান অভিনেত্রী শর্মিলা ঠাকুরকেও।
আরও পড়ুন:
সোফায় বসে থাকা অবস্থায় চার জনের ছবি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে পোস্ট করলেন সাবা। সইফের পরনে ছিল সাদা রঙের টি-শার্ট। সাবার পরনে ফ্লোরাল প্রিন্টের ড্রেস। সোহা পরেছিলেন সাদা-ধূসর রঙের কুর্তা। শর্মিলাকে সবুজ কুর্তাতে দারুণ মানিয়েছিল।
ছবিগুলি পোস্ট করে সাবা ভাইফোঁটার শুভেচ্ছাবার্তা জানান সইফকে। সইফকে ‘রসিক মানুষ’ বলে সম্বোধনও করেন তিনি। ভাই-বোনদের একসঙ্গে দেখে অভিভূত অনুরাগীরা। বলিপাড়ার তারকারাও এই পোস্টটি ভালবাসায় ভরিয়ে দিয়েছেন।