সাংবাদিকদের মুখোমুখি ঋতুপর্ণা।
‘উত্সব’-এর কথা মনে পড়ে? ঋতুপর্ণ ঘোষের ‘উত্সব’? প্রসেনজিত্-ঋতুপর্ণার কেমিস্ট্রির আরও এক সফল উদাহরণ এই ছবি। মুক্তি পেয়েছিল ২০০০ সালে।
১৮ বছর পরে ফের ‘উত্সব’ নিয়ে ফিরছেন ঋতুপর্ণা। তবে এ কোনও সিনেমা নয়। বরং সিনেমা উত্সব।
‘আবু ধাবি ইন্ডিয়ান বেঙ্গলি কমিউনিটি’র আয়োজনে আবু ধাবিতে আগামী ৩১ জানুয়ারি থেকে এই সিনে উত্সবের সূচনা হতে চলেছে। চলবে ২ ফেব্রুয়ারি পর্যন্ত।
আরও পড়ুন, ভিন্ন ভাবনার রসদ দিচ্ছে ‘ধানবাদ ব্লুজ’-এর ট্রেলার
‘উত্সব’-এর সূচনা করবেন ঋতুপর্ণা স্বয়ং। সঙ্গে থাকবেন রঞ্জিত মল্লিক এবং কোয়েল মল্লিক। প্রথম দিন পারফর্ম করবেন অমিত কুমার। দ্বিতীয় দিন তিনটি বাংলা ছবি দেখানো হবে। তালিকায় রয়েছে কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত ‘বিজয়া’। রঞ্জন ঘোষের ‘আহা রে’ এবং অর্জুন দত্তর ‘অব্যক্ত’। অর্পিতা চট্টোপাধ্যায়, অরিন্দম শীল, আবির চট্টোপাধ্যায়ের মতো শিল্পীর উপস্থিতিতে সমৃদ্ধ হবে এই ‘উত্সব’।
(কোন সিনেমা বক্স অফিস মাত করল, কোন ছবি মুখ থুবড়ে পড়ল - বক্স অফিসের সব খবর জানতে পড়ুন আমাদের বিনোদন বিভাগ।)
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy