Advertisement
২৭ ডিসেম্বর ২০২৪
Rituparna sengupta

এক ছবিতে ঋতুপর্ণা, শাশ্বত ও পরমব্রত

রঞ্জন ঘোষের নারীকেন্দ্রিক ছবি।

ঋতুপর্ণা-শাশ্বত-পরমব্রত

ঋতুপর্ণা-শাশ্বত-পরমব্রত

দীপান্বিতা মুখোপাধ্যায় ঘোষ
শেষ আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২১ ০৬:০০
Share: Save:

পরিচালক বরাবরই একটু অন্য ধরনের ছবি করেন। তাঁর নতুন ছবি ‘মহিষাসুরমর্দিনী’ সোশিয়ো-পলিটিক্যাল ড্রামা হলেও, ঠিক গড়পরতা বিষয় বলা যাবে না। ছবির কাহিনি ব্যাখ্যা করতে গিয়ে রঞ্জন ঘোষ বলছিলেন, ‘‘এক কথায় ইটস আ লেটার অফ অ্যাপলজি টু দ্য উওম্যান। আমি এবং ছবির গোটা ইউনিট ক্ষমাপ্রার্থনা করছি নারীজাতির কাছে, তাদের উপরে হয়ে চলা অন্যায়ের কারণে। আর এই অন্যায়টা নারী-পুরুষ নির্বিশেষে করে। আমরা মাটির প্রতিমা তৈরি করে তাকে পুজো করি। এ দিকে রক্তমাংসের নারীকে অপমান করি।’’ একটি রাতের ঘটনা নিয়ে ছবির কাহিনি আবর্তিত হয়। সেই ঘটনাকে কেন্দ্র করেই এসেছে রাজনীতি, সম্পর্কের কিছু জটিল দিক।

‘মহিষাসুরমর্দিনী’র প্রধান চরিত্রে রয়েছেন ঋতুপর্ণা সেনগুপ্ত, শাশ্বত চট্টোপাধ্যায় এবং পরমব্রত চট্টোপাধ্যায়। বিরতি কাটিয়ে সিঙ্গাপুর থেকে ফিরে পরপর ছবি করছেন ঋতুপর্ণা। এই ছবির মলাট চরিত্র তাঁকে আকর্ষণ করেছিল। বলছিলেন, ‘‘নারী ক্ষমতায়নের একটা দৃষ্টান্ত তৈরির চেষ্টা করা হচ্ছে ছবিতে।’’ শাশ্বত জানালেন, তিনি ছবিতে রাজনৈতিক নেতার চরিত্রে, যার সঙ্গে ঋতুপর্ণার চরিত্রটির আগে একটা সম্পর্ক ছিল। মুম্বইয়ে ওয়েব সিরিজ়ের কাজ নিয়ে ব্যস্ত পরমব্রত। সেখান থেকে সরাসরি চুঁচুড়ায় শুটিং লোকেশন পৌঁছন শুক্রবার। ‘‘রঞ্জন বেশ অন্য ধরনের কাজ করে। এই ছবিতে বর্তমান সময়কে একটা রূপকের মাধ্যমে তুলে ধরছে। খুব জরুরি কিছু কথা উঠে আসবে ছবিতে,’’ মত পরমব্রতের। জানালেন, ঋতুপর্ণা-শাশ্বত ও তিনি আগে একসঙ্গে অভিনয় না করলেও, পরমব্রত পরিচালিত প্রথম ছবিতে তাঁরা ছিলেন।

ছবির কাস্টিং বেশ বড়। সিনেমা-থিয়েটারের অভিনেতা সাহেব ভট্টাচার্য, কৌশিক কর, পৌলমী দাস, অভ্যুদয় দে, আরিয়ুন ঘোষ, পূর্বাশা মাল, শ্রীতমা দে, শুভ্রশঙ্খ দাস, অরুণিমা হালদার।

অন্য বিষয়গুলি:

Rituparna sengupta parambrata chatterjee Saswata Chatterjee
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy