গ্রাফিক- তিয়াসা দাস।
আবারও সিবিআইয়ের জেরা রিয়া চক্রবর্তীকে। একই সঙ্গে তাঁর ভাই শৌভিককেও সোমবার জিজ্ঞাসবাদ করে গোয়েন্দা সংস্থাটি। আজ প্রায় নয় ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয় রিয়া এবং তাঁর ভাইকে। পাশাপাশি আজও সিবিআই ডেকে পাঠায় সুশান্তের বন্ধু সিদ্ধার্থ পিঠানি, সুশান্তের প্রাক্তন ম্যানেজার শ্রুতি মোদী এবং ইভেন্ট ম্যানেজার জয়া সাহাকেও। এই নিয়ে রিয়াকে চার বার ডেকে পাঠাল কেন্দ্রীয় গোয়েন্দা দলটি।
সোমবার সিবিআইয়ের একটি দল যখন রিয়া এবং তাঁর ভাই-সহ অন্যদের জিজ্ঞাসাবাদ করছে তখন অন্য দলটি পৌঁছয় প্রয়াত অভিনেতার বান্দ্রার ফ্ল্যাটে। সঙ্গে ছিলেন সুশান্তের বন্ধু সিদ্ধার্থ এবং পরিচারক নীরজ। এই ফ্ল্যাটেই সুশান্ত মারা যান গত ১৪ জুন। একই সঙ্গে এ দিন ইডি দফতরে দেখা যায় হোটেল ব্যবসায়ী গৌরবকেও। তাঁর বিরুদ্ধে অভিযোগ, মাদক পাচারে যুক্ত তিনি।
Maharashtra: Shruti Modi, former business manager of Sushant Singh Rajput, arrives at DRDO guest house in Mumbai, where CBI team investigating the actor's death case, is staying. pic.twitter.com/7mSlOYSlYn
— ANI (@ANI) August 31, 2020
এ দিন সকাল সাড়ে ১১টা নাগাদ ডিআরডিও গেস্ট হাউজে ঢুকতে দেখা যায় রিয়াকে। বের হন রাত সাড়ে আটটা নাগাদ। সঙ্গে ছিলেন তাঁর ভাই শৌভিক চক্রবর্তীও। সকাল বেলা রিয়া ডিআরডিও গেস্ট হাউজে প্রবেশের কিছুক্ষণ পরেই গেস্ট হাউজে ঢুকতে দেখা যায় সুশান্তের প্রাক্তন ম্যানেজার শ্রুতি মোদীকেও।
Maharashtra: A member of the CBI team investigating the death case of Sushant Singh Rajput, leaves the actor's residence in Mumbai. https://t.co/almTbgWMQ6 pic.twitter.com/ECjp5EdOlD
— ANI (@ANI) August 31, 2020
বিশেষ সূত্রের খবর,এ দিন মহারাষ্ট্রের মানবাধিকার কমিশনের পক্ষ থেকে মুম্বইয়ের কুপার হাসপাতাল কর্তৃপক্ষকে শো-কজ নোটিস পাঠানো হয়। সুশান্তের মৃত্যুর পর কেন আইন লঙ্ঘন করে রিয়াকে হাসপাতালের মর্গে প্রবেশ করার অনুমতি দেওয়া হয়, সে বিষয়ে কারণ দেখাতে বলা হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষকে। সেই মতো আজ দুপুরে হাসপাতালে ডিন পিনাকি গুজ্জর এবং ফরেন্সিক বিভাগের প্রধান সুখদেব মানবধিকার কমিশনের দফতরে পৌঁছন। যদিও সূত্রের খবর যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন ।
এরই পাশাপাশি জানা যাচ্ছে, আজ রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে মাদক সেবন কাণ্ডে ফৌজদারি মামলা দায়ের করেছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। এ ছাড়াও ফারুক শেখ ওরফে ফারুক বাটাটা ও বকুল চান্ডালিয়া নামে দুই ব্যক্তির উপরেও নজর রাখছে এনসিবি। সূত্রের খবর ফারুক ও বকুল বলিউডে মাদক পাচারের সঙ্গে যুক্ত।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy