সলমন খানের দাপট নিয়ে সকলেই প্রায় ওয়াকিবহাল। তিনি নিজের মর্জির মালিক। নিদির্ষ্ট সময়ে কাজ করতেই পছন্দ করেন। ২০০৭-এ ‘সালাম-এ-ইশক’ নামে একটি ছবি করেন। এই ছবিতে সলমন ছাড়াও ছিলেন গোবিন্দা, অনিল কপূর, জুহি চাওলা, প্রিয়ঙ্কা চোপড়া ও বিদ্যা বালনের মতো তারকারা। ছবির পরিচালক ছিলেন নিখিল আডবাণী। এত বড় তারকাদের নিয়ে সেখানেই একটি গানের শুটিং ভোর বেলা হওয়ার কথা। ভোর ৫টা থেকে শুরু হবে শুটিং। শোনামাত্রই সোজা না বলে দেন সলমন। যদিও শেষমেশ ওই ভোরবেলাতেই শুটিং হয়। তার জন্য পরিচালকের আঁটতে হয় নয়া ফন্দি।
আরও পড়ুন:
সম্প্রতি এক সাক্ষাৎকারে নিখিল জানান, তাঁরা নাকি সলমনকে সে রাতে ঘুমোতে দেননি। জাগিয়ে রেখেছিলে। নিখিলেন বলেন, ‘‘ সলমন সাফ জানিয়ে দেন, 'ভোর ৫টায় আসতে পারব না। শুটিং করতে হলে এখনই করো। আমি সকাল ১০টায় গিয়ে সোজা ঘুমিয়ে পড়ব!’ অগত্যা তাই সলমনের জন্য সারা রাত জেগে থাকতে হয়েছিল গোটা টিমকে। ঠিক যেমনটা বলেছিলেন, শুটিং শেষ হতেই সোজা গিয়ে ঘুমিয়েও পড়েন সলমন।