Advertisement
E-Paper

বড় পর্দায় ফেলুদা, কেমন হল সন্দীপ রায়ের ‘হত্যাপুরী’? জানাচ্ছে আনন্দবাজার অনলাইন

ফেলুদা ভাল না খারাপ, সেই আলোচনাকে খুব গুরুগম্ভীর ভাবে দেখার কি প্রয়োজন রয়েছে? কারণ ফেলুদা মানেই ফেলে আসা ছেলেবেলা। অপ্রতিরোধ্য আবেগ।

‘হত্যাপুরী’ এই ৩ চরিত্রাভিনেতার কাছে কোনও পাহাড়চূড়া জয় করার চাইতে কম কিছু ছিল না।

‘হত্যাপুরী’ এই ৩ চরিত্রাভিনেতার কাছে কোনও পাহাড়চূড়া জয় করার চাইতে কম কিছু ছিল না। ছবি: সংগৃহীত।

অভিনন্দন দত্ত

শেষ আপডেট: ২৩ ডিসেম্বর ২০২২ ১৩:৩২
Share
Save

সময়ের দাবি মেনে কোনও বিষয় নিয়ে পরীক্ষানিরীক্ষা করাটা স্বাভাবিক। সিনেমার ক্ষেত্রে কখনও দর্শক তা গ্রহণ করেন আবার কখনও তা বর্জন করেন। সাম্প্রতিক অতীতে ফেলুদাও তার ব্যতিক্রম নয়। বড় পর্দা থেকে ফেলুদা পা রেখেছে ওটিটিতে। মোবাইল ও ইন্টারনেট সংযুক্ত হলেও ফেলুদার চিরকালীন আবেদনে কোনও ভাটা পড়েনি। আর এই পরীক্ষা-নিরীক্ষার প্রতিযোগিতার মধ্যেই হঠাৎ করে চেনা গল্প যদি পুরনো ধাঁচে ধরা দেয়, তখন তা পর্দায় হাজির করে একরাশ টাটকা বাতাস এবং খুলে দেয় স্মৃতির ঝাঁপি। সন্দীপ রায় পরিচালিত ফেলুদার সাম্প্রতিক অভিযান ‘হত্যাপুরী’ দেখতে বসে বার বার এমনই মনে হচ্ছিল।

অতীতের ফেলুদা চরিত্রের অভিনেতাদের তুলনায় ইন্দ্রনীল স্বকীয়।

অতীতের ফেলুদা চরিত্রের অভিনেতাদের তুলনায় ইন্দ্রনীল স্বকীয়। ছবি: সংগৃহীত।

পুরীতে দ্বাদশ শতকের ‘অষ্টাদশসাহস্রিকা প্রজ্ঞাপারমিতা’ পুঁথিকে ঘিরে ফেলুদা, তোপসে এবং জটায়ুর রহস্যে জড়িয়ে পড়া— আশা করা যায়, বহুল চর্চিত উপন্যাসটির গল্প এর বেশি খোলসা করার প্রয়োজন নেই। বরং এই ছবিতে পরিচালকের সামনে উপস্থিত কঠিন চ্যালেঞ্জগুলোকে একটু স্মরণ করা প্রয়োজন।তর্কসাপেক্ষে বাঙালির প্রিয় গোয়েন্দা এবং তার দুই বিশ্বস্ত সঙ্গীর চরিত্রায়নের জন্য সন্দীপবাবুকে দীর্ঘ দিন অপেক্ষা করতে হয়েছে। এমনকি জটায়ুর চরিত্রাভিনেতা না পাওয়ার জন্য এর আগে বেশ কয়েক বার জটায়ুহীন গল্পেই ফেলুদাকে দর্শকের সামনে হাজির করতে হয়েছে তাঁকে। তাই ‘হত্যাপুরী’ এই ৩ চরিত্রাভিনেতার কাছেও কোনও পাহাড়চূড়া জয় করার চাইতে কম কিছু ছিল না।

জটায়ুর চরিত্রে অভিজিৎ গুহর চেষ্টায় কোনও ত্রুটি নেই।

জটায়ুর চরিত্রে অভিজিৎ গুহর চেষ্টায় কোনও ত্রুটি নেই। ছবি: সংগৃহীত।

ফেলুদার চরিত্রে ইন্দ্রনীল সেনগুপ্ত। শুরুতেই সমালোচনার বন্যা! কিন্তু অতীতের ফেলুদা চরিত্রের অভিনেতাদের তুলনায় বলা যেতে পারে তিনি স্বকীয়। চেষ্টা করেছেন তাঁর মতো করে। ফেলুদার হাঁটাচলা, চাহনি, সর্বোপরি ‘মগজাস্ত্র’র ব্যবহারে তাঁর অভিনয় তীক্ষ্ণ। তবে ছবি জুড়ে সেই ধারাবাহিকতা নেই। তাই কোথাও কোথাও তাল কেটেছে। অন্য দিকে জটায়ুর চরিত্রে অভিজিৎ গুহ পুরোপুরি মানানসই নন। বিশেষ করে জটায়ুর সঙ্গে তাঁর সঙ্গে ওজনগত পার্থক্য চোখে পড়ে। তবে তাঁর চেষ্টায় কোনও ত্রুটি নেই। ত্রয়ীর মধ্যে সব থেকে কমজোর মনে হয় তোপসের চরিত্রে আয়ুষ দাসের অভিনয়। আশা করা যায়, আগামী ছবিতে তিনি ভুল-ত্রুটি শুধরে নেওয়ার চেষ্টা করবেন।

সন্দীপ রায়ের ফেলুদার একটা বৈশিষ্ট্য, মূল গল্পকে অনুসরণ। তাই সেখানে সত্যজিৎ সৃষ্ট চরিত্রগুলোয় ভাল লাগে পরান বন্দ্যোপাধ্যায় (দুর্গাগতি সেন), শুভাশিস মুখোপাধ্যায় (লক্ষ্মণ ভট্টাচার্য) এবং সাহেব চট্টোপাধ্যায়ের (বিলাস মজুমদার) অভিনয়। ভরত কল ও সুপ্রিয় দত্ত যথাযথ। স্বাভাবিক ভাবেই ফেলুদার পরিচিত আবহসঙ্গীত গল্পের মেজাজ ধরে রেখেছে। মূল গল্পের সময়কাল ছবিতে সমকালীন। সেই আন্দাজে চিত্রনাট্যে আরও কিছু স্তর যুক্ত হলে ভাল হত। সম্পাদনায় আরও একটু জোর দেওয়া উচিত ছিল। লোকেশন হিসাবে পুরীকেও সুন্দর ভাবে ব্যবহার করা হয়েছে। তবে ছবির অ্যাকশন বা ক্লাইম্যাক্স দৃশ্যগুলোয় উত্তজনার পারদ একটু নিম্নগামী।

ফেলুদা ভাল না খারাপ ,সেই আলোচনাকে খুব গুরুগম্ভীর ভাবে দেখার কি প্রয়োজন রয়েছে? কারণ ফেলুদা মানেই ফেলে আসা ছেলেবেলা। অপ্রতিরোধ্য আবেগ। মাঝে কেটেছে ছ’টা বছর। তাই তর্ক সরিয়ে, বছর শেষে শীতের শহরে ছুটির আবহে বড় পর্দায় ফেলুদা ফিরেছে— এটাই যথেষ্ট নয় কি?

Hatyapuri Indraneil Sengupta Film Review Abhijit Guha Sandip Ray feluda

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy

{-- Slick slider script --}}