Relationship rumors about Bollywood actress Tabu & friendship with Salman Khan and Ajay Devgan dgtl
tabu
দক্ষিণী সুপারস্টার-সহ একাধিক ব্যর্থ প্রেম, ‘এজলেস বিউটি’-র পাশেই বন্ধু সলমন-অজয়
ইন্ডাস্ট্রিতে প্রথম পা রেখেছিলেন শিশু শিল্পী হিসেবে।
নিজস্ব প্রতিবেদন
কলকাতাশেষ আপডেট: ১১ অক্টোবর ২০২০ ০৯:৪০
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১২৫
তিনি বাঁচেন নিজের শর্তে। বয়সকে বুড়ো আঙুল দেখিয়েছেন তিনি। একের পর ছবিতে অভিনয় করে চলেছেন তিন দশকেরও বেশি সময় ধরে।
০২২৫
মূল ধারার ছবি ও সমান্তরাল ছবি দুয়েতেই দক্ষ এই অভিনেত্রী ‘এজলেস বিউটি’। ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় নিয়েও ছুঁৎমার্গ ছিল না কখনওই। জ্য়াকি শ্রফ থেকে হালের ঈশান খট্টরের সঙ্গেও ঘনিষ্ঠ দৃশ্য়ে অভিনয় করতে দেখা গিয়েছে তাঁকে।
০৩২৫
তিনি তাবাসসুম ফতিমা হাসমি ওরফে তব্বু। ইন্ডাস্ট্রিতে প্রথম পা রেখেছিলেন শিশু শিল্পী হিসেবে। ছবির নাম ‘হাম নওজওয়ান’।
০৪২৫
প্রথম ছবিতে ছিলেন দেব আনন্দও। তারপর আর পিছন ফিরে তাকাতে হয়নি এই ‘গ্রেসফুল লেডি’-কে।
০৫২৫
হায়দরাবাদে অভিজাত মুসলিম পরিবারে জন্ম তাঁর। বাবা-মায়ের বিচ্ছেদ দেখেছেন অল্প বয়সেই।
০৬২৫
প্রথমে তিনি বিমান সেবিকা হতে চেয়েছিলেন। ভাল উচ্চতার জন্য সুযোগও পেয়েছিলেন।
০৭২৫
তব্বুর বাবা-মায়ের শর্ত ছিল, একটা ছবিতে অভিনয় করার পরে পড়াশোনা শেষ করতে হবে। মুম্বইয়ের সেন্ট জেভিয়ার্স থেকে পড়াশোনাও করেছেন তব্বু।
০৮২৫
তব্বু এবং দিদি ফরহা নাজ দু’জনেই প্রথম প্রজন্মের অভিনেতা। মা ছিলেন শিক্ষিকা। তাই স্ট্রাগলও করেছেন অনেক বেশি, এমনই জানিয়েছেন তব্বু একাধিক সাক্ষাৎকারে। অভিনেত্রী শাবানা আজমির সঙ্গে যদিও তাঁর আত্মীয়তার একটা সূত্র ছিল।
০৯২৫
কখনও বার ডান্সার, কখনও পুলিশ, কখনও যত্নশীল মা, কখনও রাগী প্রেমিকা আবার কখনও ব্যক্তিত্বশালী মহিলা কিংবা খুনিও! সব চরিত্রেই তব্বু অনন্য।
১০২৫
‘চাঁদনি বার’, ‘অস্তিত্ব’, ‘মাচিস’-এর মতো ছবিই শুধু নয়। একই সঙ্গে তাঁর ঝুলিতে রয়েছে ‘হেরাফেরি’, ‘বিবি নম্বর ওয়ান’-এর মতো কমেডি ছবিও।
১১২৫
কিন্তু এত প্রতিভাময়ী একজন নারীর জীবনে কি সম্পর্ক আসেনি, তিনি কি প্রেমে পড়েননি?
১২২৫
মালয়ালম, তেলুগু, মরাঠি, বাংলা, ইংরেজি প্রতিটি ভাষার ছবিতেই অভিনয় করেছেন তব্বু। পেয়েছেন একাধিক পুরস্কার। স্প্যানিশ, ফরাসি, তামিল, মালয়ালম জানেন এই ভাষাগুলিও।
১৩২৫
এ হেন তব্বু নাকি প্রেমে পড়েছিলেন ইন্ডাস্ট্রির এমন এক নায়কের যিনি সে অর্থে কখনও প্রতিষ্ঠা পাননি।কে বলুন তো তিনি?
১৪২৫
‘প্রেম’ ছবির সময়ে সঞ্জয় কপূর-তব্বুর প্রণয় নাকি সত্যি দানা বেঁধেছিল, ইন্ডাস্ট্রিতে এই গুঞ্জন বহু দিন ধরেই শোনা যায়।
১৫২৫
শুটিংয়ের সেটে তাঁরা একান্তে অনেকটা সময় কাটাতেন। দু’জনকে দেখা যেত নানা জায়গায়। তবে এক প্রযোজকের সঙ্গে নাকি তিনি সম্পর্কে জড়িয়ে পড়ায় সে প্রেম ভেঙে যায়।
১৬২৫
তব্বুর সঙ্গে নাকি প্রযোজক সাজিদ নাদিদওয়ালার প্রণয়ের সম্পর্ক তৈরি হয়েছিল। ফলে সঞ্জয় কপূরের সঙ্গে তাঁর দূরত্ব বেড়ে যায়। সঞ্জয় ও তব্বুর সম্পর্কের সমস্যার জন্যই নাকি ‘প্রেম’ ছবিটি শেষ হতে সময় লাগে ৬ বছর! কারণ প্রেম ভেঙে যাওয়ার পরে তাঁরা কাজ করতে চাননি।
১৭২৫
তব্বুর সঙ্গে সাজিদের সম্পর্কও টেকেনি। সাজিদের সঙ্গে দিব্যা ভারতীর বিয়ের ১০ মাসের মাথায় দিব্যার মৃত্যু হয়। তব্বুর সঙ্গে সম্পর্কের পর শোক ভুলতে চেয়েছিলেন সাজিদ। কিন্তু বিয়ে করেন অন্য এক সাংবাদিককে।
১৮২৫
দক্ষিণী ছবির সুপারস্টারের সঙ্গেই সবথেকে বেশি সময় সম্পর্কে ছিলেন তব্বু। তব্বুর সঙ্গে ডেট করার সময়ই নাগার্জুন বিবাহিত ছিলেন। তব্বু সেটা জানতেন। গোপনে এগিয়েছিল সম্পর্ক।
১৯২৫
১০ বছরের সম্পর্কের পর তব্বু নাকি বুঝতে পেরেছিলেন তাঁকে দেওয়া কথা সুপারস্টার নাগার্জুন রাখবেন না। নিজেই সম্পর্ক ভেঙে বেরিয়ে আসেন তিনি। সবার থেকে আঘাত পেলেও পাশে ছিলেন ছোটবেলার এক বন্ধু, যিনি ইন্ডাস্ট্রির অন্যতম এক নায়কও বটে।
২০২৫
তব্বু ও অজয় দেবগণ দীর্ঘ ২৮ বছরের বন্ধু। ছোটবেলায় তব্বুর তুতো ভাই সমীর আর্যর প্রতিবেশী ছিলেন অজয়। সে সময় থেকেই তব্বুর সঙ্গেও আলাপ তাঁর।
২১২৫
তব্বু জানিয়েছেন, অজয়ের জন্যই নাকি তিনি সিঙ্গল! কিন্তু এমনটা কেন বলেছিলেন অভিনেত্রী?
২২২৫
আসলে সমীর এবং অজয় নাকি সব সময় নজরদারি করতেন। তিনি কোথায় যাচ্ছেন, কার সঙ্গে কথা বলছেন সব খোঁজ রাখতেন দু’জন। এমনকী কোনও ছেলে যদি তাঁর সঙ্গে শুধুমাত্র কথা বলতেন, তা হলেই তাঁরা তাঁকে পেটানোর হুমকি দিতেন। তব্বু মজা করে বলেছিলেন, ‘‘অজয় যা করেছে তার জন্য নিশ্চয়ই এখন অনুতাপ করে।’’
২৩২৫
তব্বু বলেন, কোনও আঘাতেই কখনও ভেঙে পড়েননি তিনি। আসলে, সব সময় পাশে ছিলেন তাঁর দুই বন্ধু সলমন খান এবং অজয় দেবগণ। সব সময় এই দুই বন্ধুর সঙ্গে তাঁর যোগাযোগ রয়েছে। বিশ্বাস আর ভালবাসা রয়েছে তাঁদের এই বন্ধুত্বে। বন্ধুত্বের সম্পর্কের কোনও শর্ত হয় না যে।
২৪২৫
অজয়ের সঙ্গে ‘হকিকত‘, ‘তক্ষক’, ‘দৃশ্যম’-সহ বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেছেন তব্বু। অন্য দিকে, ‘বিবি নাম্বার ওয়ান’, ‘হাম সাথ সাথ হ্যায়’-সহ বেশ কিছু সুপারহিট ছবি করেছেন সলমন খানের সঙ্গেও।
২৫২৫
সম্প্রতি ‘অন্ধাধুন’-এ তব্বুর অভিনয় দেখে দর্শকরা মোহিত। বলিউডে নবাগত ঈশান খট্টরের সঙ্গে চুম্বন দৃশ্যেও সমান সাবলীল অভিনেত্রী। সবমিলিয়ে নিজের শর্তে নিজের মতো করে বাঁচছেন তিনি। অভিনয়কেই করেছেন জীবনসঙ্গী।