রিজ উইদারস্পুন।
হলিউডে নারীদের প্রতি বৈষম্যের বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী রিজ উইদারস্পুন। তাঁর দাবি, ‘মহিলা-কেন্দ্রিক বিষয় নিয়ে কাজ করতে খুব একটা আগ্রহী নয় বড় স্টুডিয়োগুলো।’
একটি সাক্ষাৎকারে রিজ জানান, তাঁর ছবি ‘গন গার্ল’-এর জন্য পরিবেশক খুঁজে পাওয়া যাচ্ছিল না। কিন্তু বইটি বেস্টসেলার হওয়ার পরে ব্যাপারটা অনেক সহজ হয়ে গিয়েছিল। নিজের অভিজ্ঞতা থেকেই রিজ বলেন, স্টুডিয়োর কর্তারা তো এটাও বলেছেন, মেয়েদের বায়োপিক নিয়ে কাজ হবে না।
আর একটি বিষয় নিয়েও সোচ্চার হয়েছেন ‘বিগ লিটল লাইস’-এর অভিনেত্রী। সেটা হল, ছবিতে সংখ্যালঘু শ্রেণির (শ্বেতাঙ্গ নয়) অভিনেত্রীদের কম সুযোগ দেওয়া নিয়ে। তাঁর সহ-অভিনেত্রী মাইন্ডি কেলিংয়ের সঙ্গে কথোপকথনের একটি অংশও সাক্ষাৎকারে তুলে ধরেন রিজ। ‘‘এক বার মাইন্ডিকে জিজ্ঞেস করেছিলাম, সব সময় নিজের চরিত্রের জন্য লড়াই করতে করতে ক্লান্ত লাগে না?’’ উত্তরে মাইন্ডি বলেছিলেন, ‘‘জীবনে এমন কিছু পাইনি আমি, যার জন্য লড়াই করতে হয়নি।’’
সাম্প্রতিক অতীতে স্কারলেট ইয়েহানসন, এমা ওয়াটসন আর এমিলিয়া ক্লার্কও নারী-বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy