রণবীরের গাড়ির বিমায় গোলমাল?
বিতর্ক যেন পিছু ছাড়ে না! অনাবৃত ফোটোশুটের পর এ বার গাড়ি। ৩ কোটি ৯০ লক্ষ টাকার অ্যাস্টোন মার্টিন চালিয়ে শিরোনামে এসেছিলেন রণবীর সিংহ। আইনি সমস্যায় পড়েছিলেন তিনি। গাড়ির বিমা বৈধ নয়, এমনই ছিল অভিযোগ। তবে পুলিশের তরফে মঙ্গলবার নিশ্চিত করা হল, অভিনেতা নির্দোষ।
অভিযোগ জানিয়েছিলেন এক টুইটার ব্যবহারকারী। যা নিয়ে শোরগোল পড়েছিল নেটদুনিয়ায়। রণবীর যে গাড়িটি চালিয়ে শহর ঘুরেছেন, সেই গাড়ির বিমার মেয়াদ নাকি শেষ হয়ে গিয়েছে। বিমার কাগুজে নথি প্রমাণ-সহ আপলোডও করা হয়েছিল। যা নিমেষে ভাইরাল হয়। মুম্বই পুলিশকে ট্যাগ করে রণবীরের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করার আর্জি জানান অভিযোগকারী।
পুলিশের তরফে তাতে প্রতিক্রিয়া জানিয়ে লেখা হয়, “আমরা ট্রাফিক শাখাকে জানিয়েছি।” যদিও এর পর খোঁজখবর করে জানা গিয়েছে, রণবীরের গাড়ির বিমা যথাযথই রয়েছে। ছড়িয়ে পড়া বিমার নথিটি ভুয়ো বলেই জানান তদন্তকারীরা। অভিনেতার ঘনিষ্ঠ সূত্রে বলা হয়েছে, “যথেষ্ট প্রমাণ ছাড়া এমন অভিযোগ আনা উচিত হয়নি।”
অনাবৃত ফোটোশুটের ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছিল বলে জানা যায়। অভিযোগকারী যে ছবির ভিত্তিতে থানায় গিয়েছিলেন, তা একেবারেই বিকৃত এবং ভুয়ো বলে প্রমাণিত হয়েছে পরবর্তীকালে। কেউ কেউ কি রণবীরকে অকারণে দোষী সাব্যস্ত করার জন্য উঠে পড়ে লেগেছেন? এমন প্রশ্নও তুলছেন অনুরাগীরা।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy