Advertisement
২২ জানুয়ারি ২০২৫
Mrs Chatterjee Vs Norway

বলিউডে পা রেখেই রানিকে সপাট চড়! এ কী করলেন অনির্বাণ?

পরমব্রত, শাশ্বতর দেখানো পথেই পা বাড়ালেন অনির্বাণ ভট্টাচার্য। রানি মুখোপাধ্যায়ের বিপরীতে বলিউডে হাতেখড়ি টলিউডের এই প্রজন্মের অন্যতম জনপ্রিয় অভিনেতার।

Rani Mukherji fights a whole nation for her children in an emotional Mrs Chatterjee Vs Norway trailer

এ বার বলিউডে পাড়ি দিলেন অনির্বাণ ভট্টাচার্য । প্রথম ছবিতেই রানি মুখোপাধ্যায়ের বিপরীতে দেখা যাবে তাঁকে। ছবি: সংগৃহীত।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৩ ১৮:৪৭
Share: Save:

পরমব্রত চট্টোপাধ্যায়, শাশ্বত চট্টোপাধ্যায়, স্বস্তিকা মুখোপাধ্যায়ের সৌজন্যে টলি পাড়ার তারকাদের বলিউডে পা রাখার ঘটনা এখন বেশ চোখ-সওয়া। এ বার সেই রাস্তায় হাঁটলেন টলিউডের এই প্রজন্মের অন্যতম জনপ্রিয় অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য। রানি মুখোপাধ্যায়ের ছবিতে বলিউডে অভিষেক হল অনির্বাণের। ছবির নাম ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’। মুক্তি পেল সেই ছবির ট্রেলার।

হিন্দি ছবি ও ওয়েব সিরিজ়ে আজকাল নিয়মিত কাজ করছেন বাঙালি শিল্পীরা। ‘বুলবুল’, ‘রামপ্রসাদ কি তেরবি’-র মতো প্রশংসিত হিন্দি ছবিতে অভিনয় করেছেন পরমব্রত। তাঁর কাজ নজর কেড়েছে ‘আরণ্যক’, ‘জেহানাবাদ— অফ লভ অ্যান্ড ওয়ার’-এর মতো ওয়েব সিরিজ়েও। অন্য দিকে, হিন্দি ছবিতে নিজের জায়গা তৈরি করেছেন ‘কহানি’র বব বিশ্বাস। ‘দিল বেচারা’, ‘জগ্গা জাসুস’-এর মতো ছবির পাশাপাশি সাম্প্রতিক কালের ‘দ্য নাইট ম্যানেজার’-এর মতো ওয়েব সিরিজেও সমান প্রশংসিত তাঁর অভিনয়।

অভিনেত্রীদের মধ্যে হিন্দি ছবিতে চুটিয়ে কাজ করছেন স্বস্তিকা মুখোপাধ্যায়ও। গত বছরের শেষে মুক্তি পাওয়া ‘কলা’ ছবিতে দর্শক ও সমালোচকের নজরে পড়েছিল তাঁর কাজ। এ বার সেই রাস্তাতেও হাঁটলেন অনির্বাণ ভট্টাচার্য। টলিউডে ইতিমধ্যেই নিজের জায়গা বেশ পোক্ত করেছেন অনির্বাণ। সিনেমার পাশাপাশি নাটকের মঞ্চেও সমান ভাবে সাবলীল তিনি। সদ্য হাত দিয়েছেন পরিচালনার কাজেও। তাঁর পরিচালিত ছবি ‘বল্লভপুরের রূপকথা’ যতটা সফল বক্স অফিসে, ততটাই প্রশংসিত সমালোচক মহলেও।

বাংলা চলচ্চিত্র জগতে নিজেকে প্রতিষ্ঠিত করার পরে এবার বলিউডে পাড়ি দিলেন অনির্বাণ। প্রথম ছবিতেই রানি মুখোপাধ্যায়ের বিপরীতে দেখা যাবে তাঁকে। প্রসঙ্গত, এর আগে বলিউডে পা রেখেছিলেন টলিউডের জনপ্রিয় অভিনেতা যিশু সেনগুপ্ত। ‘মর্দানি’, ‘মর্দানি ২’, ‘মণিকর্ণিকা: দ্য কুইন অফ ঝাঁসি’, ‘শকুন্তলা দেবী’-র মতো ছবিতে অভিনয় করলেও সে ভাবে দাগ কাটতে পারেননি যিশু। চরিত্রের গুরুত্বের নিরিখে কিছুটা পিছিয়ে থেকেছেন তিনি। তবে, অনির্বাণের ক্ষেত্রে তা হবে না বলেই ধারণা দর্শকের। অন্তত ট্রেলার দেখে আশাবাদী অনুরাগীরা।

অন্য দিকে, ‘মর্দানি ২’-এর পরে ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ ছবিতে ৪ বছর পরে রুপোলি পর্দায় ফিরছেন রানি। প্রায় ১১ বছর আগের এক সত্য ঘটনা অবলম্বনে তৈরি এই ছবি। স্বামী ও দুই সন্তান নিয়ে ভিন্‌ দেশে সংসার পেতেছে দেবিকা চট্টোপাধ্যায়। দেবিকার বড় ছেলে শুভ, ছোট মেয়ে সূচি। চাকরিসূত্রে নরওয়েবাসী দেবিকার স্বামী। দুই সন্তানকে নিয়ে হাসিখুশি সংসার দেবিকার। সেই ভরা সংসারে একদিন নেমে এল বিপদ। দেবিকার কোল থেকে কেড়ে নিয়ে যাওয়া হল তাঁর দুই সন্তানকে। নিজের সন্তানকে ফিরে পেতে লড়াইয়ে নামল দেবিকা চট্টোপাধ্যায় তথা ‘মিসেস চ্যাটার্জি’। নিজের সন্তানদের ফিরে কতদূর পর্যন্ত লড়াই করবে দেবিকা? এক মায়ের লড়াইয়ের সেই কাহিনি নিয়েই তৈরি ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ ছবির চিত্রনাট্য। ছবিতে এক বাঙালি স্ত্রী ও মায়ের ভূমিকায় অভিনয় করেছেন রানি মুখোপাধ্যায়। তাঁর স্বামীর ভূমিকায় অনির্বাণ ভট্টাচার্য।

প্রসঙ্গত, প্রায় ১১ বছর আগে এই ঘটনারই সম্মুখীন হয়েছিলেন নরওয়েবাসী বাঙালি দম্পতি সাগরিকা ভট্টাচার্য ও অভিরূপ ভট্টাচার্য। তাঁদের দুই সন্তান, অভিজ্ঞান ও ঐশ্বর্যকে সাগরিকার কোল থেকে কেড়ে নিয়েছিলেন নরওয়ে কর্তৃপক্ষ। দীর্ঘ লড়াইয়ের পর নিজের দুই সন্তানকে ফিরে পেয়েছিলেন সাগরিকা। তাঁর সেই লড়াইয়ের কাহিনিই এ বার সিনেমার পর্দায়। আগামী ১৭ মার্চ ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে চলেছে ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’।

অন্য বিষয়গুলি:

Rani Mukerji Anirban Bhattacharya Tollywood Actor Movie Trailer
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy