রাজ কপূরের জীবনীচিত্র করতে চান রণবীর কপূর। কিংবদন্তি অভিনেতাকে নিয়ে লেখা বই ‘রাজকপূর দ্য মাস্টার অ্যাট ওয়ার্ক’-এর উদ্বোধন প্রসঙ্গে নাতি রণবীর জানালেন তাঁর এই ইচ্ছের কথা।
দাদু রাজ কপূর বেঁচে থাকলে তাঁর সঙ্গে কী করতে চাইতেন? বই প্রকাশের অনুষ্ঠানে এই প্রশ্নের উত্তরে রণবীর বলেন, “পানীয়ের গ্লাস হাতে দেদার গল্প করতাম দু’জনে। গল্প শুনতাম। জীবনের গল্প।”
রাহুল রাওয়ালের লেখা বইটি নিয়ে বলতে গিয়ে ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’র ‘বানি’ জানালেন— রাহুল তাঁর দাদুর সঙ্গে ‘ববি’ ছবিতে সহকারী পরিচালক হিসেবে কাজ করেছিলেন। ঋষি কপূর এবং রাজীব কপূরের ঘনিষ্ঠও ছিলেন। রণবীরের বিশ্বাস, রাহুল রাজ কপূর সম্পর্কে এমন অনেক তথ্য জানেন, যা বইয়ে প্রকাশিত হয়নি। দাদুর জীবনীচিত্রে সেই বিষয়গুলোকে রাখতে চান বলে জানালেন ‘রকস্টার’-এর অভিনেতা।