Advertisement
০৪ জানুয়ারি ২০২৫
Ranbir Kapoor-Alia Bhatt

সব ছেড়ে স্ত্রীর কাছে ছুটে এলেন রণবীর! বর্ষবরণের রোম্যান্টিক রাতে কী করলেন আলিয়া?

ঘড়ির কাঁটা ১২টা ছুঁতেই উল্লসিত হয়ে পড়েন সকলে। আকাশে শুরু হয় আতশবাজির রোশনাই। তখনই দেখা যায় হাতে পানীয়ের পাত্র নিয়েই সামনে থেকে পিছনে ছুটে আসছেন রণবীর।

Image of Alia Bhatt and Ranbir Kapoor

বর্ষবরণের রাতে রণবীর-আলিয়াকে দেখা গেল একেবারে স্বপ্নিল আমেজে। ছবি: সংগৃহীত।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০১ জানুয়ারি ২০২৫ ১৮:২৩
Share: Save:

‘বচ না অ্যায় হাসিনো...’ এক সময় বলিউডে এই ছিল তাঁর ‘তকমা’। এখন তিনিই দৌড়ে বেড়ান স্ত্রীর জন্য! ২০২৫ সালের শুরুটা অন্তত সেই ইঙ্গিতই দিয়ে গেল। সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিয়োয় দেখা গেল রণবীর কপূরকে। স্ত্রী আলিয়া ভট্টকে একটি চুম্বনের জন্য ছুটে গেলেন তিনি। পানীয় চলকে পড়ল পাত্র থেকে। আর এমন ভিডিয়ো দেখে আপ্লুত দম্পতির অনুরাগীরা।

বর্ষবরণের রাতে রণবীর-আলিয়াকে দেখা গেল একেবারে স্বপ্নিল আমেজে। বর্ষবরণের রাতে দম্পতি ছিলেন মুম্বইয়ের বাইরে। কপূর পরিবারের অন্য সদস্যদের সঙ্গেই সময় কাটিয়েছেন তাঁরা। ছড়িয়ে পড়া ভিডিয়োয় দেখা গিয়েছে, বর্ষশেষের রাতে বাড়ির পিছনের বাগানে সময় কাটাচ্ছেন সকলে। কে কে সেখানে রয়েছেন তা খুব ভাল ভাবে বোঝা যায়নি। তবে উল্টো গণনা শুরু হতেই তৈরি হয় উত্তেজনা। ঘড়ির কাঁটা ১২টা ছুঁতেই উল্লসিত হয়ে পড়েন সকলে। আকাশে শুরু হয় আতশবাজির রোশনাই। তখনই দেখা যায় হাতে পানীয়ের পাত্র নিয়েই সামনে থেকে পিছনে ছুটে আসছেন রণবীর। পরনে কালো স্যুট-প্যান্ট। সেই সময় পিছনের আসনে বসেছিলেন আলিয়া। কালো পোশাকে অন্ধকারেও দ্যুতি ছড়াচ্ছিলেন তিনি। ছুটে এসেই আলিয়াকে জড়িয়ে ধরেন অভিনেতা। তার পরই পরস্পরকে চুম্বন করেন তাঁরা।

অভিনয় জীবনের শুরু থেকেই একের পর এক সম্পর্কে জড়িয়েছেন রণবীর। সেই তালিকায় রয়েছেন দীপিকা পাড়ুকোন ও ক্যাটরিনা কইফের মতো দুই দাপুটে অভিনেত্রী। সে সব সম্পর্কে স্থির হতে পারেননি অভিনেতা। এমনকি জুটেছে ‘ক্যাসানোভা’ তকমাও। তবে শেষ পর্যন্ত তাঁর প্রেম তরণী ভিড়েছে আলিয়ার জীবন-ঘাটে। ২০২২ সালে রণবীর-আলিয়া বিয়ে করেন। সে বছরই তাঁদের কোলে আসে প্রথম সন্তান রাহা। এই মুহূর্তে দু’বছরের রাহা তাঁর মিষ্টি হাসিতে ভুলিয়ে রেখেছে সমাজমাধ্যমকে। নিয়মিত উড়ন্ত চুমু ছুড়ে দেয় সে ছবিশিকারিদের উদ্দেশে।

অন্য বিষয়গুলি:

New Year 2025 New Year Celebration Bolly Couple Ranbir Kapoor Alia Bhatt
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy