শুক্রবার মহারাষ্ট্র অপরাধদমন শাখা রাখি সবন্তকে সমন পাঠিয়েছে ‘ইন্ডিয়া’জ় গট ল্যাটেন্ট’ নামে একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। ২৭ ফেব্রুয়ারি তাঁকে মুম্বইয়ে উপস্থিত থাকতে বলা হয়েছে। সমন পেয়েই চেনা ভঙ্গিতে ক্ষোভ উগরে দিলেন রাখি। এক ভিডিয়োবার্তায় জানালেন, তাঁকে সমন পাঠানো অর্থহীন। পাল্টা অভিযোগ জানিয়ে বলেন, “ধর্ষণের অনেক মামলা জমে, সে সব আগে সমাধান করুন!”
‘ইন্ডিয়া’জ় গট ল্যাটেন্ট’ অনুষ্ঠানে ইউটিউবার রণবীর ইলাহাবাদিয়ার একটি মন্তব্য নিয়ে তোলপাড় দেশ। শীর্ষ আদালত ইতিমধ্যেই ইউটিউবারের পাসপোর্ট বাজেয়াপ্ত করেছে। বন্ধ করে দেওয়া হয়েছে বিতর্কিত শো। এমনকি, এই অনুষ্ঠানে আসা অতিথিদেরও জিজ্ঞাসাবাদ করেছে মুম্বই পুলিশ। সেই তালিকায় রাখিও। সমন পাঠানোর খবর প্রকাশ্যে আসার সঙ্গে সঙ্গে নতুন চর্চা শুরু ‘বিতর্কিত’ অভিনেত্রীকে ঘিরে। বর্তমানে রাখি দুবাইয়ে থাকছেন। সেখান থেকে সাফ বলেছেন, “ভিডিয়ো কল করলেই আমি সব বলে দেব। একটি সাক্ষাৎকারভিত্তিক অনুষ্ঠানে ডাকা হয়েছিল। আমি সাক্ষাৎকার দিয়েছিলাম। কোনও অশ্লীল কথা বলিনি।” জানতে চান, এই সামান্য কারণের জন্য তাঁকে কেন ডাকা হচ্ছে?
আরও পড়ুন:
রাখি কিন্তু এখানেই থামেননি। তাঁর আরও বক্তব্য, “এই মুহূর্তে আমার হাতে কাজ নেই। কোনও মতে দুবাইয়ে থাকি। আমাকে ফোন করে আপনারা কী করবেন? এতে কোনও লাভ নেই।” অনুযোগ জানানোর পাশাপাশি অভিনেত্রী পরামর্শ দিতেও ভোলেননি। রাখির মতে, ভারতে রোজ মেয়েরা ধর্ষণের শিকার হচ্ছেন। তাঁদের এবং তাঁদের মা-বাবার প্রতি আরও সহানুভূতিশীল হওয়া দরকার। আরও কড়া হাতে অপরাধ এবং অপরাধীদের দমন করা দরকার। এ দিকে নজর দিলে দেশ আরও সুন্দর হয়ে উঠবে।