রজনীকান্ত।—ফাইল ছবি
হাসপাতালে ভর্তি করা হল দক্ষিণী সুপারস্টার রজনীকান্তকে। তাঁর রক্তচাপের মাত্রা মারাত্মকভাবে ওঠানামা করছে বলে জানিয়েছে হাসপাতালের চিকিৎসকরা। হায়দরাবাদের অ্যাপোলো হাসপাতালে শুক্রবার সকালেই ভর্তি করা হয় তাঁকে। হাসপাতালের তরফে এব্যাপারে একটি বিবৃতি জারি করা হয়েছে। তাতে জানানো হয়েছে, রজনীকান্তর শারীরিক অবস্থার উপর নজর রাখা হচ্ছে। করা হয়েছে মেডিক্যাল পরীক্ষাও। করোনা সংক্রমণের কোনও লক্ষ্যণ নেই তাঁর। তবে যতক্ষণ না অভিনেতার রক্তচাপ স্বাভাবিক হচ্ছে, ততক্ষণ চিকিৎসকদের নজরদারিতে হাসপাতালেই থাকবেন তিনি। জানিয়েছে হায়দরাবাদের অ্যাপোলো হাসপাতাল।
Rajinikanth admitted to hospital this morning after showing severe fluctuation in blood pressure. He'll be investigated & monitored closely till his bp settles down before being discharged. He doesn't have any other symptoms & is hemodynamically stable: Apollo Hospital, Hyderabad pic.twitter.com/lQYPErCFRk
— ANI (@ANI) December 25, 2020
কিছুদিন আগেই নিজের রাজনৈতিক দলের তামিলনাড়ু বিধানসভা ভোটে লড়ার ঘোষণা করেছিলেন রজনীকান্ত। তবে তার আগে তাঁর একটি ছবির শ্যুটিংয়ের চার কর্মী করোনা সংক্রমিত হওয়ায় নিজেকে নিভৃতবাসে রেখেছিলেন রজনী। পরে পরীক্ষায় তাঁর রিপোর্ট নেগেটিভ এলেও নিভৃতবাসেই ছিলেন।
(এই খবরটি সবেমাত্র দেওয়া হয়েছে। বিস্তারিত খবরটি কিছু ক্ষণের মধ্যেই আসছে। অপেক্ষা করুন।
পাতাটি কিছু ক্ষণ পর পর রিফ্রেশ করুন। আপডেটেড খবরটি আপনি দেখতে পাবেন।
অতি দ্রুততার সঙ্গে আপনার কাছে খবর পৌঁছে দেওয়ার সময়েও আমরা খবরের সত্যাসত্য সম্পর্কে সচেতন। সেই জন্যই যে কোনও ‘খবর’ পাওয়ার পর, তার সম্পর্কে নিশ্চিত হয়ে তবেই আমরা তা প্রকাশ করি। ফেক নিউজ বা ভুয়ো খবরের রমরমার সময়ে এটা আরও বেশি জরুরি হয়ে উঠেছে।) '
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy