Advertisement
E-Paper

রাজের ‘পরিণীতা’ চলল শৈলশহর! কলকাতার পর্ব মিটতেই পার্টি করলেন পরমব্রত-বরখা-রিয়া?

শীতে শৈলশহরে শুটিং করতে যাবেন রাজ চক্রবর্তী। সঙ্গী হিন্দি ‘পরিণীতা’ টিম। বরফে মোড়া শহরেই কি বড়দিন পালন করবেন সকলকে নিয়ে?

বরখা বিস্তের বাড়িতে পার্টি করলেন রিয়া সেন, পরমব্রত চট্টোপাধ্যায়?

বরখা বিস্তের বাড়িতে পার্টি করলেন রিয়া সেন, পরমব্রত চট্টোপাধ্যায়? ছবি: ফেসবুক।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ নভেম্বর ২০২৪ ১৫:২৭
Share
Save

ডিসেম্বরে মুক্তি পাবে তাঁর বহু প্রতীক্ষিত ছবি ‘সন্তান।’ তার আগে নিঃশব্দে প্রথম হিন্দি সিরিজ় ‘পরিণীতা’র কলকাতা অংশের শুটিং শেষ করলেন রাজ চক্রবর্তী। শেষ নভেম্বরের রাত। রাজারহাটের প্রায় জনশূন্য রাস্তা দিয়ে বেগে ছুটে চলেছে নানা ধরনের গাড়ি। দূরের দৃশ্য ঝাপসা কুয়াশার আস্তরণে। এমন পরিবেশে স্থানীয় বহুতলের একটি ঘরে জোটে পরমব্রত চট্টোপাধ্যায়, বরখা বিস্ত, রিয়া সেন, অদিতি পোহানকর, প্রিয়াংশু পেন্যুলি। ঘরের ভিতর থেকে নাচাগানার উদ্দাম উল্লাস! সোমবার এঁদের নিয়ে শেষ পর্বের শুটিং করলেন প্রযোজক-পরিচালক। তার পর কি সকলে মিলে পার্টিতে মাতলেন?

ঘনিষ্ঠ সূত্রের খবর, এঁরা প্রত্যেকে সিরিজ়ে পরমব্রতের অফিসের সহকর্মী। চিত্রনাট্য মেনে বরখার বাড়িতে পার্টি করছিলেন তাঁরা। সেই দৃশ্য ক্যামেরাবন্দি হয়েছে। যদিও পার্টির তোড়জোড় নাকি চলছিল দুপুর তিনটে থেকে! বহুতলের নির্দিষ্ট ফ্ল্যাটটি সাজানো হচ্ছিল পার্টির আবহে। তার পর একে একে রূপটান পর্ব। নায়িকা অদিতি ছাড়া বাকি সকলকে সাজিয়েছেন পাপিয়া চন্দ। পাপিয়া সম্প্রতি ‘বহুরূপী’ ছবিতে শিবপ্রসাদ মুখোপাধ্যায়কে সাজিয়েছিলেন। সে সব মিটিয়ে ক্যামেরা তৈরি হতে হতেই মধ্যরাত। খবর, শুটিং শেষ হয়েছে মঙ্গলবার ভোরে। এ-ও জানা গিয়েছে, সিরিজ়ে বরখাকে ভারতীয় এবং পাশ্চাত্য পোশাকে দেখা যাবে। রিয়া মূলত সেজেছেন পাশ্চাত্য সাজে। রোশনিকে ‘টাইম লিপ’-এ দেখা যাবে। ফলে, তাঁকে একাধিক সাজে দেখা যেতে পারে। ২ ডিসেম্বর সদলবলে রাজ পৌঁছে যাবেন দার্জিলিং। সেখানে ৬ ডিসেম্বর পর্যন্ত নাকি চলবে শুটিং। সেই পর্ব মিটলেই হিন্দি ‘পরিণীতা’র শুটিং পর্ব শেষ।

রবিবার থেকে ছুটি ছুটি আমেজ রাজের দলে। এ দিনের শুটিংয়ে ছিলেন রোশনি ভট্টাচার্যও। ওই দিন তাঁর শেষ শুটিং ছিল। জানা গিয়েছে তিনিও সিরিজ়ের নায়ক ‘বাবাইদা’ ওরফে পরমব্রতের অফিসকর্মী। বাংলা ছবি ‘পরিণীতা’র সঙ্গে হিন্দি সিরিজ়ের বিস্তর ফারাক। তাই গল্পেও এই বদল। রবিবার রাজ শুটিং করেন সুকিয়া স্ট্রিটের আশুতোষ শীল লেনে, স্থানীয় একটি স্কুলে। শুটিং শেষে রাজের বাড়িতে পুরো দলের নিমন্ত্রণ ছিল। পোলাও, পাঁঠার মাংস, রকমারি মাছ, চাটনি, মিষ্টি— এলাহি আয়োজন।

বাংলা ছবিতে রাজের পরিচালনায় নায়িকা ‘মেহুল’-এর ভূমিকায় অভিনয় করেছিলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। হিন্দি সিরিজ়ে শুভশ্রীর জুতোয় পা গলিয়েছেন অদিতি পোহনকর। হিন্দি সিরিজ় নিয়ে যদিও মুখ খুলছেন না রাজ-শুভশ্রী কেউই। তবে জানা গিয়েছে, অদিতি তাঁর অভিনীত চরিত্রটি করায় তিনি খুশি। কারণ, অদিতির হাত ধরে জাতীয় স্তরে পৌঁছে যাচ্ছে ‘মেহুল’।

Raj C Parambrata Chatterjee riya sen Barkha Bisht Sengupta Aaditi Pohankar Priyanshu Painyuli

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy

{-- Slick slider script --}}