মঞ্চে দাঁড়িয়ে মুসলিম বন্ধুর উদ্দেশে কী বললেন রাফতার?
“অনুষ্ঠান শুরু করার আগে কিছু কথা বলতে চাই আমি। জানিনা, যা বলতে চলেছি তা বলার পর আমার নিজের কেরিয়ারের কী হবে। তবে আরশাদ (পাশে দাঁড়ানো ব্যক্তি) এতটাই আমাকে আগলে রাখে যে কারও সাধ্য নেই আমার ক্ষতি করে। তাই যদি কেউ ওকে ওর দেশ (ভারত) ছেড়ে চলে যেতে বলে, আরশাদকে রক্ষা করতে আমি বুলেট নিতেও রাজি...।’’
উপরের কথাগুলো জনপ্রিয় গায়ক রাফতারের। সম্প্রতি এক অনুষ্ঠানে এসে মঞ্চে উঠে ঠিক এই কথাগুলোই বলেন তিনি। রাফতার আরও যোগ করেন, “হিন্দু, শিখ, খ্রিস্টান, মুসলিম...সবাই এক। এদের মধ্যে কাউকে আমার দেশ থেকে বের করে দেওয়া হবে, তা আমি কিছুতেই হতে দেব না।”
সোশ্যাল মিডিয়ায় কিছুই চাপা থাকেনা। তাই রাফতারের সেই কথাগুলিও ভিডিয়ো আকারে ছড়িয়ে পড়তে থাকে সোশ্যাল মিডিয়ায়। অধিকাংশ নেটিজেনতাঁর তারিফ করেছেন। নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে এখনও পর্যন্ত বলিউডের তিন খান চুপ থাকলেও প্রতিবাদে সোচ্চার হয়েছে সুহাসিনী মুলে, আয়ুষ্মান খুরানা, অনুরাগ কাশ্যপ-সহ বেশ কিছু সেলিব্রিটি। এবার সেই লিস্টে যোগ হল রাফতারের নাম।
আরও পড়ুন-মালাইকার সঙ্গে বিচ্ছেদ, সন্তানের দায়িত্ব...মুখ খুললেন আরবাজ খান
আরও পড়ুন-বলিউডের এক বিখ্যাত নায়কের কথায় বাবা-মায়ের দেওয়া নামই বদলে ফেলেছিলেন ‘কবীর সিং’-এর এই নায়িকা!
দেখুন রাফতারের সেই ভিডিয়ো
It takes guts to say what you have said @raftaarmusic, that too, in front of such a huge crowd with people of different ideologies. This is how stars can use their privilege, power and reach to stand for what's right. Thank you.
— V (@ivivek_nambiar) December 24, 2019
PS: Needn't have abused, but I get it. Cut it. pic.twitter.com/wSHH2rzVYb
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy