আর মাধবন
র্যাঞ্চোর পর এ বার পালা ফারহানের। গত বুধবার আমির খানের করোনায় আক্রান্ত হওয়ার খবর সামনে আসে। ২৪ ঘণ্টার মধ্যেই অভিনেতা আর মাধবন জানালেন, করোনাভাইরাসে আক্রান্ত তিনিও।
অসুস্থ হয়েও নিজেকে নিয়ে চিন্তিত নন মাধবন। কিছুটা মজার মোড়কেই আক্রান্ত হওয়ার খবর জানিয়েছেন তিনি। টেনে এনেছেন ‘থ্রি ইডিয়টস’-এর প্রসঙ্গ। রাজকুমার হিরানি পরিচালিত ছবির পোস্টার নেটমাধ্যমে দিয়েছেন অভিনেতা। তবে বাদ দিয়েছেন ‘রাজু রস্তোগি’ অর্থাৎ শরমন জোশীকে। পোস্টারটি দিয়ে মাধবন লিখেছেন, “র্যাঞ্চোকে ফারহান অনুসরণ করবেই এবং ভাইরাস সব সময় আমাদের পিছনে দৌড়েছে। কিন্তু এ বার সে আমাদের ধরে ফেলেছে। তবে সব ঠিক আছে। করোনাও খুব তাড়াতাড়ি চলে যাবে। কিন্তু এই জায়গায় আমরা রাজুকে চাই না। আপনাদের ভালবাসার জন্য ধন্যবাদ। আমি সুস্থ হচ্ছি’।
২০০৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘থ্রি ইডিয়টস’-এ র্যাঞ্চো, ফারহান, রাজু, এই ত্রয়ী আজও তাজা দর্শকের মনে। র্যাঞ্চোর ভূমিকায় অভিনয় করেছিলেন আমির, ফারহানের ভূমিকায় মাধবন এবং শরমন হয়েছিলেন রাজু। কলেজে সব সময় একসঙ্গে থাকা এই ৩ বন্ধুর চরিত্রে অভিনয় করা ২ জন এখন করোনার কবলে। শরমনকে তাই এখানে সঙ্গী হিসেবে চাইছেন না মাধবন। এ দিকে মজা করেই করোনার সঙ্গে তুলনা করেছেন ছবিতে তাঁদের নাজেহাল করে তোলা অধ্যাপক ‘ভাইরাস’কে। বোমান ইরানি অভিনয় করেছিলেন ‘ভাইরাস’-এর ভূমিকায়।
Farhan HAS to follow Rancho and Virus has always been after us BUT this time he bloody caught up. BUT-ALL IS WELL and the Covid will be in the Well soon. Though this is one place we don’t want Raju in. Thank you for all the love I am recuperating well. pic.twitter.com/xRWAeiPxP4
— Ranganathan Madhavan (@ActorMadhavan) March 25, 2021
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy