Advertisement
০৫ নভেম্বর ২০২৪
PVR

PVR: ছবির জন্য নাম বদলাচ্ছে পিভিআর! রাজামৌলির ‘আরআরআর’-এর অভিনব প্রচার

 দেশের ৭০টি শহরে প্রেক্ষাগৃহ সংস্থাকে ডাকা হবে এই নামেই। ছবির নির্মাতাদের পক্ষ থেকে জানানো হয়েছে, এই প্রথম একটি ছবির জন্য কোনও সংস্থা তাঁর নাম পরিবর্তন করল।

এক ধাপ এগিয়ে নিজেদের লোগোও বদলে ফেলেছে পিভিআর।

এক ধাপ এগিয়ে নিজেদের লোগোও বদলে ফেলেছে পিভিআর।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ২৯ অক্টোবর ২০২১ ২১:১০
Share: Save:

পিভিআর-এর সঙ্গে হাত মেলালেন দক্ষিণী পরিচালক এস এস রাজামৌলি। তাঁর নতুন ছবি ‘আরআরআর’-এর প্রচারের দায়িত্ব নিল এই প্রেক্ষাগৃহ সংস্থা। সারা দেশ জুড়ে পিভিআরের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই ছবি।

এখানেই থেমে নেই প্রচার পর্ব। আরও এক ধাপ এগিয়ে নিজেদের লোগোও বদলে ফেলেছে পিভিআর। রাজামৌলির ছবি ‘আরআরআর’-এর সঙ্গে মিলিয়ে নিজেদের নাম রাখল ‘পিভিআরআরআর’। দেশের ৭০টি শহরে প্রেক্ষাগৃহ সংস্থাকে ডাকা হবে এই নামেই। ছবির নির্মাতাদের পক্ষ থেকে জানানো হয়েছে, এই প্রথম একটি ছবির জন্য কোনও সংস্থা তাঁর নাম পরিবর্তন করল।

আরও পড়ুন:

রাজামৌলির এই ছবিতে অভিনয় করবেন আলিয়া ভট্ট। দক্ষিণী অভিনেতা জুনিয়র এনটিআর এবং রাম চরণ। শোনা যাচ্ছে, অজয় দেবগণকেও দেখা যেতে পারে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে।

অন্য বিষয়গুলি:

PVR RRR Bollywood
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE