Advertisement
২২ জানুয়ারি ২০২৫
Sandipta Sen

Tollywood: আউটডোর শ্যুটে সরকারি ছাড়, হাঁফ ছাড়ল টলিপাড়া, কোভিড বিধি মেনে কাজের আশ্বাস

করোনা পরিস্থিতিতে এত দিন শ্যুটের ক্ষেত্রে নানা ধরনের বিধিনিষেধ ছিল। স্টুডিয়োতেও কাজ করতে হচ্ছিল নানা কড়াকড়ির মধ্যে।

খুশি টলিপাড়ার শিল্পীরা।

খুশি টলিপাড়ার শিল্পীরা।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৯ অক্টোবর ২০২১ ১৮:০৭
Share: Save:

কাজের ক্ষেত্রে আরও একটু বেশি ছাড় পাওয়া গেল টলিউডে। ৩১ অক্টোবর থেকে আউটডোর শ্যুটিং শুরু করার অনুমতি দিল রাজ্য সরকার। আগামী এক মাসের জন্য কার্যকর হচ্ছে এই সিদ্ধান্ত। করোনা পরিস্থিতিতে এত দিন শ্যুটের ক্ষেত্রে নানা ধরনের বিধিনিষেধ ছিল। স্টুডিয়োতেও কাজ করতে হচ্ছিল নানা কড়াকড়ির মধ্যে। কিন্তু এ বার ফ্লোরের বাইরে গিয়ে কাজ করতে পারবেন শিল্পীরা। প্রশাসনের অনুমতি পাওয়ার ক্ষেত্রে আর কোনও অসুবিধার সম্মুখীন হতে হবে না।

খবর শুনে উচ্ছ্বসিত ধারাবাহিক ‘শ্রীময়ী’র অভিনেতা সপ্তর্ষি মৌলিক। আনন্দবাজার অনলাইনকে ‘ডিঙ্কা’ বললেন, “আমরা অনেকেই টিকা নিয়েছি। বাকি সচেতনতার দায়িত্ব এ বার আমাদের উপর বর্তায়। পুজোতেও অনেকে বেরিয়েছিলেন। সেটা ভাল কথা। কাজের ক্ষেত্রেও তাই আর কোনও অসুবিধা হওয়ার কথা নয়।” সপ্তর্ষি মনে করছেন, এই সিদ্ধান্তের ফলে কাজের পরিসর আরও একটু বেড়ে যাবে। ফলে দর্শকদের একঘেয়েমিও কিছুটা কাটবে বলে আশাবাদী তিনি।

সপ্তর্ষির সুরেই সুর মিলিয়েছেন ‘খড়কুটো’-র রূপাঞ্জন ওরফে রাজা গোস্বামী। তাঁরও বক্তব্য, “স্টুডিওর ভিতরে বাইরের দৃশ্য শ্যুট করলে তা বিশ্বাসযোগ্য হয় না। আউটডোর শ্যুটের অনুমতি মেলার পর এ বার সেই সমস্যা দূর হবে। আর বাইরের দৃশ্য সব সময়েই দর্শকদের পছন্দের।”

নিশ্চিন্ত সন্দীপ্তাও। “আমি বাবা খুব খুশি,” বললেন পর্দার ‘দুর্গা’।

আউটডোর শ্যুটে ছাড় নিয়ে কী বলছে প্রযোজক মহল? প্রযোজক গিল্ডের তরফে শৈবাল বন্দ্যোপাধ্যায় স্বাগত জানিয়েছেন এই সরকারি সিদ্ধান্তকে। তাঁর কথায়, “প্রশাসনের স্বাস্থ্য বিশেষজ্ঞরা নিশ্চিত ভাবে বুঝেশুনেই সিদ্ধান্ত নিয়েছেন। স্কুলও তো খুলছে। আউটডোর শুটিংয়েও নিশ্চয়ই সব দিক বিবেচনা করেই ছাড় দেওয়া হচ্ছে। কোভিড বিধি মেনে সাবধানতা অবলম্বন করেই কাজ হবে। যেমনটা এত দিন ফ্লোরে হচ্ছিল।”

আউটডোর শ্যুটের অনুমতি থাকায় এত দিন ধারাবাহিকের কাহিনি ঘুরপাক খাচ্ছিল মূলত ঘরের অন্দরে বা স্টুডিওর আশপাশেই। এ বার কি তবে ‘বারমুখী’ হবে গল্প? কী ভাবছেন ধারাবাহিকের লেখকরা?
প্রযোজনা সংস্থা ‘ম্যাজিক মোমেন্টস’-এর অন্যতম কর্ণধার, লেখিকা লীনা গঙ্গোপাধ্যায়ের কথায়, “এখনও আমরা সরকারি নির্দেশ হাতে পাইনি। এক্ষুণি আউটডোর শ্যুটের কোনও পরিকল্পনাও নেই। তবে গল্পের প্রয়োজন মতো এ বার নিশ্চিন্তে বাইরে কোথাও শ্যুটিং করা যাবে। অবশ্যই সব রকম সাবধানতা নিয়ে। আমরা খুশি।”

অন্য বিষয়গুলি:

Sandipta Sen Raja Goswami Saptarshi Moulik
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy