ছবি: সংগৃহীত।
যৌথ প্রযোজনার ছবি নবাব এবং বস-টু নিয়ে বাংলাদেশে জটিলতা কাটছেই না। আগে ছবিদুটোর ছাড়পত্র না দেওয়ার দাবিতে বিক্ষোভের পর, এ বার ছাড়পত্রের দাবিতে হল মানববন্ধন। সেই মানববন্ধন থেকে দাবি— সিনেমা হল বাঁচাতে ভাল ছবির বিকল্প নেই। ১২০০ থেকে নেমে এসে এখন সারা দেশে রয়েছে ২৫০টি সিনেমা হল। হল বাঁচাতে এবং হলে দর্শক টানতেই তারা এই ছবিদুটির জন্য পথে নেমেছেন।
এর আগে, যৌথ প্রযোজনার নামে 'প্রতারণা' করা হয়েছে এই অভিযোগে নবাব এবং বস-টু ছবি দুটিকে মুক্তির ছাড়পত্র না দেওয়ার দাবিতে বুধবার দুপুরে চলচ্চিত্র সেন্সর বোর্ড ঘেরাও হয়। ঘেরাও করেছিল বাংলাদেশের চলচ্চিত্র ইন্ডাস্ট্রির ১৪টি সংগঠন নিয়ে গঠিত ‘চলচ্চিত্র পরিবার’। সেই এক সময়েই ছবি দুটির মুক্তির দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করল বাংলাদেশের চলচ্চিত্র প্রযোজক-পরিচালক-শিল্পী-পরিবেশক-প্রদর্শক-বুকিং এজেন্টদের জোট। তাদের দাবি— দর্শকের পছন্দ, স্বাধীনতা ও চাহিদা পূরণে বাধা দেওয়া চলবে না। সিনেমা হল বাঁচলেই সিনেমা বাঁচবে।
আরও পড়ুন
‘বস ২’ ঘিরে ফের জলঘোলা বাংলাদেশে, পথে নামলেন শিল্পীরা
এখানে উপস্থিত ছিলেন বাংলাদেশ চলচ্চিত্রের প্রযোজক, পরিচালক, শিল্পী, পরিবেশক, প্রদর্শক ও বুকিং এজেন্টদের একাংশ। জাজ মাল্টিমিডিয়ার আবদুল আজিজ সংবাদমাধ্যমকে বলেছেন, ‘ইদে নবাব ও বস টু ছবির মুক্তি দিতেই হবে। আর ছবি দুটির মুক্তি নিশ্চিত করতে আমরা শান্তিপূর্ণ মানববন্ধন করছি।’
ভারত ও বাংলাদেশের যৌথ প্রযোজনার ‘বস টু’ ছবিতে অভিনয় করেছেন কলকাতার জিৎ, শুভশ্রী ও ঢাকার নুসরাত ফারিয়া। ‘নবাব’ ছবিতে ঢাকার শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন কোলকাতার শুভশ্রী। এই ছবি দুটো নিয়ে গত কয়েক দিন ধরেই উত্তপ্ত হয়ে আছে ঢাকার ফিল্ম পাড়া।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy