প্রিয়ঙ্কার জন্মও ১৯৮২ সালে। সেটি মাথায় রেখেই স্ত্রীকে এই রেড ওয়াইন উপহার তাঁর।
০৬১২
শাতো মোটওন রোথেশিল্ড অত্যন্ত দুর্লভ রেড ওয়াইন। কাব্যুনে শোভিনোঁ নামে এক কালো আঙুর থেকে এই পানীয় তৈরি করা হয়।
০৭১২
এই ওয়াইনে ৮৫ শতাংশ এই প্রজাতির কালো আঙুরের সঙ্গে আট শতাংশ কাব্যুনে ফ্রাঙ্ক এবং সাত শতাংশ মারলো মেশানো হয়। কাব্যুনে ফ্রাঙ্ক এবং মারলোও দুই বিশেষ ধরনের কালো আঙুর।
০৮১২
এই পানীয়ের রং অন্যান্য রেড ওয়াইনের থেকে অনেক বেশি গাঢ় হয়। এতে অ্যালকোহলের পরিমাণ মাত্র ১২.৫ শতাংশ।
০৯১২
পুদিনা, ব্ল্যাককারেন্ট, বিলবেরি, দারুচিনি এবং কোনও পাকা ফল মেশালে যেমন গন্ধ পাওয়া যায়, এরও গন্ধ অনেকটা সেই রকমই।
১০১২
এই রেড ওয়াইন সচরাচর দোকানে কিনতে পাওয়া যায় না। এটি এতটাই দুর্লভ যে, বিক্রি করতে নিলাম ডাকতে হয়।
১১১২
নিক যে রেড ওয়াইন প্রিয়ঙ্কাকে দিয়েছেন তার দাম কত? ৭৫০ মিলিলিটারের একটি বোতলের দাম ভারতীয় মুদ্রায় অন্তত ১৩ লাখ টাকা।
১২১২
প্রিয়ঙ্কা নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে নিকের পাঠানো উপহারের ছবি ভাগ করে নিয়েছেন অনুরাগীদের সঙ্গে। ছবির ক্যাপশনে নিকের প্রতি ভালবাসাও ব্যক্ত করেছেন তিনি।