প্রিয়ঙ্কা চোপড়া।
কয়েক মাস আগেও #মিটু মুভমেন্টে সরগরম ছিল বলি ইন্ডাস্ট্রি। যৌন হেনস্থার অভিজ্ঞতা নিয়ে প্রথম মুখ খুলেছিলেন তনুশ্রী দত্ত। অভিযোগের আঙুল তুলেছিলেন নানা পটেকরের দিকে। তার পর অনেকেই নিজেদের অভিজ্ঞতা শেয়ার করেছিলেন। এ বার সেই তালিকায় যোগ হল একটি নতুন নাম। প্রিয়ঙ্কা চোপড়া।
সম্প্রতি ‘দ্য উওম্যান ইন ওয়ার্ল্ড সামিট ২০১৯’-এর মঞ্চে দাঁড়িয়ে প্রিয়ঙ্কা বলেন, ‘‘যৌন হেনস্থা মহিলাদের সঙ্গে ঘটবেই। এ যেন নিয়ম। তবে এখন অনেক মহিলা এ নিয়ে কথা বলছেন। ভয় পাচ্ছেন না। সেটাই সাহস দেয়। মনে হয়, আমার সঙ্গেও যদি এ ধরনের কোনও ঘটনা ঘটে, তা হলে আর নিজেকে একা মনে হবে না।’’
#মিটু মুভমেন্টের পর ইন্ডাস্ট্রির অবস্থা কি আদৌ কিছু বদলেছে? একদল মনে করেন, অন্তত কোনও অপকর্ম ঘটানোর আগে একবার হলেও ভাবছেন হেনস্থাকারী। আবার অন্য একটা অংশের মতে, #মিটু মুভমেন্ট কিছুই বদলাতে পারবে না। এত দিন আগের হেনস্থার ঘটনার অভিযোগ এতদিন পরে কেন মহিলারা প্রকাশ্যে বলছেন, তা নিয়ে প্রশ্ন উঠেছে ইন্ডাস্ট্রির অন্দরেই। তবে সব মিলিয়ে যে কোনও পরিস্থিতিতেই হোক, মেয়েদের ভয় না পাওয়ার বার্তা দিয়েছেন প্রিয়ঙ্কা।
আরও পড়ুন, ছোট্ট একটা ভুল! তার জন্য ফের ভাইরাল প্রিয়া
(রণবীর, দীপিকা, প্রিয়ঙ্কা, অনুষ্কা, ক্যাটরিনা -বলি তারকাদের হাঁড়ির খবর আমাদের বিনোদন বিভাগে।)
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy