নয় নয় করেও অনেক দিনই হল হলিউডের দিকে তাক করেছিলেন মেয়ে! শুরুটা করেছিলেন গান দিয়ে। সেই গানের গলায় মুগ্ধ হয়ে সাড়াও দিয়েছিলেন ডাকসাইটে মার্কিন র্যাপার পিটবুল। তার পর দু’জনে মিলে বানিয়ে ফেলেছিলেন আস্ত একখানা গানের অ্যালবাম। এ বার প্রিয়ঙ্কা চোপড়ার জন্য আর একটা সুযোগ এল সেই মার্কিন মুলুক থেকেই। আর গান নয়— একেবারে অভিনয়। তা-ও আবার মুখ্য চরিত্রে। মার্কিন বিনোদনের সেরা ঠিকানা ‘আমেরিকান ব্রডকাস্টিং কম্পানি’-র তরফে!
ব্যাপারটা হল, ‘আমেরিকান ব্রডকাস্টিং কম্পানি’ ওরফে এবিসি একটা জমজমাট ধারাবাহিক আনতে চলেছে তাদের দর্শকের জন্য। ধারাবাহিকের নাম ‘কোয়ান্তিকো’। এই ‘কোয়ান্তিকো’ হল আদতে এক এফবিআই অ্যাকাডেমি। সব কিছুই ঠিকঠাক ছিল ‘কোয়ান্তিকো’-য়। তবে বেশি দিন আর রইল না! জানা গেল, এক গোপন হামলার মূলে আছে অ্যাকাডেমিরই এক এজেন্ট। তার নাম অ্যালেক্স প্যারিস। এ বার প্যারিস কী করে নির্দোষ সাব্যস্ত করে নিজেকে? সেটা জানতে হলে আর প্রিয়ঙ্কার অভিনয় দেখতে গেলে চোখ রাখতে হবে টিভি-র পর্দায়। এই প্যারিস আর কেউ নন, খোদ প্রিয়ঙ্কাই!
স্বাভাবিক ভাবেই ব্যাপারটা নিয়ে রীতিমতো উত্তেজিত হয়ে আছেন মেয়ে। বলছেন, “ওয়াও! এখন কেবল শ্যুটিংয়েই মজে আছি!”
তা, নায়িকা যা-ই বলুন না কেন, নিন্দুকেরা তো পাঁচ-সাত বলতে ছাড়ছেন না। এর মধ্যেই শুরুও হয়ে গিয়েছে ফিসফিস— সিরিয়াল! টিভি! বলিউডের বাকিরা অভিনয় করছে হলিউডের ছবিতে আর প্রিয়ঙ্কা কি না... তা হলে কি বলিউডে কাজ কম পড়িয়াছে?
যে যা-ই বলুন, প্রিয়ঙ্কা কিন্তু কোনও কিছুই লুকোচ্ছেন না। সাফ সাফ বলছেন, “আমার কাছে এবিসি-র তরফে যে প্রস্তাবগুলো আসার কথা ছিল, তার মধ্যে ‘কোয়ান্তিকো’-ই প্রথম। আমার ধারাবাহিকটার বিষয় পছন্দ হয় আর প্রস্তাবটা আমি লুফে নিই।” ব্যস্, এই-ই তো!
তা ছাড়া আর একটা ব্যাপারও কিন্তু ভেবে দেখার আছে। হলিউড ভারতীয় অভিনেতাদের স্টারডম ব্যবহার করে বটে, কিন্তু মুখ্য চরিত্রে কাজ কি দেয়? অনিল কপূরকে তো মাত্র মিনিটখানেক দেখা গিয়েছিল ‘মিশন ইমপসিবল’ সিরিজে। অমিতাভ বচ্চনও ‘দ্য গ্রেট গ্যাটসবাই’ ছবিতে পেয়েছিলেন গেস্ট অ্যাপিয়ারেন্স। সে তুলনায় বহু বচ্চনের কপাল সামান্য ভাল, তবু হলিউডে ডাকসাইটে কোনও হাউজ থেকে কাজের প্রস্তাব কি পেয়েছিলেন ঐশ্বর্যা?
ভেবে দেখলে সেই দিক থেকে বুদ্ধিমতীর মতোই কাজ করেছেন প্রিয়ঙ্কা। রোজ মার্কিন মুলুক তাঁকে দেখতে পাবে টিভির পর্দায়, ধীরে-সুস্থে সব মার্কিন জনতার ঘরেও ঢুকেও পড়বেন মেয়ে! তার পর মনে ঢুকতে আর কত ক্ষণ?
আর কে বলেছে বলিউডে কাজ কমে আসছে নায়িকার? জোয়া আখতারের ‘দিল ধড়কনে দো’ মুক্তি পাবে শিগগিরি! তার পরেই সঞ্জয় লীলা বনশালীর ‘বাজিরাও মস্তানি’-তে কাশীবাঈ অবতারে দেখা দেবেন প্রিয়ঙ্কা। লাইন দিয়ে ছবি আছে আরও! আপাতত তা হলে কী?
শুধুই ‘কোয়ান্তিকো’! এর মধ্যেই প্রিয়ঙ্কাকে ফোকাস করে ধারাবাহিকের ট্রেলর দেখাতে শুরু করে দিয়েছে এবিসি। মুক্তি পেয়েছে ধারাবাহিকের পোস্টারও। নায়িকার এ নিয়ে বক্তব্য?
“এই যে, ‘কোয়ান্তিকো’-র ট্রেলর এসে গিয়েছে! কী বলি বলুন তো! খুউউব নারভাস লাগছে”, টুইট করে জানিয়েছেন মেয়ে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy