Advertisement
১৯ ডিসেম্বর ২০২৪
bollywood

বিশাল প্রাসাদ, প্রচুর বিলাসী গাড়ি... নিক-প্রিয়ঙ্কার সম্পত্তির পরিমাণ চোখ কপালে তুলবে

এর পর আর পিছনে ফিরে তাকাতে হয়নি প্রিয়ঙ্কাকে। কেরিয়ারের প্রথম থেকেই সঠিক চিত্রনাট্য নির্বাচন এগিয়ে যেতে সাহায্য করেছে তাঁকে।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২১ অগস্ট ২০২০ ১৪:০৫
Share: Save:
০১ ১২
অভিনয় প্রতিভার জোরে দেশের পাশাপাশি বিদেশের দর্শকদেরও মন জয় করেছেন প্রিয়ঙ্কা চোপড়া। বহিরাগত হয়েও বলিউডের এক নম্বর নায়িকা হওয়া থেকে তাঁকে আটকানো যায়নি।

অভিনয় প্রতিভার জোরে দেশের পাশাপাশি বিদেশের দর্শকদেরও মন জয় করেছেন প্রিয়ঙ্কা চোপড়া। বহিরাগত হয়েও বলিউডের এক নম্বর নায়িকা হওয়া থেকে তাঁকে আটকানো যায়নি।

০২ ১২
প্রিয়ঙ্কার জন্ম ১৯৮২-র ১৮ জুলাই। তাঁর বাবা ছিলেন ভারতীয় সেনাবাহিনীর অধিকারিক। বাবার কর্মসূত্রে দেশের বিভিন্ন শহরে কেটেছে প্রিয়ঙ্কার শৈশব। চণ্ডীগড়, পুণে, দিল্লি, অম্বালা, লখনউ, বরেলী-সহ দেশের নানা শহরের স্কুলে পড়াশোনা করেছেন প্রিয়ঙ্কা।

প্রিয়ঙ্কার জন্ম ১৯৮২-র ১৮ জুলাই। তাঁর বাবা ছিলেন ভারতীয় সেনাবাহিনীর অধিকারিক। বাবার কর্মসূত্রে দেশের বিভিন্ন শহরে কেটেছে প্রিয়ঙ্কার শৈশব। চণ্ডীগড়, পুণে, দিল্লি, অম্বালা, লখনউ, বরেলী-সহ দেশের নানা শহরের স্কুলে পড়াশোনা করেছেন প্রিয়ঙ্কা।

০৩ ১২
পরে ১৩ বছর বয়সে তিনি পাড়ি দেন আমেরিকায়। দেশে ফিরে মাত্র ১৮ বছর বয়সে তিনি ভারত-সুন্দরীর তকমা পান। জয়ী হন মিস ওয়ার্ল্ডের মঞ্চেও।

পরে ১৩ বছর বয়সে তিনি পাড়ি দেন আমেরিকায়। দেশে ফিরে মাত্র ১৮ বছর বয়সে তিনি ভারত-সুন্দরীর তকমা পান। জয়ী হন মিস ওয়ার্ল্ডের মঞ্চেও।

০৪ ১২
বলিউডে নায়িকা হিসেবে আত্মপ্রকাশ ‘হিরো: লভ স্টোরি অব এ স্পাই’ ছবিতে। এর পর ‘অন্দাজ’ এবং ‘মুঝসে শাদি করোগি’ ছবিতেও অভিনয় করেন তিনি। ‘এতরাজ’ ছবি থেকে তিনি নজর কাড়েন নায়িকা হিসেবে।

বলিউডে নায়িকা হিসেবে আত্মপ্রকাশ ‘হিরো: লভ স্টোরি অব এ স্পাই’ ছবিতে। এর পর ‘অন্দাজ’ এবং ‘মুঝসে শাদি করোগি’ ছবিতেও অভিনয় করেন তিনি। ‘এতরাজ’ ছবি থেকে তিনি নজর কাড়েন নায়িকা হিসেবে।

০৫ ১২
এর পর আর পিছনে ফিরে তাকাতে হয়নি প্রিয়ঙ্কাকে। কেরিয়ারের প্রথম থেকেই সঠিক চিত্রনাট্য নির্বাচন এগিয়ে যেতে সাহায্য করেছে তাঁকে। ‘কৃষ’, ‘ডন’, ‘ব্লাফমাস্টার’, ‘ফ্যাশন’-এর মতো ছবিতে অভিনয় একের পর এক সাফল্য এনে দিয়েছে তাঁকে।

এর পর আর পিছনে ফিরে তাকাতে হয়নি প্রিয়ঙ্কাকে। কেরিয়ারের প্রথম থেকেই সঠিক চিত্রনাট্য নির্বাচন এগিয়ে যেতে সাহায্য করেছে তাঁকে। ‘কৃষ’, ‘ডন’, ‘ব্লাফমাস্টার’, ‘ফ্যাশন’-এর মতো ছবিতে অভিনয় একের পর এক সাফল্য এনে দিয়েছে তাঁকে।

০৬ ১২
‘দোস্তানা’, ‘বরফি’, ‘কামিনে’, ‘বাজিরাও মস্তানি’, ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’ তাঁর ফিল্মোগ্রাফিতে উল্লেখযোগ্য নাম। প্রায় ১৬ বছর ইন্ডাস্ট্রিতে কাটিয়ে এখন তাঁর ছবি পিছু পারিশ্রমিক ১২ কোটি টাকা বলে শোনা যায়।

‘দোস্তানা’, ‘বরফি’, ‘কামিনে’, ‘বাজিরাও মস্তানি’, ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’ তাঁর ফিল্মোগ্রাফিতে উল্লেখযোগ্য নাম। প্রায় ১৬ বছর ইন্ডাস্ট্রিতে কাটিয়ে এখন তাঁর ছবি পিছু পারিশ্রমিক ১২ কোটি টাকা বলে শোনা যায়।

০৭ ১২
প্রথম সারির নায়িকা হওয়ার পাশাপাশি প্রিয়ঙ্কা এক জন প্রযোজকও। দীর্ঘ প্রেমপর্বের পরে ২০১৮ সালে তিনি বিয়ে করেছেন মার্কিন সঙ্গীতশিল্পী-অভিনেতা নিক জোনাসকে।

প্রথম সারির নায়িকা হওয়ার পাশাপাশি প্রিয়ঙ্কা এক জন প্রযোজকও। দীর্ঘ প্রেমপর্বের পরে ২০১৮ সালে তিনি বিয়ে করেছেন মার্কিন সঙ্গীতশিল্পী-অভিনেতা নিক জোনাসকে।

০৮ ১২
সম্প্রতি লস অ্যাঞ্জেলসে জোনাস দম্পতি একটি প্রাসাদের মতো বিলাসী বাড়ি কিনেছেন। গুঞ্জন, ভারতীয় মুদ্রায় বাড়িটির দাম প্রায় ১৪৪ কোটি টাকা।

সম্প্রতি লস অ্যাঞ্জেলসে জোনাস দম্পতি একটি প্রাসাদের মতো বিলাসী বাড়ি কিনেছেন। গুঞ্জন, ভারতীয় মুদ্রায় বাড়িটির দাম প্রায় ১৪৪ কোটি টাকা।

০৯ ১২
সাতটি শয়নকক্ষ এবং ১১টি বাথরুম-সহ তাঁদের বাড়িতে মজুত আধুনিক ও বিলাসী জীবনযাত্রার সব উপকরণ। বাড়িতে বসেই দেখা যায় মনোরম প্রাকৃতিক দৃশ্য।

সাতটি শয়নকক্ষ এবং ১১টি বাথরুম-সহ তাঁদের বাড়িতে মজুত আধুনিক ও বিলাসী জীবনযাত্রার সব উপকরণ। বাড়িতে বসেই দেখা যায় মনোরম প্রাকৃতিক দৃশ্য।

১০ ১২
মুভি থিয়েটার, জিমন্যাসিয়াম, বার, ইন্ডোর বাস্কেটবল কোর্ট এবং সুইমিং পুল দিয়ে সাজানো নিক-প্রিয়ঙ্কার নতুন বাড়ি। এ ছাড়াও একাধিক বিলাসবহুল গাড়ি আছে তাঁদের বাহন-তালিকায়।

মুভি থিয়েটার, জিমন্যাসিয়াম, বার, ইন্ডোর বাস্কেটবল কোর্ট এবং সুইমিং পুল দিয়ে সাজানো নিক-প্রিয়ঙ্কার নতুন বাড়ি। এ ছাড়াও একাধিক বিলাসবহুল গাড়ি আছে তাঁদের বাহন-তালিকায়।

১১ ১২
প্রিয়ঙ্কাকে একটি ‘মার্সিডিজ মেব্যাক’ উপহার দিয়েছেন নিক। এ ছাড়াও প্রিয়ঙ্কার আছে পাঁচ কোটি টাকা মূল্যের ‘রোলস রয়েস গোস্ট’, ‘বিএমডব্লু ফাইভ সিরিজ’, ‘মার্সিডিজ এস ক্লাস’, ‘অডি কিউ সেভেন’, ‘১৯৬৪ থান্ডারবার্ড’, ‘১৯৬৮ ফোর্ড মাস্ট্যাং’, ‘শেভ্রোলে কামারো’, ‘কর্মা ফিস্কার’ এবং ‘ডজ চ্যালেঞ্জার আর টি’ দাঁড়িয়ে থাকে তাঁদের গাড়িশালে।

প্রিয়ঙ্কাকে একটি ‘মার্সিডিজ মেব্যাক’ উপহার দিয়েছেন নিক। এ ছাড়াও প্রিয়ঙ্কার আছে পাঁচ কোটি টাকা মূল্যের ‘রোলস রয়েস গোস্ট’, ‘বিএমডব্লু ফাইভ সিরিজ’, ‘মার্সিডিজ এস ক্লাস’, ‘অডি কিউ সেভেন’, ‘১৯৬৪ থান্ডারবার্ড’, ‘১৯৬৮ ফোর্ড মাস্ট্যাং’, ‘শেভ্রোলে কামারো’, ‘কর্মা ফিস্কার’ এবং ‘ডজ চ্যালেঞ্জার আর টি’ দাঁড়িয়ে থাকে তাঁদের গাড়িশালে।

১২ ১২
বিশ্বের তারকা মানচিত্রে নিক জোনাস ও প্রিয়ঙ্কা চোপড়া এখন পাওয়ার কাপলদের মধ্যে অন্যতম। শোনা যায়, তাঁদের যৌথ সম্পত্তির পরিমাণ নাকি ভারতীয় মুদ্রায় ৭৩৪ কোটি টাকা।

বিশ্বের তারকা মানচিত্রে নিক জোনাস ও প্রিয়ঙ্কা চোপড়া এখন পাওয়ার কাপলদের মধ্যে অন্যতম। শোনা যায়, তাঁদের যৌথ সম্পত্তির পরিমাণ নাকি ভারতীয় মুদ্রায় ৭৩৪ কোটি টাকা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy