আগামী ২৮ এপ্রিল ২০১৭ মুক্তি পাবে ‘বাহুবলী ২’ বা ‘বাহুবলী: দ্য কনক্লুশন’। মুক্তির আগেই প্রি-রিলিজ ডিল থেকে ‘বাহুবলী ২’-এর আয় হয়েছে ৩৫০ কোটি টাকা। এখন ছবির ক্লাইম্যাক্স পর্বের কিছু অ্যাকশন দৃশ্যের শুটিং নিয়ে ব্যস্ত পরিচালক এসএস রাজামৌলি। তাই ‘বাহুবলী’র গোটা ইউনিট এবং ‘বাহুবলী ২’-এর জন্য মুখিয়ে থাকা অসংখ্য দর্শক— সবারই এখন উন্মাদনা তুঙ্গে। সকলেই এখন ছবিটির মুক্তির জন্য অপেক্ষা করছে। তবে এত উন্মাদনার মধ্যেও নিজেকে আরও নিখুঁত করে তোলার জন্য দিনের পর দিন কঠোর পরিশ্রম করে চলেছেন ছবির নায়ক প্রভাস। দিনের ২৪ ঘণ্টার মধ্যে ১৬ ঘণ্টাই জিমে ওয়ার্ক-আউট করে চলেছেন! আর যে দিন শুটিং থাকে সে দিনও শুটিং আর ওয়ার্ক-আউট মিলিয়ে ১৬ ঘণ্টাই ব্যাস্ত থাকছেন তিনি। জিমে এতটা সময় কেন দিচ্ছেন প্রভাস! শোনা যাচ্ছে, ‘বাহুবলী’র জন্য প্রায় ২০ কেজি ওজন বাড়িয়েছিলেন ছবির নায়ক। ‘বাহুবলী ২’-এ অনেক বেশি অ্যাকশন দৃশ্যে দেখা যাবে তাঁকে। শরীরের এই বাড়তি ওজনের জন্য যাতে কোনও ভাবেই সমস্যায় পড়তে না হয় তাই দিনে এত ঘাম ঝড়িয়ে চলেছেন প্রভাস।
জিমে ওয়ার্ক-আউটের ফাঁকে। ছবি: টুইটার।
‘বাহুবলী’ এবং প্রভাসের ব্যাপারে বেশ কৌতুহলী হলিউডের অ্যাকশন হিরো, মার্শাল আর্ট স্পেশালিস্ট জ্যাকি চ্যানও। তার উপর প্রভাসের ১৬ ঘণ্টা ওয়ার্ক-আউটের খবরে তাঁর কৌতুহল আরও বেড়েছে। ‘বাহুবলী’ বেশ ভাল ব্যবসা করেছিল চিনেও। জানা গিয়েছে, চিনের মানুষ রীতিমতো মুগ্ধ হয়েছেন প্রভাসের শারীরিক সৌষ্ঠব আর অ্যাকশনে তাঁর সাচ্ছন্দে। সব মিলিয়ে ‘বাহুবলী ২’ নিয়ে উন্মাদনার পারদ ক্রমশই চড়ছে।
আরও পড়ুন...
লাল স্বস্তিকার প্রিয় রং, কেন জানেন?
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy