‘সাহো’তে অ্যাকশন হিরোর ভূমিকায় অচেনা প্রভাস।
ইতিহাসের ময়দান ছে়ড়ে এ বার ভবিষ্যতের যোদ্ধা। ঘোড়ার পিঠে ভারী অস্ত্র-বর্মে ঢাকা যোদ্ধা নন। বরং এ বার তাঁর হাতিয়ার অত্যাধুনিক ফ্লাইং স্যুট। আকাশে গা ভাসিয়ে লড়াই করে বেড়ান তিনি। গত শুক্রবারই মুক্তি পেল ‘বাহুবলী’ প্রভাসের নয়া ফিল্ম ‘সাহো’-র টিজার। ঠিক ‘বাহুবলী ২: দ্য কনক্লুশন’-এর আগে। একই সিনেমা হলে। তাতেই এক্কেবারে নয়া লুকে হাজির প্রভাস।
কাঁধ ছাপানো চুল বা একমুখ দাড়িতে নয়। বরং ছোট করে ছাঁটা চুল আর কেয়ারলেস আনশেভেন লুকে প্রভাসের চোখেমুখে বেশ একটা প্রতিশোধ নেওয়ার ভঙ্গি। ‘সাহো’তে ফিউচারিস্টিক অ্যাকশন হিরোর ভূমিকায় তিনি। গত কাল একই পর্দায় দর্শকদের সামনে ভেসে উঠলেন দুই চেহারার প্রভাস। ‘বাহুবলী’র যোদ্ধা থেকে ‘সাহো’র ফ্লাইং স্যুট পরা অ্যাকশন হিরো। প্রভাস জানিয়েছেন, ‘বাহুবলী’-র দুই পর্বের শুটিংয়ের জন্য পাঁচ বছর সময় দিয়েছেন। এস এস রাজামৌলির ‘বাহুবলী ২: দ্য কনক্লুশন’ রিলিজের পরই তাঁর পরবর্তী ফিল্মে একেবারে অন্য চেহারায় আসছেন তিনি। গত পাঁচ বছরের যত্নে বেড়ে ওঠা চেনা চেহারার প্রভাসকে সেখানে আর খুঁজে পাওয়া যাবে না বলেও দাবি করেছেন নায়ক।
‘বাহুবলী’তে চেনা প্রভাস।
‘সাহো’-র পরিচালক সুজিত জানিয়েছেন, ১৫০ কোটি টাকা বাজেটের এই ফিল্ম তৈরি হচ্ছে তিনটি ভাষায়— তামিল, তেলুগু ও হিন্দিতে। আর অ্যাকশনে ভরপুর এই ফিল্মের জন্য হলিউড থেকে উড়িয়ে আনা হয়েছে বিখ্যাত স্টান্ট কোরিওগ্রাফার কেনি বেট্সকে। সুজিত বলেন, “এই ফিল্মের অ্যাকশন দৃশ্যগুলির দায়িত্বে রয়েছেন কেনি। ‘ডাই হার্ড’ বা ‘ট্রান্সফর্মার’-এর মতো অ্যাকশন ফিল্মের স্টান্ট কোরিওগ্রাফার হিসাবে যাঁর সুখ্যাতি রয়েছে। আবু ধাবি-সহ ইউরোপে শুটিংয়ের লোকেশনও ঠিক হয়ে গিয়েছে।”
ফিল্মে যে চেনাছকের অ্যাকশন থাকছে তা কিন্তু নয়। সুজিতের দাবি, ‘সাহো’র অ্যাকশন দৃশ্যে বেশ কয়েকটি চমক অপেক্ষা করছে দর্শকদের জন্য। সেগুলি কী? তা অবশ্য এখনও খোলসা করেননি তিনি। তবে আগামী মাস থেকেই যে পুরোদমে ফিল্মের শুটিং শুরু হবে তা জানিয়েছেন সুজিত। আগামী বছরেই ‘সাহো’ রিলিজের কথা ভাবছেন প্রযোজকেরা।
এক ঝলকে দেখা নেওয়া যাক ‘সাহো’র টিজার
ছবি: সংগৃহীত।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy