শুক্রবার রথযাত্রায় বালিগঞ্জ ইস্কন মন্দিরের রথ টানতে দেখা গেল তাঁকে। ছবি: পিটিআই
তিনি ধর্মীয় ভেদাভেদ মানেন না, আবারও বার্তা দিলেন নুসরত জাহান। শুক্রবার রথযাত্রায় বালিগঞ্জ ইস্কন মন্দিরের রথ টানতে দেখা গেল তাঁকে। দেশজুড়ে যখন ধর্মীয় ভেদে উত্তপ্ত পরিবেশ তখনই আবারও সর্বধর্মসমন্বয়ের নজির গড়লেন সাংসদ-তারকা। এ দিন তাঁর সঙ্গে রথ টানতে দেখা গিয়েছে শাসকদলের বিধায়ক-অভিনেতা-প্রযোজক সোহম চক্রবর্তীকেও।
পেলব গেরুয়া রঙের সালোয়ার-কামিজে নিজেকে সাজিয়েছেন নায়িকা। রথ টানার পাশাপাশি ফুল ছড়াতেও দেখা গিয়েছে তাঁকে। সোহমের পরনে সাদা পাজামা-পাঞ্জাবি। তিনি গঙ্গাজল ছিটিয়ে শুদ্ধ করেছেন দেবতার চলার পথ। জগন্নাথদেবের রথযাত্রায় নামসংকীর্তনে যোগ দিয়েছেন সংস্থার সাধকেরা। এর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও রথ টানতে দেখা গিয়েছে তাঁকে।
বরাবর হিন্দু ধর্মের যাবতীয় অনুষ্ঠানে সক্রিয় নুসরত। অষ্টমীর অঞ্জলি, ঢাক বাজানো, দশমীর সিঁদুর খেলা এবং রথযাত্রায় রথ চালানো, সবেতেই অংশ নিয়েছেন। তাঁর এই আচরণ বিতর্কের জন্ম দিয়েছে। তবু দমেননি নুসরত। অভিনেত্রী বর্তমানে যশ দাশগুপ্তের ঘরনি। হিন্দুদের সমস্ত অনুষ্ঠান তাই আগের মতোই পালন করছেন তিনি।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy