Nick-Priyanka's wedding pictures reveal it was a dreamy affair dgtl
Celebrity Wedding
কেমন ছিল নিক-প্রিয়ঙ্কার রূপকথার বিয়ে! দেখে নিন ছবিতে
সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০৪ ডিসেম্বর ২০১৮ ২০:০৪
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১০
অপেক্ষার অবসান। অবশেষে সামনে এল প্রিয়ঙ্কা চোপড়া এবং নিক জোনাসের বিয়ের ছবি। মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় নিজেদের বিয়ের ছবি পোস্ট করেন নব দম্পতি। মুহূর্তের মধ্যে তা ভাইরাল হয়ে যায়। পরে আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে আরও ছবি সামনে আসে। ছবি: প্রিয়ঙ্কার ইনস্টাগ্রাম পেজ থেকে সংগৃহীত।
০২১০
শনিবার জোধপুরের উমেদ ভবনে প্রথম খ্রিস্টান মতে বিয়ে সারেন প্রিয়ঙ্কা-নিক। তাতে পাদরির ভূমিকা পালন করেন নিকের বাবা পল কেভিন জোনাস। আত্মীয়স্বজন এবং ঘনিষ্ঠ বন্ধুবান্ধবের সামনে সেখানে একে অপরকে জীবনসঙ্গী হিসাবে গ্রহণ করেন দু’জনে। ছবি: ছবি: প্রিয়ঙ্কার ইনস্টাগ্রাম পেজ থেকে সংগৃহীত।
০৩১০
ইনস্টাগ্রামে বিয়ের ছবি পোস্ট করে প্রিয়ঙ্কা লেখেন, ‘‘আমাদের চিরদিনের যাত্রা শুরু হল।’’ নিক লেখেন, ‘‘আমার জীবনের সবচেয়ে আনন্দের মুহূর্ত।’’
০৪১০
প্রিয়ঙ্কার বাবা অশোক চোপড়া প্রয়াত হয়েছেন। তাই মা মধু চোপড়াই মেয়েকে নিকের হাতে তুলে দেন। খ্রিস্টান বিয়েতে মেয়ের মতো তিনিও পশ্চিমী পোশাকই বেছে নেন। ছবি: টুইটার থেকে সংগৃহীত।
০৫১০
শ্বেত-শুভ্র সাদা গাউনে প্রিয়ঙ্কা একাই অবশ্য উমেদ ভবন থেকে বেরিয়ে আসেন। সিঁড়ি দিয়ে কয়েক ধাপ নেমে এলে তাঁর হাত ধরেন মা মধু চোপড়া। তার পর সবুজ ঘাসের উপর দিয়ে বিবাহস্থলের দিকে এগিয়ে যান তাঁরা। ছবি: টুইটার থেকে সংগৃহীত।
০৬১০
বিয়েতে প্রিয়ঙ্কা ও নিক দু’জনেই মার্কিন ডিজাইনার রাল্ফ লরেনের তৈরি পোশাক পরেছিলেন। এর আগে ওই সংস্থার পোশাকে রেড কার্পেটে ধরা দিয়েছেন বহু তারকাই। তবে এই প্রথম কোনও তারকার বিয়েতে পোশাক তৈরি করলেন তাঁরা। ছবি: টুইটার থেকে সংগৃহীত।
০৭১০
সাদা রঙের লেস বসানো, ফুলহাতা গাউন পরেছিলেন প্রিয়ঙ্কা। তাঁর পিছনে শিফনের সাদা ভেইল বসানো ছিল। কিন্তু সেটা এতটাই লম্বা ছিল যে সামলাতে হাত লাগাতে হয় জনা কয়েক লোকজনকে। ছবি: টুইটার থেকে সংগৃহীত।
০৮১০
প্রিয়ঙ্কার বিয়ে উপলক্ষে এক সপ্তাহ আগে থেকেই সেজে উঠতে শুরু করেছিল উমেদ ভবন। খ্রিস্টান মতে বিয়ের দিনও বিশেষভাবে সাজানো হয়েছিল গোটা প্রাসাদ। সাদা ফুল দিয়ে সাজানো হয়েছিল বিবাহস্থল। অতিথিদের বসার চেয়ারেও সাদা ফুল বাঁধা ছিল। ছবি: টুইটার থেকে সংগৃহীত।
০৯১০
প্রিয়ঙ্কার খুড়তুতো বোন, অভিনেত্রী পরিণীতি ও মান্নারা চোপড়াও হাজির ছিলেন বিয়েতে। ছিলেন নিকের পরিবারের সব সদস্য এমনকি তাঁর হবু বৌদিও। সকলের সামনে ঠোটে ঠোট রেখে পোজও দেন দু’জনে। ছবি: টুইটার থেকে সংগৃহীত।
১০১০
রবিবার ওই উমেদ ভবনেই হিন্দু মতে বিয়ের আয়োজন হয়। ডিজাইনার সব্যসাচীর তৈরি লাল টুকটুকে লেহঙ্গা-চোলিতে মণ্ডপে আসেন প্রিয়ঙ্কা। নিকের পরনে ছিল সোনালী রঙের শেরওয়ানি। ছবি: টুইটার থেকে সংগৃহীত।