Advertisement
২২ জানুয়ারি ২০২৫
Natasha Stankovic

‘আমি আর হার্দিক এখনও এক পরিবারের অংশ’, ফের ক্রিকেট তারকার সঙ্গে নাতাশা?

খুব সাদামাঠা জীবন যাপন করতে চান নাতাশা। নিজের জীবনও ব্যক্তিগত রাখতে চান তিনি।

Natasha Stankovic said that she is not going to stay in Serbia Permanently

এখনও একই পরিবারের অংশ হার্দিক পাণ্ড্য ও নাতাশা স্তানকোভিচ। ছবি: সংগৃহীত।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৯ নভেম্বর ২০২৪ ১৪:১৫
Share: Save:

হার্দিক পাণ্ড্যর সঙ্গে দাম্পত্যে ইতি টেনেছেন নাতাশা স্তানকোভিচ। বিচ্ছেদ ঘোষণার পরেই ছেলেকে নিয়ে সার্বিয়া উড়ে গিয়েছিলেন তিনি। তবে কিছু দিনের মধ্যেই ভারতে ফেরেন তিনি। ফেরার পরে ইতিমধ্যেই একটি মিউজ়িক ভিডিয়োর কাজও সেরে ফেলেছেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে নাতাশা স্পষ্ট জানিয়েছেন, তিনি আর সার্বিয়া যাচ্ছেন না। এই দেশেই থাকছেন। হার্দিকের সঙ্গে বিচ্ছেদের পরবর্তী অধ্যায় নিয়েও মুখ খুলেছেন তিনি।

খুব সাদামাঠা জীবন যাপন করতে চান নাতাশা। নিজের জীবনও ব্যক্তিগত রাখতে চান তিনি। নাতাশা বলেন, “আমি যে পেশা বেছে নিয়েছি, সেখানে প্রচারের আলো এড়িয়ে চলা যায় না। তবে আমাকে নিয়ে মানুষের কোনও ধারণা আমাকে প্রভাবিত করতে পারে না। আমি জানি, আমি কী কী করেছি, কতটা করেছি, বা কোথা থেকে এসেছি। তাই কোনও কিছুই আমাকে নাড়িয়ে দিতে পারে না। বলা ভাল, কেউই আমাকে নাড়িয়ে দিতে পারে না।”

ছেলে অগস্ত্যের জন্য হার্দিকের সঙ্গে যোগাযোগ রয়েছে। দু’জনে মিলেই ছেলেকে বড় করছেন। সার্বিয়ান মডেলের কথায়, “অনেকেই বলছিলেন, আমি সার্বিয়ায় ফিরে যাচ্ছি। কিন্তু আমি কী ভাবে যাব? আমার বাচ্চাটা রয়েছে। ওর স্কুল এখানে। তাই কোনও উপায় নেই যাওয়ার। ওকে (অগস্ত্য) এখানে থাকতেই হবে। দিনের শেষে ওর পরিবার তো এখানেই। এখনও আমি এবং হার্দিক একটাই পরিবার। আমাদের তো সন্তান রয়েছে। সন্তানের জন্যই দিনের শেষে আমরা একটা পরিবারেরই অংশ। অগস্ত্যের বাবা ও মা দু’জনকেই প্রয়োজন।”

হার্দিকের সঙ্গে বিয়ের পরে কাজ থেকে দূরে সরে গিয়েছিলেন নাতাশা। সেই জন্য এখন আক্ষেপ হয় তাঁর। সেই জন্যই ফের নিজেকে কাজে ব্যস্ত করতে উঠে পড়ে লেগেছেন তিনি।

অন্য বিষয়গুলি:

Natasha Stankovic Hardik Pandya Bollywood
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy