Advertisement
০৪ নভেম্বর ২০২৪

‘আজহার’-এর ‘সঙ্গীতা’ হবেন নার্গিস

যাঁকে নিয়ে বায়োপিক, তিনি যদি জীবিত ব্যক্তিত্ব হয়ে থাকেন, তা হলে সে ছবি তোলার ঝামেলা অনেক। তার উপর যদি সেই ব্যক্তিটি হন মহম্মদ আজহারউদ্দিন, তা হলে ক্রিকেট আর ব্যক্তিজীবন মিলিয়ে সে একাধারে জটিল আর এলাহি বন্দোবস্ত।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০৫ জুলাই ২০১৫ ০০:০০
Share: Save:

যাঁকে নিয়ে বায়োপিক, তিনি যদি জীবিত ব্যক্তিত্ব হয়ে থাকেন, তা হলে সে ছবি তোলার ঝামেলা অনেক। তার উপর যদি সেই ব্যক্তিটি হন মহম্মদ আজহারউদ্দিন, তা হলে ক্রিকেট আর ব্যক্তিজীবন মিলিয়ে সে একাধারে জটিল আর এলাহি বন্দোবস্ত। পরিচালক টনি ডি’সুজা তাঁর ‘আজহার’ ছবির জন্য সে ব্যাপারে কোনও ত্রুটি রাখবেন বলে মনে হয় না। আজহারের ভূমিকায় ইমরান হাসমির কাস্টিংয়ের কথা আগেই জানা গিয়েছিল। কিন্তু আজহরের স্ত্রী, প্রাক্তন বলিউড হার্টথ্রব সঙ্গীতা বিজলানির ভূমিকায় কাকে দেখা যাবে, তা নিয়ে জল্পনা চলছিলই। শোনা যাচ্ছিল করিনা কপূর, জ্যাকলিন ফার্নান্ডেজ, নিমরত কাউরের নাম। শেষ পর্যন্ত যাঁর নাম উঠে এল, তিনি নার্গিস ফকরি। তাঁর সঙ্গে সঙ্গীতা বিজলানির চেহারাগত সাদৃশ্যের বিষয়টি ছাড়াও, নার্গিসের অভিনয় ক্ষমতার কথাটাও মাথায় রেখেই এই চরিত্র চয়ন বলে মনে করছে বলি-মহল।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE