Advertisement
২৩ ডিসেম্বর ২০২৪
Nusrat Jahan

নুসরতকে হুমকি নিখিলের, ‘দরজা খুলে না বেরোলে পা ভেঙে রেখে দেব’!

নুসরত জাহান।

নুসরত জাহান।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৮ নভেম্বর ২০২০ ১৪:৫৮
Share: Save:

সোশ্যাল জমিয়ে দিয়েছেন মিঞাঁ-বিবি! এক জন হায় হায় করছেন ‘ইয়াদ পিয়া কি আনে লাগি’ বলে। অন্য জন ফ্রাইং প্যান হাতে গজরাচ্ছেন, ‘আজ তোহর হাম টাঙ্গি তোড় কর রখতে হ্যায়... নিকাল!’

নুসরত জাহান ও নিখিল জৈনের জোড়া টিকটক ভিডিয়ো সোশ্যাল মিডিয়া এ ফোঁড়-ও ফোঁড় করে দিয়েছে। এত দিন একাই একের পর এক টিকটক করে শিরোনামে ছিলেন সাংসদ-তারকা। এ বার দলে টেনেছেন স্বামীকেও।

রকমসকম দেখে হতভম্ব নেটাগরিকেরা। ভাইরাল নুসরত-নিখিল।

দোরগোড়ায় ’২১-এর নির্বাচন। একের পর এক ছবির শ্যুটও শেষ করছেন। সব মিলিয়ে বেজায় ব্যস্ত নুসরত জাহান। এতটাই ব্যস্ত যে নিখিল জৈনকে সময় দিয়ে উঠতে পারছেন না?

মিস করছেন হাবিকে!

সাংসদ-অভিনেত্রীর টিকটক ভিডিয়োয় সেই কথাই যে স্পষ্ট। নেহা কক্করের সাম্প্রতিক রিমিক্স ‘আ ফিউচারিস্টিক লাভ স্টোরি’-কে ব্যাকগ্রাউন্ডে রেখে নাচে-লাস্যে নজরকাড়া নুসরত। খোলা চুল। কালো শোল্ডার কাট ক্রপ টপ। কালো বডি হাগস জিনস। শরীরী রেখা স্পষ্ট হতেই তপ্ত সোশ্যাল পাড়া।

A post shared by Nusratchirps (@nusrat_jahan_fan__club)

অন্য দিকে, স্ত্রীর এত ব্যস্ততায় যেন প্রচণ্ড ক্ষুব্ধ নিখিল! নীল টি-শার্ট, সাদা শর্টস পরে বাধ্য হয়েই হেঁশেলে তিনি। কত দিন এ সব সহ্য হয়? তাই ফ্রাইং প্যান হাতে বন্ধ দরজার বাইরে তর্জন-গর্জন, ‘বিবি হো, বিবি কি তরহা রহো। বাহার নিকাল। আজ তোহর হাম টাঙ্গি তোড় কর রখতে হ্যায়... নিকাল বাহার!’

দরজা খুলতেই নিখিলের ‘বোলতি বন্ধ’! ভিজে বেড়ালের মতো জোড় হাতে নুসরতকে বলছেন, ‘তুম যো আয়ে জিন্দেগি মে বাত বন গয়ি...!’

আরও পড়ুন: সবাই ভাবছে আমি প্রেম করি তাই এই করোনার সময় আমার একটাও প্রেম হল না: সৌরসেনী

বিয়ের পর থেকে এ ভাবেই সব সময় এক সঙ্গে তাঁরা। মুসলিম হয়ে হিন্দুকে বিয়ে, হিন্দু নারীর সাজ গায়ে তোলার জন্য কম ট্রোলড হতে হয়নি নুসরতকে। হিন্দুদের উৎসবে সামিল হওয়ার জন্যও তাঁকে বিঁধেছেন ধর্মগুরুদের একাংশ। নিখিল তখনও এ ভাবেই নুসরতের পাশে। এক জোটে তারকা দম্পতি উড়িয়ে দিয়েছেন যাবতীয় বিতর্ক।

আরও পড়ুন: তারার হাট জমজমাট, অনির্বাণ-মধুরিমার রিসেপশনে

অন্য বিষয়গুলি:

nusrat jahan Nikhil Jain Tollywood
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
আরও পড়ুন

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy