পুজো কাটতে না কাটতেই ভিয়েতনাম পাড়ি দিয়েছেন মনামি ঘোষ। শহুরে ব্যস্ততা থেকে বহুদূরে নিজের জন্য সময় বার করে নিয়েছেন তিনি। কখনও লাও-কাই রেল স্টেশনে আবার কখনও বা সাপা-তে জমিয়ে সময় কাটাচ্ছেন তিনি।
সোশ্যাল মিডিয়ায় শেয়ারও করেছেন তাঁর ট্রাভেল ডায়েরি। কখনও হোটেলের সুইমিং পুলে সুইমসুটে রিল্যাক্স করতে দেখা গিয়েছে তাঁকে আবার কখনও বা ভিয়েতনামি খাবারের স্বাদ নিতে দেখা গিয়েছে তাঁকে।
শুধু তাই নয়, নৌকা ভ্রমণও করেছেন তিনি। নিজের খেয়ালে ভেসে চলেছেন তিনি। দু’পাশে সবুজ পাহাড়, ঠিক যেন রূপকথা।
আরও পড়ুন-ঘনিষ্ঠতায়-আদরে নুসরতের সিঁদুর খেলা
আরও পড়ুন-'কবীর সিং'-এর মতো চরিত্র পছন্দ নয়: করিনা কপূর
No she was not copying me..i was copying her❤ #vietnamkids
টেলিভিশনে চুটিয়ে অভিনয় করেন মনামী। তাঁর দক্ষতা দর্শকদের কাছে প্রমাণিত। সিনেমা এবং সিরিয়াল সমান দক্ষতায় ব্যালেন্স করেন তিনি। কাজের ফাঁকে ছুটিও দরকার। তাই নিজের জন্য সময় বার করে মনামি পাড়ি দিয়েছেন ভিয়েতনাম।
To know more subscribe to .... https://www.youtube.com/channel/UCAp2VMvsX2SmO_RT-2nWjHQ #vietnam🇻🇳