১৫ জানুয়ারি, ২০০৯ সাল। ২৮০০ ফুট উচ্চতায় মার্কিন (ফ্লাইট ১৫৪৯) বিমানের দু’টি ইঞ্জিন বিকল হয়ে যায়। ফলে হাডসন নদীতেই জরুরি অবতরণ করে ওই মার্কিন এয়ারবাস এ-৩২০। চালক, বিমানসেবিকা, যাত্রী-সহ মোট ১৫৫ জন ছিলেন ওই বিমানে। ওই ঘটনায় গোটা বিমানটি ডুবে গেলেও প্রাণে বেঁচে যান ১৫৫ জনই। এই ঘটনায় মানুষের কাছে হিরো হয়ে যান বিমান চালক ক্যাপ্টেন সলি। ঘটনাটি মার্কিন বিমান পরিষেবার ইতিহাসে ‘মিরাক্ল অন দ্য হাডসন’ নামে পরিচিত।
ইতিহাসের এই বিস্ময়কর ঘটনা ফিরে দেখালেন হলিউডের বিখ্যাত অভিনেতা-পরিচালক ক্লিন্ট ইস্টউড। তাঁর ‘সলি’ ছবিতে ‘মিরাক্ল অন দ্য হাডসন’-এর নায়ক ক্যাপ্টেন সলির ভূমিকায় রয়েছেন হলিউডের আর এক দিকপাল অভিনেতা টম হ্যাঙ্কস।
ছবিতে ধরা পড়েছে বিমান দুর্ঘটনার সেই ভয়ঙ্কর মুহূর্ত। ছবির পরবর্তী অংশ জুড়ে রয়েছে এই দুর্ঘটনা নিয়ে তদন্ত এবং বিমান চালকের হিরো হয়ে ওঠার নানা পর্ব। ৯ সেপ্টেম্বর মুক্তি পেতে চলেছে ‘সলি’। সম্প্রতি মুক্তি পাওয়া ছবির ট্রেলারে ধরা পড়ল সেই ঐতিহাসিক দুর্ঘটনার টানটান উত্তেজনায় ভরা কিছু মুহূর্ত।
দেখুন ভিডিও:
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy