Advertisement
৩১ ডিসেম্বর ২০২৪
Aparajita Apu

TV Seraial: শেষ ‘অপরাজিতা অপু’, ফাঁক ভরাতে আসছে ‘উড়ন তুবড়ি’

সাম্প্রতিক ফলাফল বলছে, বেশ কয়েক সপ্তাহ ধরেই টিআরপি কম ‘অপু’র। সেটাই কারণ? পরিচালকের মতে, ‘‘হতেও পারে’’।

২৫ মার্চ শেষ শ্যুট ‘অপরাজিতা অপু’-র। ২৬ মার্চ শেষ সম্প্রচারণ।

২৫ মার্চ শেষ শ্যুট ‘অপরাজিতা অপু’-র। ২৬ মার্চ শেষ সম্প্রচারণ।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৫ মার্চ ২০২২ ১৬:০৬
Share: Save:

পুরনো ধারাবাহিকের বিদায়। শূন্যস্থান পূরণে একের পর এক নতুন ধারাবাহিক। যেমন, স্টার জলসায় শেষ হয়ে যাচ্ছে স্নেহাশিস চক্রবর্তীর ‘বরণ’। সেই জায়গায় দেখা যাবে রাজ চক্রবর্তীর ‘গোধূলি আলাপ’। জি বাংলাতেও একই ছবি। ২৫ মার্চ শেষ শ্যুট ‘অপরাজিতা অপু’-র। ২৬ মার্চ শেষ সম্প্রচার। সেই জায়গায় আসছে ফ্রেন্ডস কমিউনিকেশনের নতুন ধারাবাহিক ‘উড়ন তুবড়ি’।

‘অপরাজিতা অপু’র শেষ হয়ে যাওয়ার খবর সোমবার থেকেই ছড়িয়েছে টেলিপাড়ায়। ধারাবাহিকে অপুর মৃত্যু দেখানো হয়েছে। বদলে দেখা যাচ্ছে মিস গোমসকে। যিনি হুবহু অপুর মতোই দেখতে। কিন্তু বৃদ্ধা। এটা কি অপুর ছদ্মবেশ? সেই রহস্য এখনও ফাঁস হয়নি। পাশাপাশি, জোরকদমে চলছে শ্যুটিং। তার ফাঁকেই আনন্দবাজার অনলাইনের সঙ্গে কথা বললেন পরিচালক স্বপন নন্দী। তাঁর কথায়, ‘‘টানা এক বছর ধরে চলেছে ধারাবাহিক। রেটিং চার্টেও প্রথম থেকে ভাল ফল করেছিল। একটা সময় তো শেষ হবেই। মেনে নিতে হবে সবাইকে।’’ কিন্তু সাম্প্রতিক ফলাফল বলছে, বেশ কয়েক সপ্তাহ ধরেই টিআরপি কম ‘অপু’র। সেটাই কারণ? পরিচালকের মতে, ‘‘হতেও পারে’’। পাশাপাশি এও জানিয়েছেন, পুরোটাই প্রযোজক এবং চ্যানেল কর্তৃপক্ষের সিদ্ধান্ত।

সম্প্রচারণের আগে থেকেই প্রযোজক ফিরদৌসল হাসানের ‘উড়ন তুবড়ি’ও চর্চায়। এই মুহূর্তে অ্যাক্রোপলিস এন্টারটেনমেন্টের ‘গাঁটছড়া’ ‘বাংলা সেরা’। খবর, তাকে টক্কর দিতেই নাকি তিন বোনের গল্প নিয়ে তৈরি এই ধারাবাহিক। স্টার জলসার ধারাবাহিকে দশকর্মা ভান্ডারের ব্যবসা দেখানো হচ্ছে। নতুন ধারাবাহিকে তিন বোনের চপের দোকান! মুখ্য ভূমিকায় অভিনয় করছেন, অভিজিৎ গুহ, লাবণি সরকার, ঋতুপর্ণা সেন, সুকন্যা বসু, সোহিনী বন্দ্যোপাধ্যায়, সৌমী চট্টোপাধ্যায়। বড় বোনের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে সুকন্যাকে। মেজ বোন সোহিনী। ছোট বোন সৌমী। তিন বোনের মায়ের ভূমিকায় অভিনয় করবেন লাবণি।

অন্য বিষয়গুলি:

Aparajita Apu Zee Bangla Bengali Mega Serial New Serial
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy