ক্রিকেটের সঙ্গে গ্ল্যামারের মিশেল হয় তাঁদের হাত ধরেই। বলিউড ও ‘জেন্টলম্যানস গেম’-এর ‘গোল্ডেন কাপল’ তাঁরা। কিন্তু শর্মিলা ঠাকুর এবং মনসুর আলি খান পটৌডির রূপকথার কাহিনিতেও কম টুইস্ট নেই। বঙ্গতনয়ার প্রেমে নিজেকে সঁপে দেওয়ার আগে বলিউডের সিনিয়র পটৌডির জীবনে উজ্জ্বল উপস্থিতি ছিল স্বর্ণযুগের আর এক গ্ল্যামার গার্লের।
মাত্র ২১ বছর বয়সে ভারতীয় দলের অধিনায়কত্ব হাতে পান মনসুর পটৌডি। ব্যাট হাতে মাঠের মধ্যে যেমন পর পর ছক্কা হাঁকাতেন তিনি। তেমনই মাঠের বাইরেও তাঁকে ঘিরে কম উন্মাদনা ছিল না। তাঁর হাঁটাচলা, কথাবার্তা, হাবভাবে পুরোদস্তুর নবাবিয়ানা ফুটে উঠত। এক ঝলক তাঁর দেখা পেতেই সেই সময় আকুল আগ্রহে অপেক্ষা করতেন মহিলা অনুরাগীরা।