‘পুষ্পা: দ্য রুল’ ছবির প্রিমিয়ারে পদপিষ্ট হওয়ার ঘটনাকে কেন্দ্র করে অল্লু অর্জুনের বাসভবনে বিক্ষোভ। ছবি: সংগৃহীত।
এক দিকে বাড়ছে ‘পুষ্পা ২: দ্য রুল’ এর বক্স অফিস সংগ্রহ। পাল্লা দিয়ে বাড়ছে ছবির নায়ক অল্লু অর্জুনকে ঘিরে বিতর্ক, বিক্ষোভ। পরিস্থিতি এমনই যে এখন দক্ষিণী অভিনেতার সঙ্গে জড়িয়ে গিয়েছে রাজনৈতিক বিতণ্ডাও। রবিবার অল্লুর হায়দরাবাদের জুবিলি হাউসের বাড়িতে বিক্ষোভ দেখানোর সময় এক দল মানুষ পাথর ছুড়েছেন বলে অভিযোগ।
রবিবার অল্লু সমাজমাধ্যমে নিজের ভক্তদের উদ্দেশে বার্তা দিয়ে সকলকে শান্ত থাকার অনুরোধ জানিয়েছিলেন। ইনস্টাগ্রামে অল্লু লেখেন, “আমি আমার সকল ভক্তকে অনুরোধ জানাব তাঁরা যেন আবেগ প্রকাশের সময় দায়িত্বজ্ঞান বজায় রাখেন, যেমন তাঁরা সব সময়ই করে থাকেন এবং অনলাইন বা অফলাইনে কোনও অশালীন মন্তব্য বা আচরণ করা থেকেও বিরত থাকুন।” শুধু তাই নয়, অল্লু হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন কোনও ভুয়ো প্রোফাইল থেকে তাঁর ভক্ত সেজে যদি কেউ এমন কোনও কাজ করেন তা হলে আইনি পদক্ষেপ করতে বাধ্য হবেন তিনি। নিজের ভক্তদের উদ্দেশে তাঁর অনুরোধ, “এ ধরনের কোনও পোস্টের সঙ্গে জড়িয়ে পড়বেন না।”
গত ৪ ডিসেম্বর হায়দরাবাদের এক প্রেক্ষাগৃহে ‘পুষ্পা ২’-এর প্রিমিয়ারে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় এক মহিলার। তাঁর নাবালক পুত্রও আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ছিল। সম্প্রতি জানা গিয়েছে, চিকিৎসকেরা আশঙ্কা করছেন ওই কিশোরের মস্তিষ্কের মৃত্যু ঘটেছে ইতিমধ্যেই। এই ঘটনায় এর আগেই গ্রেফতার করা হয়েছিল তেলুগু সুপারস্টার অল্লু অর্জুনকে। যদিও পরের দিনই তিনি জামিনে ছাড়া পান। হাত জোড় করে জানিয়েছিলেন, তিনি দুর্ঘটনাগ্রস্ত পরিবারের পাশেই আছেন। প্রয়োজনে গুরুতর আহত কিশোরের চিকিৎসার সমস্ত দায়ভার নিতেও প্রস্তুত।
এরই মধ্যে গত শনিবার অল্লু দাবি করেন, ওই ঘটনা নিয়ে একাধিক ভুল খবর ছড়িয়েছে। বিষয়টিকে ‘অপমানজনক’ বলেও উল্লেখ করেছেন অল্লু। তাঁর কথায়, “বহু ভুল খবর চার দিকে ছড়াচ্ছে। কোনও বিভাগ বা রাজনীতিক— আমি কাউকে দোষ দিতে চাই না। কিন্তু এটা অপমানজনক। মনে হচ্ছে যেন চরিত্রহনন করা হচ্ছে।” সে দিনই তেলঙ্গানা বিধানসভায় ‘অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন’ (মিম) বিধায়ক ও হায়দরাবাদের সাংসদ আসাদউদ্দিন ওয়েইসির ভাই আকবরউদ্দিন ওয়েইসি বলেন, ‘‘আমার কাছে যা খবর আছে, সেই তথ্য অনুসারে, যখন ওই অভিনেতা পদদলিত হওয়া এবং তাতে এক জনের মৃত্যুর কথা শুনেছিলেন, তখন তিনি বলেছিলেন, ‘এ বার সিনেমাটা হিট হবে’!’’
এর পর থেকে উত্তেজনা আরও বেড়েছে। রবিবার দুপুর থেকে একটি ভিডিয়ো ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা গিয়েছে, অল্লুর বাসভবনের সামনে বিক্ষোভ দেখাচ্ছেন এক দল মানুষ। চিকিৎসাধীন কিশোর শ্রী তেজের জন্য বিচারের দাবিতে তাঁরা ব্যানার, পোস্টার নিয়ে জড়ো হয়েছিলেন। ওই কিশোরের জন্য এক কোটি টাকা ক্ষতিপূরণও দাবি করেছেন বিক্ষোভকারীরা। অল্লুর প্রাসাদোপম বাড়ির সামনে তাঁর জবাবদিহি চেয়ে স্লোগান দিতে শোনা যায় তাঁদের। সেখান থেকেই কাউকে কাউকে পাথর ছুড়তে দেখা গিয়েছে বলে অভিযোগ। ভাঙচুর করা হয়েছে বাড়ির সামনে থাকা কিছু ফুল গাছের টবও।
তেলঙ্গানায় ক্ষমতাসীন কংগ্রেস ছবির প্রিমিয়ারে পদপিষ্ট হওয়ার ঘটনার নিন্দা করেছে আগেই। বিধানসভাতেই অল্লুকে কটাক্ষ করেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি। এ দিকে বিজেপি ও বিআরএস অল্লুর পাশে দাঁড়িয়েছে বলে জানা গিয়েছে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy