দেখতে দেখতে ৯ বছরের দাম্পত্য জীবন কাটিয়ে ফেললেন অর্জুন চক্রবর্তী ও তাঁর স্ত্রী সৃজা সেন। গত বছর একের পর এক বিচ্ছেদের সাক্ষী থেকেছে টলিপাড়া। সেই সময় উঠে এসেছিল অর্জুন ও সৃজার নামও। শোনা গিয়েছিল, তাঁদের দাম্পত্যেও নাকি চিড় ধরেছে। তবে সেই জল্পনায় জল ঢেলে দিয়েছিলেন তাঁরা নিজেরাই। একের পর এক সোহাগী ছবি ভাগ করে নিয়েছিলেন দম্পতি। বিবাহবার্ষিকীতেও তেমনই কিছু ছবি ভাগ করে নিলেন অর্জুন। ন’বছর আগে ফিরে যাওয়ার ইচ্ছেও প্রকাশ করলেন সমাজমাধ্যমের পোস্টে।
বিয়ের কয়েকটি ছবি ভাগ করে নিয়েছেন অর্জুন। সৃজার পরনে লাল বেনারসি আর সোনার গয়না। অর্জুন পরেছিলেন গাঢ় লাল রঙের পাঞ্জাবি। এই ছবি দেখে অনুরাগীদের মতামত, এখনও যেন ছবিগুলি ভীষণ ভাবে জীবন্ত। তাই সেই অতীতে ফিরতে চান অর্জুনও।
আরও পড়ুন:
ছবির সঙ্গে অর্জুন লিখেছেন, “বিয়ের ন’টা বছর সুন্দর ভাবে কাটল। আমার স্ত্রী হওয়ার জন্য তোমাকে ধন্যবাদ। আমার কাছে সুযোগ থাকলে, ৯ বছর আগের সেই সন্ধ্যায় আমি ফিরে যেতাম এবং সেই দিনটা আবার উপভোগ করতাম। বিবাহবার্ষিকীর শুভেচ্ছা।” তবে এই পোস্টের কোনও উত্তর দেননি সৃজা। তিনি নীরব। শুধুমাত্র এই ছবিগুলি ‘কোল্যাব পোস্ট’ হিসাবে নিজের সমাজমাধ্যমে ভাগ করে নিয়েছেন।
বিবাহবিচ্ছেদের খবর ছড়ানোর পর থেকে বার বার স্ত্রীর জন্য প্রকাশ্যে ভালবাসা প্রকাশ করেছেন অর্জুন। গত বছর বন্ধুত্ব দিবসেও তাঁদের সম্পর্ক নিয়ে একটি পোস্ট করেছিলেন অভিনেতা। স্কুলজীবন থেকে প্রেম তাঁদের। ২০১৬ সালে পেশায় মডেল সৃজাকে বিয়ে করেছিলেন অর্জুন। বিবাহবার্ষিকীতে দম্পতিকে শুভেচ্ছায় ভরিয়েছেন তাঁদের অনুরাগীরা।